1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্রুত ব্রেক্সিটের পথে যুক্তরাজ্য

১৮ ডিসেম্বর ২০১৯

ক্ষমতায় ফিরে এসেই ব্রেক্সিটের প্রস্তুতি শুরু করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন৷ জানিয়ে দিলেন জানুয়ারির মধ্যে ব্রেক্সিট সম্পূর্ণ হবে৷ যুক্তরাজ্যের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক চুক্তির সময়সীমাও বেঁধে দিলেন৷

ছবি: picture-alliance/empics/House of Commons

নির্বাচনী প্রচারেই স্পষ্ট হয়ে গিয়েছিল, ব্রিটিশ সংসদে বরিস জনসনের নেতৃত্বে কনজারভেটিভ দল যদি ক্ষমতায় ফেরে, ব্রেক্সিট আসন্ন৷  বিপুল আসনে জিতেছেন বরিস৷  সংসদের অধিবেশনে যোগ দিয়েই তিনি স্পষ্ট করে দিলেন জানুয়ারির মধ্যেই ব্রেক্সিটের যাবতীয় ব্যবস্থা করে ফেলবে তাঁর সরকার৷ 

মঙ্গলবার সংসদের অধিবশনে বরিসজানিয়েছেন, ''ব্রেক্সিটের আগে ইউরোপের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যে চুক্তিগুলি হয়ে আছে তা দ্রুত বাতিল করার ব্যবস্থা করা হচ্ছে৷'' তিনি জানিয়েছেন, ''বাণিজ্যিক চুক্তিগুলির ক্ষেত্রে ১১ মাস সময় দেওয়া হচ্ছে৷'' অর্থাৎ, ২০২০ সালের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের বাণিজ্যিক চুক্তিগুলি বাতিল হয়ে যাবে৷ যা নিয়ে যুক্তরাজ্যের ভিতরে এবং বাইরে আলোচনা শুরু হয়েছে৷ অনেকেরই বক্তব্য, এ ধরনের চুক্তি শেষ করার জন্য ১১ মাস অত্যন্ত কম সময়৷ 

কনজারভেটিভ দলের যুক্তি হল, ব্রেক্সিট নিয়ে দেশের মানুষকে বহু দিন ঝুলিয়ে রাখা হয়েছিল৷ আর সময় নষ্ট করবে না সরকার৷ ফলে দ্রুত ব্রেক্সিটের ব্যবস্থা করা হবে৷ সে জন্যই বিভিন্ন চুক্তির ক্ষেত্রেও এ ধরনের জরুরি পদক্ষেপ করা হচ্ছে৷ তবে ব্রেক্সিটের পরে ফের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের নতুন নতুন চুক্তি হবে বলেই মনে করছে তারা৷ ইউরোপীয় ইউনিয়ন বিশেষজ্ঞদেরও বক্তব্য, ব্রেক্সিট হলেও ইউরোপের সঙ্গে সব সম্পর্ক ছেদ করবে না যুক্তরাজ্য৷ ভারসাম্য বজায় রেখেই নতুন নতুন চুক্তি হবে৷ 

গত সপ্তাহেই নির্বাচন হয়েছে যুক্তরাজ্যে৷ বরিস জনসনের নেতৃত্বে কনজারভেটিভ দল প্রচারে ব্রেক্সিটের পক্ষে সওয়াল করেছিল৷ অন্য দিকে, জেরেমি করবিনের নেতৃত্বে লেবার দল বলেছিল, তারা ক্ষমতায় এলে ব্রেক্সিট নিয়ে নতুন করে গণভোট হবে৷ যুক্তরাজ্যের মানুষ বরিসকে ফিরিয়ে এনে প্রমাণ করে দিয়েছেন, তাঁরা ব্রেক্সিটের পক্ষে৷ 

এসজি/জিএইচ (গার্ডিয়ান, ডিডব্লিউ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ