1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্রুত সংলাপে বসার তাগিদ!

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৭ জানুয়ারি ২০১৪

ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের কাছে তাদের অবস্থান তুলে ধরেছে বাংলাদেশের নতুন সরকার৷ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দশম জাতীয় সংসদ নির্বাচন ও সরকারের অবস্থান তুলে ধরেন৷ আর কূটনীতিকরা তাগিদ দেন আরেকটি নির্বাচনের৷

Kombobild Khaleda Zia und Sheikh Hasina
ছবি: Getty Images/AFP/FARJANA K. GODHULY

৫ই জানুয়ারির একতরফা নির্বাচনের পর পরই বিএনপি ঢাকায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী অবস্থা তুলে ধরে৷ আর সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি তুলে ধরলো বৃহস্পতিবার বিকেলে৷ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই মতবিনিয় অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা, বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন, ইউরোপীয় ইউনিয়নের দূত ইউলিয়া হানাসহ ৫০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিদেশি কূটনীতিকদের জানান, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই ৫ই জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচন করতে হয়েছে৷ সরকারও সমঝোতা এবং সংলাপ চায় ৷ তবে প্রধানমন্ত্রী নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়লে এবং সন্ত্রাস ও ধ্বংসাত্মক কাজ বন্ধ করলে বিএনপির সঙ্গে সংলাপ হবে৷ প্রধানমন্ত্রীর এই কথা বিবেচনায় রাখতে হবে৷

দশম সংসদ নির্বাচনকে একতরফা বলছেন বিদেশি কূটনীতিকরাও...ছবি: DW/M. Mamun

শাহরিয়ার আলম বৈঠকের পর সাংবাদিকদের জানান, কূটনীতিকরা সংলাপ এবং সমঝোতার কথা বলেছেন৷ তবে এ জন্য তাঁরা কোনো চাপ দেননি৷ তবে খালেদা জিয়া বুধবারের সংবাদ সম্মেলনে সংখ্যালঘু নির্যাতনের জন্য যেভাবে সরকারকে দায়ী করেছেন এবং নির্বাচনে ৫ শাতাংশ ভোট পড়ার কথা বলেছেন, তাতে মনে হয় বিএনপি আসলেই সংলাপ-সমঝোতা চায় না৷

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কূটনীতিকরা দুই দলের মধ্যে দ্রুত সংলাপ চান৷ তবে সংলাপ বা আলোচনা কবে হবে তা নির্ভর করছে পরিবেশ সৃষ্টির ওপর৷ তবে বিরোধী দল বিহীন নির্বাচনের জন্য সরকার কোনো চাপে নেই বা চাপ অনুভব করছে না বলে জানান তিনি৷

বিদেশি কূটনীতিকরা মনে করেন, গত কয়েকদিনে সরকারি দল এবং বিএনপির মধ্যে কিছুটা ইতিবাচক অগ্রগতি হয়েছে৷ বুধবারে হয়ে যাওয়া খালেদা জিয়ার সংবাদ সম্মেলনকে ইতিবাচকভাবেই দেখছেন তাঁরা৷

মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা সাংবাদিকদের বলেন, গত কয়েক দিনে সহিংসতা কমলেও সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টি এখানো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে৷ উল্লেখ্য নির্বাচনের পর বিএনপির সঙ্গে বৈঠকে কূটনীকতরা সহিংসতা বর্জনের জন্য বলেছিলেন৷

ওদিকে ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের সদ্য শেষ হওয়া নির্বাচন নিয়ে বিতর্ক হচ্ছে৷ বাংলাদেশ সময় রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ফ্রান্সের স্টাসবুর্গে এই বিতর্ক হওয়ার কথা৷ জানা গেছে, বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ছাড়াও কম্বোডিয়া, লাওস, উগান্ডা, নাইজেরিয়া, গণতান্ত্রিক কঙ্গো এবং ভারতের ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা সেখানে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ