বাকস্বাধীনতার জন্য যাঁরা লেখালেখি করেন, ডয়চে ভেলের ২০১৬ সালের ‘দ্য ববস' প্রতিযোগিতায় এবারো পুরস্কার উঠল তাঁদেরই হাতে৷ মঙ্গলবার বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশসহ অন্যান্য দেশের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়৷
বিজ্ঞাপন
জার্মানির বন শহরের সাবেক পার্লামেন্ট হাউজে প্রতি বছরের মতো এবারও বসেছিল গ্লোবাল মিডিয়া ফোরামের আসর৷ ১৩ জুন শুরু হওয়া এ আয়োজনের দ্বিতীয় দিনে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়৷
ডয়চে ভেলে বিশ্বের অনলাইন অ্যাকটিভিস্টদের এই পুরস্কার দেয়ার মাধ্যমে সম্মানিত করে থাকে৷ সমাজ পরিবর্তন, নাগরিক সাংবাদিকতা, ভালোর জন্য প্রযুক্তি, এবং শিল্প ও সংস্কৃতি – এই কয়েকটি বিভাগে এ পুরস্কার দেয়া হয়৷ ২ হাজার ৩০০ জন প্রতিযোগীর মধ্য থেকে উঠে আসেন এবারের বিজয়ীরা৷ মঙ্গলবারের পুরো পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি ডিডাব্লিউ টেলিভিশনে সরাসরি প্রচারিত হয়৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডয়চে ভেলের উপস্থাপক জাফর আব্দুল করিম৷
এ বছর ‘নাগরিক সাংবাদিকতা' ক্যাটেগরিতে সমালোচক পুরস্কার জিতেছে বাংলাদেশের তথ্যচিত্র ‘রেজারস এজ', ‘সমাজ পরিবর্তন' ক্যাটেগরির পুরস্কার জিতেছে ভারতের অ্যাসিড সন্ত্রাস বন্ধের ক্যাম্পেইন, ‘ভালোর জন্য প্রযুক্তি' ক্যাটেগরিতে ইরানের একটি অ্যাপ ‘গেরশাদ' এবং ‘শিল্প ও সংস্কৃতি'-তে পুরস্কার জিতেছে জার্মানির ‘সেন্টার ফর পলিটিক্যাল বিউটি'৷
সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকজন ব্লগারকে লেখালেখির জন্য প্রাণ দিতে হয়েছে৷ পুরস্কার বিজয়ী বাংলাদেশি তথ্যচিত্র নির্মাণকারী ‘নাস্তিকের ধর্মকথা’ ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমার জন্য ভীষণ আবেগের৷ এ পুরস্কারের ফলে আমার কাঁধে যেন এমন দায়িত্বের বোঝা আরো বেড়ে গেল যাতে অন্ধকারে থাকা আরো নানা তথ্য আমি তুলে ধরতে পারি৷'' পুরস্কার গ্রহণের মুহূর্তে ‘রেজারস এজ' তথ্যচিত্রটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি৷
‘স্টপ অ্যাসিড অ্যাটাক' ক্যাম্পেইনের জন্য ‘দ্য ববস' পুরস্কার বিজয়ী অলোক দীক্ষিত পুরস্কার গ্রহণের সময় বলেন, ‘‘এই পুরস্কার প্রমাণ করে আমি ও আমার দল অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে সক্ষম হয়েছি৷'' তিনি আরো বলেন, ‘‘সবাই পরিবর্তনের কথা বলে, কিন্তু কিছু বদলাতে গেলে নিজেকেই আগে বদলাতে হবে৷''
ইরানের মোবাইল অ্যাপ ‘গেরশাদ'-এর ডিজাইনার জানালেন, ‘‘ইরানিদের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বাঁচানো দরকার এবং এই অ্যাপ সে ব্যাপারে সাহায্য করবে৷'' জার্মানির ‘দ্য সেন্টার ফর পলিটিক্যাল বিউটি'-র প্রধান কাজ সামাজিক যোগাযোগের মাধ্যমে শরণার্থীদের প্রকৃত চিত্র তুলে ধরা৷
অনুষ্ঠানের চমক ছিলেন মিশরের অন লাইন অ্যাক্টিভিস্ট বাসেম ইউসুফ৷ ইউসুফের প্রত্যাশা, পশ্চিমাবিশ্ব বাকস্বাধীনতার ব্যাপারে ভবিষ্যতে আরো সোচ্চার হবে৷
বাকস্বাধীনতা ব্যক্তি হিসেবে আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷
চলতি বছর ‘দ্য বব্স’ পুরস্কার জিতেছে যারা
চলতি বছর বাংলা ভাষার তিনটিসহ বিশ্বের ১৪টি ভাষার বেশ কয়েকটি অনলাইন প্রকল্প এবং ব্লগ ‘দ্য বব্স’ অ্যাওয়ার্ড জয় করেছে৷ চলুন সেসবের মধ্য থেকে জুরি অ্যাওয়ার্ড এবং বাংলা ভাষার বিজয়ীদের দেখে নেই৷
ছবি: germanprobashe.com
সামাজিক পরিবর্তন: স্টপ অ্যাসিড অ্যাটাক
ভারতে অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে চালানো প্রচারণা ‘স্টপ অ্যাসিড অ্যাটাকস’ বা এসএএ সংগঠন দ্য বব্স-এর ‘সামাজিক পরিবর্তন’ বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড’ জয় করেছে৷ অ্যাসিড হামলার শিকারদের সঙ্গে সমাজের মধ্যকার যোগসূত্র স্থাপনে কাজ করছে সংগঠনটি, কেননা হামলার শিকাররা অধিকাংশক্ষেত্রে সমাজ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলেন৷ এর কারণ তারা মুক্ত পরিবেশে চলাফেরার শক্তি হারিয়ে ফেলেন৷
ছবি: stopacidattacks.org
প্রগতির জন্য প্রযুক্তি: গেরশাদ অ্যাপ
ইরানের নৈতিকতা বিষয়ক পুলিশের নজর এড়াতে তৈরি এক অভিনব অ্যাপ এটি৷ এই পুলিশ বাহিনী রাস্তায় মেয়েরা হিজাবসহ ‘ইসলামিক পোশাক’ পরেছে কিনা তা লক্ষ্য করে এবং প্রয়োজনে শাস্তি দেয়৷ যখনই কোনো রাস্তায় এই পুলিশ বাহিনী চেকপোস্ট বসায়, অ্যাপের মাধ্যমে তা অন্যরা জেনে যায়৷ ফলে সহজেই পুলিশি হয়রানি এড়াতে সেই চেকপোস্ট পরিহার করে চলা সম্ভব হয়৷ অ্যাপটির ব্যবহারকারীরাই তথ্য দিয়ে অ্যাপটিকে সমৃদ্ধ করে৷
ছবি: gershad.com
শিল্প এবং সংস্কৃতি: ‘সেন্ট্রুম ফর পলিটিশে শ্যোনহাইট’
শিল্প এবং রাজনীতির সীমান্তে প্রতিবাদের আয়োজন করে জার্মানিতে বেশ সুখ্যাতি অর্জন করেছে ‘সেন্টার ফর পলিটিক্যাল বিউটি’৷ উদ্দীপক প্রতিবাদের পদ্ধতি ব্যবহারের মাধ্যমে অনেক মানুষের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে প্রকল্পটি৷ ডয়চে ভেলের দ্য বব্স প্রতিযোগিতায় কোনো জার্মান প্রতিযোগীর জুরি অ্যাওয়ার্ড জয় এক বিরল ঘটনা৷
ছবি: ZPS
নাগরিক সাংবাদিকতা: রেজর’স এজ
বাংলাদেশে উগ্রপন্থিদের ধারাবাহিক হামলায় মুক্তমনাদের নিহতের ঘটনা তুলে ধরে তৈরি ভিডিও তথ্যচিত্র ‘‘রেজর’স এজ’’ দ্য বব্সের ‘নাগরিক সাংবাদিকতা’ বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড’ জয় করেছে৷ ছদ্মনামে ব্লগ লেখা ব্লগার ‘নাস্তিকের ধর্মকথা’ এবং তাঁর স্ত্রী তথ্যচিত্রটি তৈরি করেছেন, যেখানে ব্লগার এবং মুক্তমনাদের হত্যার পেছনের নোংরা রাজনীতি তুলে ধরা হয়েছে৷
ছবি: DW/A. Islam
পিপল চয়েস বিজয়ী: জিএমবি আকাশের ইন্সটাগ্রাম পাতা
এছাড়া বাংলাদেশের আলোকচিত্রী জিএমবি আকাশ ছবিকে তাঁর নিজের ভাষা মনে করেন, যার মাধ্যমে তিনি গোটা বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন৷ তাঁর ইন্সটাগ্রাম পাতাটি চলতি বছর দ্য বব্সের ‘শিল্প এবং সংস্কৃতি’ বিভাগে ‘পিপল চয়েস’ পুরস্কার জয় করেছে৷ ইন্টারনেট ব্যবহারকারীদের ভোটের ভিত্তিতে এই পুরস্কার দেয়া হয়৷
ছবি: GMB Akash/instagram
পিপল চয়েস বিজয়ী: জার্মান প্রবাসে
জার্মানিতে বসবাসরত বাঙালিদের সঙ্গে দক্ষিণ এশিয়ার বাঙালিদের মধ্যে এক মেলবন্ধন তৈরি করছে জার্মান প্রবাসে ওয়েবসাইটটি৷ ইন্টারনেট ব্যবহারকারীদের ভোটে এই সাইটটি দ্য বব্স প্রতিযোগিতার বাংলা ভাষা বিভাগে ‘পিপল চয়েস’ পুরস্কার জয় করেছে৷ বব্স বিজয়ী অন্যান্য প্রকল্পগুলো সম্পর্কে জানতে ক্লিক করুন ‘আরো’ বাটনে৷