1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্য বব্স-এ অংশ নিতে চাইলে

আরাফাতুল ইসলাম৫ মার্চ ২০১৫

ডয়চে ভেলের দ্য বব্স প্রতিযোগিতার মনোনয়ন গ্রহণ চলছে এখন৷ এই পর্যায়ে যে কেউ নিজেকে কিংবা পছন্দের প্রার্থীকে প্রতিযোগিতায় উল্লেখিত বিভাগগুলোর জন্য মনোনয়ন জমা দিতে পারেন৷ মনোনয়ন প্রক্রিয়া বেশ সহজ৷

The Bobs 2015

ডয়চে ভেলের ‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম'-এর ১১তম আসর চলছে এখন৷ এই পর্যায়ে এসে প্রতিযোগিতার মিশ্র ভাষা বিভাগগুলো কমিয়ে আনা হয়েছে৷ এখন তিনটি মিশ্র ভাষা বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ রয়েছে, যেগুলোতে ‘জুরি অ্যাওয়ার্ড' অর্জন সম্ভব৷ আর এসব বিভাগে এখন চলছে মনোনয়ন জমা দেয়ার প্রক্রিয়া৷

মনোনয়ন জমা দিতে শুরুতেই যেতে হবে https://thebobs.com/bengali/ ঠিকানায়৷ এরপর সাইটটির উপরের অংশে মূল ছবির নীচে ডানদিকে পাবেন ‘লগ ইন' করার কয়েকটি অপশন৷ এক্ষেত্রে সবচেয়ে সহজ হচ্ছে ফেসবুক ব্যবহার করে লগ ইন৷ কেননা বাংলাদেশে এবং ভারতের অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারীরই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে৷ তাই ফেসবুক বাটনটিতে ক্লিক করে লগ ইন করতে পারেন দ্য বব্স ওয়েবসাইটে৷ এছাড়া টুইটার, ওপেনআইডি, ভিকন্ট্যাক্ট এবং ডয়চে ভেলের নিজস্ব ব্যবস্থায় ‘লগ ইন' করে মনোনয়ন জমা দেয়া যাবে৷

দ্য বব্স সাইটে ‘লগ ইন' করার পর মনোনয়ন জমা দিতে প্রথমে বাছাই করতে হবে বিভাগ৷ এ জন্য ‘বিভাগ বাছাই করুন' ঘরটির উপরে ক্লিক করুন৷ এখানে ড্রপ আউটে পাবেন সামাজিক পরিবর্তন, গোপনীয়তা ও তথ্য সুরক্ষা, শিল্প ও সংবাদমাধ্যমসহ ভাষাভিত্তিক বিভিন্ন বিভাগ৷ আপনি যে সাইটটি মনোনয়ন দিতে চাচ্ছেন সেটি যে বিভাগের সঙ্গে সম্পর্কিত সেই বিভাগ বাছাই করুন এই তালিকা থেকে৷ এরপর পাশের ঘরটিতে সাইটের লিংকটি জমা দিন৷ সবশেষে বাছাই করতে হবে ভাষা৷ বাংলা ভাষা ছাড়াও তেরটি ভাষায় দ্য বব্স-এর মনোনয়ন জমা নেয়া হয়৷ তাই যে ভাষার ওয়েবসাইট আপনি মনোনয়ন দিতে চাচ্ছেন, সেই ভাষা এখানে নির্বাচন করুন৷ সবশেষে ক্লিক করুন ‘জমা দিন' বাটনটি৷

মনোনয়ন জমা দেয়ার পর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন৷ এ সংক্রান্ত একটি বার্তা স্বয়ংক্রিভাবে দ্য বব্স ওয়েবসাইটে প্রদর্শন করবে৷ খেয়াল রাখবেন, আপনি চাইলে একাধিক মনোনয়ন জমা দিতে পারেন৷ তবে একই ওয়েবসাইট বারবার মনোনয়ন দেয়া হলে তাতে চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির সম্ভাবনা বাড়েনা৷

উল্লেখ্য, ২০০৯ সালে দ্য বব্স প্রতিযোগিতায় যুক্ত হয় বাংলা ভাষা৷ এরপর এখন অবধি চারটি বাংলা ব্লগ এবং অনলাইন প্রকল্প প্রতিযোগিতার ‘জুরি অ্যাওয়ার্ড' জয় করেছেন৷ এছাড়া অনলাইন ব্যবহারকারীদের ভোটে ‘ইউজার প্রাইজ' জয় করেছে বেশ কয়েকটি অনলাইন উদ্যোগ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ