1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মনোনীত আসিফ মহিউদ্দীন

আরাফাতুল ইসলাম৯ এপ্রিল ২০১৩

চলতি বছর ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা ‘দ্য বব্স’ এর একটি বিভাগে মনোনয়ন পেয়েছে আসিফ মহিউদ্দীনের বাংলা ব্লগ৷ ব্লগার আসিফ মহিউদ্দীনকে সম্প্রতি গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ৷

Blogger Asif Mohiuddin aus Bangladesch *** Blogger Asif Mohiuddin is under pressure from Government forces of Bangladesh, because of his writing on the reform of Education Sector. He is feeling in secured now. *** Zugeliefert durch Arafatul Islam am 4.10.2011. Copyright: Asif Mohiuddin
ছবি: Asif Mohiuddin

বাংলাদেশে ধর্মীয় মৌলবাদ এবং রাজনীতির নামে ‘নোংরা খেলার' এক কঠোর সমালোচক আসিফ মহিউদ্দীন৷ গত জানুয়ারি মাসে তাঁর উপর হামলা চালায় ‘আল-কায়েদা নেটওয়ার্কের কয়েকজন অনুসারী'৷ নিজেকে ‘নাস্তিক' হিসেবে পরিচয় প্রদানকারী মহিউদ্দীন জানিয়েছেন, ব্লগে ধর্মীয় মৌলবাদ নিয়ে লেখালেখির কারণে এই হামলার শিকার হয়েছেন তিনি৷

আসিফ মহিউদ্দীনকে হত্যার উদ্দেশ্যে তাঁর উপর এই হামলা চালানো হয়েছিল৷ ইতোমধ্যে পুলিশ মহিউদ্দীনের উপর হামলাকারী সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে৷ গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমান এই বিষয়ে বলেন, ‘‘তারা (আটক) চারজনই আসিফের ওপর হামলার কথা স্বীকার করেছে৷ তারা জানিয়েছে, তাদের উদ্দেশ্য ছিল আসিফকে হত্যা করা৷ তবে চাপাতির ব্যাগ নিয়ে যার আসার কথা ছিল সে ঠিক সময়ে না আসায় তারা ছুরিকাঘাত করেই আসিফকে হত্যার চেষ্টা করে৷''

গ্রেপ্তার মহিউদ্দীন!

হামলাকারীদের গ্রেপ্তার দু'দিন পর গত তেসরা এপ্রিল গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে আসিফ মহিউদ্দীনকেও৷ এক্ষেত্রে মাসুদুর রহমানের বক্তব্য হচ্ছে, ‘‘তাঁকে তথ্য-প্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হয়েছে৷ তাঁর বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে৷ অভিযোগ – তিনি ব্লগে লেখালেখির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন৷''

জানুয়ারিতে হামলায় গুরুতর আহত আসিফ মহিউদ্দীন আগেই শঙ্কা প্রকাশ করেছিলেন, তাঁকে গ্রেপ্তার করা হতে পারে৷ আর গ্রেপ্তারের পর যদি রিমান্ডে নেয়া হয় তার ধকল সহ্য করার মত শারীরিক অবস্থা তাঁর নেই৷

বলাবাহুল্য, মহিউদ্দীনের এই শারীরিক অবস্থাকে গুরুত্ব দেয়নি গোয়েন্দা পুলিশ৷ বরং তাঁকে আটকের পর আদালতে আবেদনের মাধ্যমে রিমাণ্ডে নিয়েছে গোয়েন্দারা৷ অথচ গ্রেপ্তারের পরপরই শারীরিক অবস্থার অবনতি ঘটে মহিউদ্দীনের৷ বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অজানা৷

মহিউদ্দীনের নিঃশর্ত মুক্তি দাবি

এখানে উল্লেখ করা যেতে পারে, গত মাস থেকে ব্লগারদের উপর কঠোর মনোভাব প্রকাশ শুরু করে বাংলাদেশ সরকার৷ আর সেই মনোভাবের বহিঃপ্রকাশ ব্লগার আসিফ মহিউদ্দীনসহ আরো তিন ব্লগারকে আটক৷ অনেকেই মনে করেন, বর্তমান সরকার মূলত হেফাজতে ইসলামের সঙ্গে সমঝোতার তাগিদে ব্লগারদের গ্রেপ্তার করেছে৷

বাকস্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স' মহিউদ্দীনসহ সকল ব্লগারের মুক্তি চেয়েছে৷ প্যারিসভিত্তিক সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘আমরা মহিউদ্দীনের দ্রুত এবং নিঃশর্ত মুক্তি চাই৷ গত জানুয়ারিতে ছুরি হামলার শিকার এই ব্লগারের শারীরিক অবস্থান অত্যন্ত দুর্বল এবং তাঁর সার্বক্ষণিক মেডিক্যাল তত্ত্বাবধান প্রয়োজন৷''

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স মনে করে, ‘ঈশ্বরনিন্দা' রোধের নামে ‘নাস্তিক' ব্লগারদের গ্রেপ্তারের মাধ্যমে বাংলাদেশ সরকার কার্যত বাক স্বাধীনতার উপর বিধিনিষেধ আরোপের রাজনৈতিক ইচ্ছা পূরণ করতে চাচ্ছে৷

স্বরাষ্ট্রমন্ত্রী আরো সাত ব্লগারকে গ্রেপ্তারের ঘোষণা দিয়ে সংবাদ প্রকাশকারীদের নিরুৎসাহিত করতে চাচ্ছে৷ এটা অগ্রহণযোগ্য এবং মানুষের মৌলিক স্বাধীনতার লঙ্ঘন যা আমরা রক্ষা করি, জানায় রিপোর্টার্স উইদাউট বর্ডার্স৷

সম্প্রতি সরকারি নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র নির্দেশে মহিউদ্দীনের ব্লগ সাইটটি বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষছবি: www.somewhereinblog.net

এবারই প্রথম নয়

বলাবাহুল্য, গোয়েন্দা পুলিশের হাতে আসিফ মহিউদ্দীন আটকের ঘটনা এবারই প্রথম নয়৷ এর আগে ২০১১ সালে মহিউদ্দীনকে ১৮ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা৷ সেসময় তাঁকে পানি পান করতে দেওয়া হয়নি, দেওয়া হয়নি খেতেও৷ এমনকি তিন ঘণ্টা চোখ বেঁধে তাঁকে জিজ্ঞাসা করে অজ্ঞাত পরিচয়ের এক নিরাপত্তা কর্মকর্তা৷ তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকায় গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন মহিউদ্দীন৷

উল্লেখ্য, ২০১২ সালে ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার ‘সোশ্যাল অ্যাক্টিভিজম ক্যাম্পেইন' বিভাগে ‘ইউজার প্রাইজ' জয় করে আসিফ মহিউদ্দীনের বাংলা ব্লগ৷ চলতি বছর প্রতিযোগিতার ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স' বিভাগে মনোনীত হয়েছে তাঁর ব্লগ৷ আসিফকে ভোট দিতে ভিজিট করুন: www.thebobs.com/bengali ঠিকানা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ