1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগ প্রতিযোগিতায় ২,৩০০-এর বেশি মনোনয়ন

আরাফাতুল ইসলাম৪ মার্চ ২০১৬

প্রখ্যাত অনলাইন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত আন্তর্জাতিক বিচারকমণ্ডলী ডয়চে ভেলের দ্য বব্স প্রতিযোগিতার মনোনয়ন চূড়ান্ত করার কাজ শুরু করেছেন৷

The Bobs 2016
ছবি: DW

চলতি বছরের প্রতিযোগিতায় সেসব ব্যক্তি কিংবা প্রকল্পকে গুরুত্ব দেয়া হবে যা বাকস্বাধীনতা এবং সুশীল সমাজের উন্নয়নে কাজ করছে৷ পাশাপাশি ‘মতপ্রকাশের স্বাধীনতা' পদকও দেবে ডয়চে ভেলে৷
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ইন্টারনেট ব্যবহারকারী গত চার সপ্তাহে তাদের প্রিয় ইন্টারনেট ব্যক্তিত্ব, প্রকল্পকে ডয়চে ভেলের দ্য বব্স অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন দিয়েছেন৷ চারটি মুল বিভাগ এবং ১৪টি ভাষা বিভাগে জমা পড়েছে ২,৩০০-এরও বেশি মনোনয়ন৷ এখন বিচারকমণ্ডলী এসব মনোনয়ন যাচাইবাছাই করে এবং নিজেদের পছন্দ অনুযায়ী চূড়ান্ত প্রতিযোগিদের বাছাই করবেন৷ আগামী ৩১ মার্চ তাদের নাম ঘোষণা করা হবে৷

ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতা হিসেবে পরিচিত ‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম' অ্যাওয়ার্ডের বিচারকমণ্ডলীতে এবার রয়েছে সাতটি নতুন মুখ৷ ক্যামেরুনের জুলি ওভোনো, যিনি প্রথমবার এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে রয়েছেন, মনে করেন, দ্য বব্স হচ্ছে সবচেয়ে পেশাদার অনলাইন প্রতিযোগিতা যা অনলাইন অ্যাক্টিভিজমকে বিশেষ মর্যাদা দিচ্ছে৷ তিনি বলেন, ‘‘আমি এ বছরের প্রতিযোগিতায় নারী বিষয়ক বিভিন্ন কন্টেন্ট এবং সমঅধিকার আদায়ে নারীর কর্মকাণ্ড দেখতে ভালোবাসবো৷''

বিচারকমণ্ডলীতে আরেক নতুন মুখ, ব্লগার বন্যা আহমেদ, যার স্বামী প্রখ্যাত লেখক, ব্লগার অভিজিৎ রায় গতবছর খুন হয়েছেন, বলেন, ‘‘এই অ্যাওয়ার্ড মানুষকে তাদের অ্যাক্টিভিজম চালিয়ে যেতে উৎসাহ দেয়৷ বব্স জয় করলে তাদের কাজ সম্পর্কে আরো মানুষ জানতে পারে এবং তাদের আত্মবিশ্বাসও বাড়ে৷''

দ্য বব্স প্রতিযোগিতার ১২তম আসরের চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ২ মে, বার্লিনে৷ প্রতিযোগিতার ‘জুরি অ্যাওয়ার্ড' বিজয়ীরা ১৪ জুন জার্মানির বন শহরে অনুষ্ঠেয় গ্লোবাল মিডিয়া ফোরামে পুরস্কার গ্রহণের আমন্ত্রণ পাবেন৷ একই অনুষ্ঠানে ডয়চে ভেলের ‘মতপ্রকাশের স্বাধীনতা' পদক বিজয়ীকেও পুরস্কৃত করা হবে৷

দ্য বব্সের মিশ্র বিভাগগুলো হচ্ছে: সামাজিক পরিবর্তন, প্রগতির জন্য প্রযুক্তি, শিল্প এবং সংস্কৃতি ও নাগরিক সাংবাদিকতা৷ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের নাম প্রকাশ করা হবে thebobs.com/bengali ঠিকানায়, আগামী ৩১ মার্চ৷ ইন্টারনেট ব্যবহারকারীরা তখন থেকে চূড়ান্ত প্রতিযোগিদের ভোট দিতে পারবেন৷

ইংরেজি সংবাদ বিজ্ঞপ্তি পেতে ক্লিক করুন এখানে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ