1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দ্য ডার্টি পিকচার’-এর সৌজন্যে যেন আকাশ ছুঁয়েছেন বিদ্যা

৯ ডিসেম্বর ২০১১

না ‘ডার্টি ডান্সিং’ নয়, বিদ্যা বালানের নতুন ছবির নাম ‘দ্য ডার্টি পিকচার’৷ অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন নিয়ে তৈরি এ ছবিতে বিদ্যাকে দেখা যাচ্ছে নতুন সাজে৷ সঙ্গে নাসিরের জাদু আর বাপ্পি লাহিড়ীর কন্ঠে সত্তরের দশকের সুর৷

‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে বিদ্যা বালানছবি: Youtube

দোসরা ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘দ্য ডার্টি পিকচার'৷ ছবিতে নাসিরউদ্দিন শাহ, এমরান হাশমি, তুষার কাপুর — ছবির তিন নায়কের সঙ্গে রগরগে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন বিদ্যা বালান৷ আর সে কারণেই, পুরো ছবিটিকে প্রাপ্তবয়স্কদের জন্য বলে সনদপত্র দিয়েছে ভারতের সেন্সর বোর্ড৷

তারপরও, প্রশংসার জোয়ারে ভাসছে বিদ্যা৷ এমনকি তাঁর খোলামেলা-সাহসী অভিনয়ে প্রভাবিত বলিউডের প্রথম সারির নায়িকারাও৷ শোনা যাচ্ছে, মধুর ভান্ডারকর-এর ‘হিরোইন' ছবির চিত্রগ্রহণও নাকি ‘দ্য ডার্টি পিকচার'-এর অনুকরণে করা হবে৷ এমনটাই জানিয়েছেন ‘হিরোইন'-এর নায়িকা করিনা কাপুর৷ যদিও ৩২ বছর বয়সি এই অভিনেত্রী মনে করছেন, ‘দ্য ডার্টি পিকচার' যে সীমা ছুঁয়েছে – তা অতিক্রম করা কারও পক্ষে সম্ভব নয়৷

সমালোচকরা অবশ্য ছেড়ে কথা বলছেন না৷ তাঁদের কথায়, ‘পরিণীতা', ‘লাগে রাহো মুন্নাভাই', ‘পা', ‘ইশকিয়া'-র মতো উঁচুমানের ছবির পর, বিদ্যা বোধ হয় এবার এই ‘ডার্টি পিকচার' দিয়েই সেরা অভিনেত্রীর পুরস্কার বগলদাবা করতে চান৷ বিদ্যা অবশ্য এ সমালোচনায় দমে যাওয়ার পাত্রি নন৷ তাঁর পাল্টা-প্রশ্ন, ‘‘অভিনয় শিল্পীদের কি কোনো সীমারেখা থাকা উচিত?''

ছবি: Youtube

৮০-র দশকে, দক্ষিণ ভারতের ‘হিট অ্যান্ড হট' নায়িকা সিল্ক স্মিতাকে নিয়েই ছবির প্লট৷ মাত্র ১৭ বছরে প্রায় চারশ'টির মতো ছবিতে অভিনয় করে সিল্ক স্মিতা ইতিহাস সৃষ্টি করেন৷ তাঁর আসল নাম ছিল বিজয়লক্ষ্মী৷ কয়েক বছর আগে তিনি আত্মহত্যা করেন৷

সে যাই হোক, স্মিতার মতো দেখার জন্য, তাঁর চরিত্রে একাত্ম হওয়ার জন্য বিদ্যা বালানকে নাকি প্রায় ১০ কিলো ওজন বাড়াতে হয়েছে৷ পড়তে হয়েছে ‘সিল্ক' চরিত্রের আদলে শাড়ি, রংচটা পোশাক৷ নাচের মধ্যেও ‘তোহফা' বা ‘হিম্মতওয়ালার' শ্রীদেবীকে তুলে আনতে হয়েছে নিজের মধ্যে৷ শুধু তাই নয়, সে সময়কার কম করে অর্ধশত দক্ষিণী-হিন্দি ছবি দেখতে হয়েছে বিদ্যাকে৷

ছবির ‘উ লা লা লা' গানটি ইতিমধ্যেই চার্টের শীর্ষে অবস্থান করছে বলে খবর৷ যদিও বিশাল শেখরের পরিচালনায় বাপ্পি লাহিড়ী ও শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটি তামিল ছবি ‘কাধালিল ভিজুনথেন'-এর ‘নাক্কা মুক্কা' গানের হিন্দি সংস্করণ৷

ওদিকে, ছবি দেখে প্রযোজক একতা কাপুর এবং পরিচালক মিলন লুথরিয়ার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন সিল্ক-এর ভাই৷ তিনি জানান, তাঁর বোনকে নাকি বাজেভাবে উপস্থাপন করা হয়েছে ছবিতে! তবে এখানেও বিদ্যার ভিন্নমত৷ তাঁর কথায়, ‘‘নারীকে এ ছবিতে দৃষ্টিকটুভাবে উপস্থাপন করা হয়নি৷ বরং পুরুষতান্ত্রিক সমাজে নারীরা যেভাবে তাঁদের বুদ্ধি ব্যবহার করে নিজেদের অবস্থান গড়ে তুলেছেন – সেটাই দেখানো হয়েছে৷''

২০০৫ সালে প্রদীপ সরকারের ‘পরিণীতা' ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে পা রাখেন বিদ্যা বালান৷ জানান, ‘‘আমি কখনোই একনম্বর নায়িকার দৌড়ে ছিলাম না৷ এর আগেও আমি বাণিজ্যিক সাফল্য পেয়েছি৷ কিন্তু আমার কাছে ‘দ্য ডার্টি পিকচার' ছবিটি একটা ‘ল্যান্ডমার্ক'৷''

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ