1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: টিসিবির ট্রাকে লম্বা লাইন

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১৩ ফেব্রুয়ারি ২০২২

টিসিবির ন্যায্যমূল্যের চার ধরনের ভোগ্যপণ্যের জন্য ঢাকায় ট্রাকের সামনে দীর্ঘ লাইন পড়ছে৷ লাইনে এখন মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্তদেরও দেখা যাচ্ছে৷

Bangladesch Menschenschlange vor LKWs mit Lebensmitt´len in Dhaka
ছবি: Abdul Halim

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তে থাকায় কম দামে পণ্য পেতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ লাইনে দাঁড়াচ্ছে৷ তবে টিসিবি বলছে, তাদের পণ্যের মান ভালো এবং দাম তুলনামূলক কম হওয়ায় মানুষ তাদের পণ্য কিনতে আগ্রহী হচ্ছে৷       

টিসিবির ট্রাকে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১১০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা, চিনি ৫৫ টাকা, পেঁয়াজ ৩০ টাকা৷ আর সংস্থাটির হিসেব অনুযায়ী, এ পণ্যগুলোর বর্তমান বাজার মুল্য যথাক্রমে ১৬৮ টাকা, ১০০ টাকা, ৮০ টাকা এবং ৩৮ টাকা৷

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণেই নিম্নবিত্তের সাথে মধ্যবিত্তও লাইনে শামিল হচ্ছেন৷ তাদের অনেকেই আবার সংবাদমাধ্যমের ক্যামেরা দেখলে মুখ লুকান৷  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তে থাকায় আয়ের সাথে ব্যয় মিলাতে না পেরে তারা টিসিবির পণ্যের জন্য লাইনে দাঁড়াচ্ছেন বলে অভিযোগ তাদের৷                                             

‘আগে শুধু নিম্নবিত্তরাই টিসিবির পণ্য কিনতেন’

This browser does not support the audio element.

ক্যাব-এর ভাইস প্রেসিডেন্ট নাজের হোসাইন বলেন, ‘‘আসল কথা হলো মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে৷ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে আয় বাড়ছে না৷ ফলে টিসিবির লাইন দীর্ঘ হচ্ছে৷ মধ্যবিত্তও সংসার চালাতে হিমশিম খাচ্ছে৷ টিসিবির লাইনে দাঁড়ানো ছাড়া তাদের উপায় নেই৷ কিন্তু সেখানেও পর্যাপ্ত পণ্য না থাকায় তারা হতাশ হচ্ছেন৷’’

সক্রিয় প্রতারক চক্র!

এদিকে পণ্য কিনতে গিয়ে প্রতিদিনই সমস্যা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ লাইনে দাঁড়ানো নিয়ে হুড়োহুড়ি হচ্ছে৷ আবার শেষ পর্যন্ত পণ্য না পেয়ে অনেকেই হতাশ হয়ে ক্ষোভ প্রকাশ করেন৷

পণ্য না পাওয়ার জন্য প্রতারকচক্রকে দায়ী করছেন ভোক্তারা৷

জানা গেছে, বিভিন্ন প্রতারকচক্র সংঘবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে একাধিকবার পণ্য কিনে খোলা বাজারে লাভে বিক্রি করছে৷ তাদের হাতে অনেক সময়ই সাধারণ ক্রেতারা নাজেহাল হন বলে অভিযোগ পাওয়া গেছে৷

এ বিষয়ে টিসিবির মুখপাত্র হমায়ুন কবির বলেন, ‘‘পণ্যের মান ভালো এবং দাম অনেক কম হওয়ায় একটি চক্র একাধিকবার লাইনে দাঁড়িয়ে পণ্য নিয়ে  লাভের জন্য খোলা বাজারে বিক্রি করে৷ তারাই বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্যদের সরিয়ে দেয়ার চেষ্টা করে৷ ফলে কেউ কেউ শেষ পর্যন্ত পণ্য পান না৷ আমাদেরও করার কিছু থাকে না৷ কারণ প্রতারকদের ঠেকানোর জন্য ব্যবস্থা নিতে প্রয়োজনীয় বাড়তি জনবল আমাদের নেই৷’’

ঢাকা ও ঢাকার বাইরে সারাদেশে ৪৫০টি পয়েন্টে এখন ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে৷ এর মধ্যে ঢাকা শহরসহ ঢাকা বিভাগে ১০১টি পয়েন্টে পণ্য বিক্রি হয়৷ শুক্রবার বাদে সপ্তাহে প্রতিদিন প্রতিটি ট্রাকে দিনে ৬০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি ডাল, ৫০০ কেজি চিনি এবং ৫০০ কেজি পেঁয়াজ বিক্রি হয়৷

একজন ক্রেতা সয়াবিন তেল দুই লিটার, চিনি ও মসুর ডাল দুই কেজি এবং পেঁয়াজ সর্বনিম্ন দুই কেজি থেকে সর্বোচ্চ পাঁচ কেজি কিনতে পারেন৷

টিসিবির প্রত্যাশা, ওই পণ্য শেষ হওয়ার পরই ক্রেতারা আবার কিনবেন৷ কিন্তু দেখা যায়, অনেকে প্রতিদিনই কেনেন৷ আর প্রতারকচক্র তো আছেই৷

‘প্রতারকদের ঠেকাতে বাড়তি জনবল আমাদের নেই’

This browser does not support the audio element.

টিসিবি ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ জুয়েলও মনে করেন, টিসিবির পণ্যের মান এখন অনেক ভালো এবং দাম কম তাই মানুষের আগ্রহ বাড়ছে৷ মধ্যবিত্তদের কেউ কেউ এখন লাইনে দাঁড়ান৷ তার কথা, ‘‘আগে এরকম দেখিনি৷ আগে শুধু নিম্নবিত্তরাই টিসিবির পণ্য কিনতেন৷’’

লাইনে দাঁড়িয়েও অনেকের পণ্য না পাওয়ার অভিযোগ স্বীকার করে তিনি বলেন, লাইনে যারা দাঁড়ান শেষ পর্যন্ত তাদের সবাই পণ্য পান না৷ দুই-তিন ঘন্টা দাঁড়ানোর পরও কেউ কেউ ফিরে যান৷ কারণ পণ্য সীমিত৷

তিনি বলেন, ‘‘দলবেধে লাইনে দাঁড়িয়ে একাধিকবার পণ্য কেনার ঘটনা তারা ধরে ফেললেও কিছু করার থাকেনা৷ কারণ পরিস্থিতি সামলানোর মতো লোকবল আমাদের নেই৷ আমরা তাদের চিহ্নিত করতে বিক্রি বন্ধ করলেও আবার বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়৷’’

উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি ট্রাকে করে পণ্য বিক্রির কর্মসূচি শেষ হলেও মার্চ থেকে আবারো শুরু হবে৷ রমজান মাসেও চলবে৷ এবার পণ্য এবং বিক্রির আওতা দুইটোই আরো বাড়ানো হবে৷

আর যারা ইতিমধ্যে দুই হাজার ৫০০ টাকা করে প্রধানমন্ত্রীর প্রণোদনা পেয়েছেন তাদের তালিকা করে তারা যাতে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য পান তা নিশ্চিত করা হবে৷

এদিকে পেঁয়াজের সংকটের সময় অনলাইনে টিসিবির পণ্য বিক্রির উদ্যোগ নেয়া হলেও তা এখন আর চালু নেই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ