চলতি বছর ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা ‘দ্য বব্স’ এর একটি বিভাগে মনোনয়ন পেয়েছে আসিফ মহিউদ্দীনের বাংলা ব্লগ৷ ব্লগার আসিফ মহিউদ্দীনকে সম্প্রতি গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ৷
বিজ্ঞাপন
বাংলাদেশে ধর্মীয় মৌলবাদ এবং রাজনীতির নামে ‘নোংরা খেলার' এক কঠোর সমালোচক আসিফ মহিউদ্দীন৷ গত জানুয়ারি মাসে তাঁর উপর হামলা চালায় ‘আল-কায়েদা নেটওয়ার্কের কয়েকজন অনুসারী'৷ নিজেকে ‘নাস্তিক' হিসেবে পরিচয় প্রদানকারী মহিউদ্দীন জানিয়েছেন, ব্লগে ধর্মীয় মৌলবাদ নিয়ে লেখালেখির কারণে এই হামলার শিকার হয়েছেন তিনি৷
আসিফ মহিউদ্দীনকে হত্যার উদ্দেশ্যে তাঁর উপর এই হামলা চালানো হয়েছিল৷ ইতোমধ্যে পুলিশ মহিউদ্দীনের উপর হামলাকারী সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে৷ গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমান এই বিষয়ে বলেন, ‘‘তারা (আটক) চারজনই আসিফের ওপর হামলার কথা স্বীকার করেছে৷ তারা জানিয়েছে, তাদের উদ্দেশ্য ছিল আসিফকে হত্যা করা৷ তবে চাপাতির ব্যাগ নিয়ে যার আসার কথা ছিল সে ঠিক সময়ে না আসায় তারা ছুরিকাঘাত করেই আসিফকে হত্যার চেষ্টা করে৷''
দ্য বব্স: বাংলা ভাষার পক্ষে লড়ছেন যারা
ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা ‘দ্য বব্স ২০১৩’র ছয়টি আন্তর্জাতিক মিশ্র বিভাগে বাংলা ভাষার পক্ষে রয়েছে ছয়টি অনলাইন উদ্যোগ৷ চলুন এসব উদ্যোগ সম্পর্কে খানিকটা ধারণা নেওয়া যাক৷ সঙ্গে থাকছে তাদের ভোট দেওয়ার লিংক৷
সেরা ব্লগ
ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা ‘দ্য বব্স ২০১৩’ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘সেরা ব্লগ’ বিভাগে বাংলা ভাষার পক্ষে রয়েছে নিঝুম মজুমদারের ব্লগ৷ এই বিভাগে আরো ১৩টি ভাষার প্রতিযোগীর সঙ্গে লড়ছে এই বাংলা ব্লগটি৷ লন্ডনে বসবাসরত বাংলাদেশি আইনজীবী ব্লগার নিঝুম মজুমদার একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার৷ এই ব্লগটি তাঁর৷ নিঝুমকে ভোট দিতে ক্লিক করুন ‘আরো’ বাটনে৷
ছবি: somewhereinblog.net
সেরা উদ্ভাবন
এই মিশ্র বিভাগে বাংলা ভাষার পক্ষে রয়েছে শিক্ষক ডটকম৷ মূলত বাংলাদেশ এবং ভারতের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বাংলায় অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে শিক্ষক ডট কম৷ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাঙালি শিক্ষাবিদরা এই প্ল্যাটফর্মটির পেছনে সময় দিচ্ছেন৷ এই প্রকল্পকে ভোট দিতে ক্লিক করুন ‘আরো’ বাটনে৷
সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে চলমান আন্দোলনের এক অন্যতম কর্মী লাকি আক্তার৷ শুরু থেকে অগ্নিকণ্ঠে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে এই আন্দোলনকে জাগিয়ে রেখেছেন তিনি৷ এই মিশ্র বিভাগে লাকি’র প্রতিদ্বন্দ্বীরা ইংরেজি, জার্মান, রাশিয়ানসহ বিভিন্ন ভাষার৷ তাঁকে ভোট দিতে ক্লিক করুন ‘আরো’ বাটনে৷
ছবি: www.facebook.com/luckyakterbristy
রিপোটার্স উইদাআউট বর্ডার্স পুরস্কার
এই মিশ্র বিভাগে বাংলা ভাষার প্রতিনিধিত্ব করছে আসিফ মহিউদ্দীনের বাংলা ব্লগ৷ ধর্মীয় মৌলবাদ এবং রাজনীতির নামে ‘নোংরা খেলার’ এক কঠোর সমালোচক আসিফ মহিউদ্দীন৷ গত জানুয়ারি মাসে তাঁর উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত৷ সম্প্রতি সরকারি নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র নির্দেশে মহিউদ্দীনের ব্লগ সাইটটি বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ তাঁকে গ্রেপ্তারও করা হয়েছে৷ মহিউদ্দীনকে ভোট দিতে ক্লিক করুন ‘আরো’ বাটনে৷
ছবি: www.somewhereinblog.net
গ্লোবাল মিডিয়া ফোরাম
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারী পুরুষদের দোরগোড়ায় বিভিন্ন সেবা পৌঁছে দিচ্ছেন তথ্যকল্যাণীরা৷ একজন তথ্যকল্যাণী উপযুক্ত প্রশিক্ষণের পর তাঁর নিজের এলাকায় কাজ করেন৷ তথ্য কল্যাণীদের সহায়তায় ‘ইনফোসেন্টার’ও রয়েছে, যেখান থেকে মোবাইল, ইন্টারনেট এবং ভিডিও চ্যাটের মাধ্যমে তথ্যকল্যাণীদেরকে বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা করা হয়৷ তথ্যকল্যাণী উদ্যোগকে ভোট দিতে ক্লিক করুন ‘আরো’ বাটনে৷
ছবি: www.pallitathya.org
সবচেয়ে সৃজনশীল এবং মৌলিক
শুধুমাত্র বাংলা ভাষাভাষীদের জন্য মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ‘বেশতো’৷ ব্লগিংয়ের পাশাপাশি সাইটটিতে একটি ফোরামও রয়েছে৷ বাংলা ভাষায় এরকম আঞ্চলিক সামাজিক যোগাযোগ মাধ্যম তুলনামূলকভাবে নতুন৷ বেশতো’কে ভোট দিতে ক্লিক করুন ‘আরো’ বাটনে৷
ছবি: www.beshto.com
সেরা বাংলা ব্লগ
সেরা বাংলা ব্লগ বিভাগে রয়েছে দশটি বাংলা ব্লগ৷ এই বিভাগে শুধুমাত্র অনলাইন ব্যবহারকারীদের ভোটের উপর ভিত্তিক করে ‘ইউজার প্রাইজ’ বিজয়ী নির্ধারণ করা হবে৷ সেরা বাংলা ব্লগ বিভাগের প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে আরো জানতে ক্লিক করুন ‘আরো’ বাটনে৷
ছবি: Fotolia/Claudia Paulussen
বাংলা: সেরা অনুসরণযোগ্য
ডয়চে ভেলের দ্য বব্স প্রতিযোগিতায় সংযোজিত নতুন বিভাগ এটি৷ মূলত বিভিন্ন টুইটার এবং ফেসবুক প্রোফাইল জায়গা পাচ্ছে এই বিভাগে৷ এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন ‘আরো’ বাটনে৷
ছবি: picture-alliance/dpa
ফিরে দেখা ২০১২: জুরি অ্যাওয়ার্ড
২০১২ সালের প্রতিযোগিতায় ‘রিপোটার্স উইদাআউট বর্ডার্স’ মিশ্র বিভাগে জুরি অ্যাওয়ার্ড জয় করে আবু সুফিয়ানের বাংলা ব্লগ৷ এর আগে প্রতিযোগিতার কোন আন্তর্জাতিক মিশ্র বিভাগে জুরি অ্যাওয়ার্ড জয় করেনি কোন বাংলা ব্লগ৷
ছবি: DW/Danetzki
ফিরে দেখা ২০১২: ইউজার প্রাইজ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকে ব্লগের পাতায় তুলে এনেছিলেন আসিফ মহিউদ্দিন৷ তাঁর ব্লগ শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জুগিয়েছে, আন্দোলনের পরিধি বাড়িয়েছে৷ ইন্টারনেটে এ সংক্রান্ত লেখালেখির কারণে গত বছর ‘আটক’ হন তিনি৷ পরে অবশ্য তিনি ছাড়া পান৷ ২০১২ সালে ‘সোশ্যাল অ্যাক্টিভিজম ক্যাম্পেইন’ বিভাগে ‘ইউজার প্রাইজ’ জয় করে আসিফ মহিউদ্দীনের বাংলা ব্লগ৷
ছবি: Asif Mohiuddin
ফিরে দেখা ২০১১: ইউজার প্রাইজ
দ্য বব্স এর ২০১১ সালের আসরে বাংলা ভাষায় মনোনীত ব্লগগুলির মধ্যে ‘ইউজার প্রাইজ’ জয় করে নিয়েছে আদিবাসী বাংলা ব্লগ, অমি পিয়াল’এর ব্লগ এবং আরিফ জেবতিক এর ব্লগ৷
ছবি: privat
ফিরে দেখা ২০১০: ইউজার প্রাইজ
ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতা ‘দ্য বব্স’ এর ইতিহাসে প্রথম ‘জুরি অ্যাওয়ার্ড’ এবং ‘ইউজার প্রাইজ’ বিজয়ী বাংলা ব্লগার আলী মাহমেদ৷ ‘সেরা বাংলা ব্লগ’ বিভাগে একসঙ্গে এই দুটি সম্মাননা অর্জন করেন তিনি৷ ২০১০ সালের পর ‘সেরা বাংলা ব্লগ’ বিভাগে আর কোন ‘জুরি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়নি৷
ছবি: DW
12 ছবি1 | 12
গ্রেপ্তার মহিউদ্দীন!
হামলাকারীদের গ্রেপ্তার দু'দিন পর গত তেসরা এপ্রিল গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে আসিফ মহিউদ্দীনকেও৷ এক্ষেত্রে মাসুদুর রহমানের বক্তব্য হচ্ছে, ‘‘তাঁকে তথ্য-প্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হয়েছে৷ তাঁর বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে৷ অভিযোগ – তিনি ব্লগে লেখালেখির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন৷''
জানুয়ারিতে হামলায় গুরুতর আহত আসিফ মহিউদ্দীন আগেই শঙ্কা প্রকাশ করেছিলেন, তাঁকে গ্রেপ্তার করা হতে পারে৷ আর গ্রেপ্তারের পর যদি রিমান্ডে নেয়া হয় তার ধকল সহ্য করার মত শারীরিক অবস্থা তাঁর নেই৷
বলাবাহুল্য, মহিউদ্দীনের এই শারীরিক অবস্থাকে গুরুত্ব দেয়নি গোয়েন্দা পুলিশ৷ বরং তাঁকে আটকের পর আদালতে আবেদনের মাধ্যমে রিমাণ্ডে নিয়েছে গোয়েন্দারা৷ অথচ গ্রেপ্তারের পরপরই শারীরিক অবস্থার অবনতি ঘটে মহিউদ্দীনের৷ বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অজানা৷
মহিউদ্দীনের নিঃশর্ত মুক্তি দাবি
এখানে উল্লেখ করা যেতে পারে, গত মাস থেকে ব্লগারদের উপর কঠোর মনোভাব প্রকাশ শুরু করে বাংলাদেশ সরকার৷ আর সেই মনোভাবের বহিঃপ্রকাশ ব্লগার আসিফ মহিউদ্দীনসহ আরো তিন ব্লগারকে আটক৷ অনেকেই মনে করেন, বর্তমান সরকার মূলত হেফাজতে ইসলামের সঙ্গে সমঝোতার তাগিদে ব্লগারদের গ্রেপ্তার করেছে৷
বাকস্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স' মহিউদ্দীনসহ সকল ব্লগারের মুক্তি চেয়েছে৷ প্যারিসভিত্তিক সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘আমরা মহিউদ্দীনের দ্রুত এবং নিঃশর্ত মুক্তি চাই৷ গত জানুয়ারিতে ছুরি হামলার শিকার এই ব্লগারের শারীরিক অবস্থান অত্যন্ত দুর্বল এবং তাঁর সার্বক্ষণিক মেডিক্যাল তত্ত্বাবধান প্রয়োজন৷''
রিপোর্টার্স উইদাউট বর্ডার্স মনে করে, ‘ঈশ্বরনিন্দা' রোধের নামে ‘নাস্তিক' ব্লগারদের গ্রেপ্তারের মাধ্যমে বাংলাদেশ সরকার কার্যত বাক স্বাধীনতার উপর বিধিনিষেধ আরোপের রাজনৈতিক ইচ্ছা পূরণ করতে চাচ্ছে৷
স্বরাষ্ট্রমন্ত্রী আরো সাত ব্লগারকে গ্রেপ্তারের ঘোষণা দিয়ে সংবাদ প্রকাশকারীদের নিরুৎসাহিত করতে চাচ্ছে৷ এটা অগ্রহণযোগ্য এবং মানুষের মৌলিক স্বাধীনতার লঙ্ঘন যা আমরা রক্ষা করি, জানায় রিপোর্টার্স উইদাউট বর্ডার্স৷
এবারই প্রথম নয়
বলাবাহুল্য, গোয়েন্দা পুলিশের হাতে আসিফ মহিউদ্দীন আটকের ঘটনা এবারই প্রথম নয়৷ এর আগে ২০১১ সালে মহিউদ্দীনকে ১৮ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা৷ সেসময় তাঁকে পানি পান করতে দেওয়া হয়নি, দেওয়া হয়নি খেতেও৷ এমনকি তিন ঘণ্টা চোখ বেঁধে তাঁকে জিজ্ঞাসা করে অজ্ঞাত পরিচয়ের এক নিরাপত্তা কর্মকর্তা৷ তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকায় গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন মহিউদ্দীন৷
উল্লেখ্য, ২০১২ সালে ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার ‘সোশ্যাল অ্যাক্টিভিজম ক্যাম্পেইন' বিভাগে ‘ইউজার প্রাইজ' জয় করে আসিফ মহিউদ্দীনের বাংলা ব্লগ৷ চলতি বছর প্রতিযোগিতার ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স' বিভাগে মনোনীত হয়েছে তাঁর ব্লগ৷ আসিফকে ভোট দিতে ভিজিট করুন: www.thebobs.com/bengali ঠিকানা৷