1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্রৌপদী মুর্মুর বিজয়োৎসবে তৈরি বিজেপি

২১ জুলাই ২০২২

বৃহস্পতিবার বিকেলের মধ্যে ভারতের পরবর্তী রাষ্ট্রপতির নাম ঘোষণা করা হবে। তবে বিজেপি ইতিমধ্যেই দ্রৌপদী মুর্মুর বিজয়োৎসব পালনের জন্য তৈরি।

দ্রৌপদী মুর্মুর জয় নিয়ে বিজেপি-র কোনো সংশয় নেই।
দ্রৌপদী মুর্মুর জয় নিয়ে বিজেপি-র কোনো সংশয় নেই। ছবি: Sankhadeep Banerjee/NurPhoto/picture alliance

প্রথম আদিবাসী নারী হিসাবে দ্রৌপদী মুর্মুই যে রাইসিনা রোডের রাষ্ট্রপতি ভবনে বসতে চলেছেন, তা নিয়ে খুব একটা সংশয় নেই। কারণ, রাজনৈতিক দলগুলির ঘোষিত সমর্থন অনুযায়ী দ্রৌপদী মুর্মুর ৬২ শতাংশের মতো ভোট পাওয়ার কথা এবং বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার পাওয়ার কথা ২৬ শতাংশের মতো ভোট। যেহেতু কিছু ক্রস ভোটিং হয়েছে, তাতে শতাংশের হিসাবে সামান্য হেরফের হতে পারে, কিন্তু সম্ভাব্য ফলের বদল হবে না।

মুর্মুর পক্ষে ভোট দিয়েছে ৪৪টি দল এবং যশবন্ত সিনহার পক্ষে ছিল ৩৪টি দল। বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে গণনা শুরু, ফলাফল বিকেল চারটের মধ্যে এসে যাবে বলে আশা করা হচ্ছে।

জয় নিশ্চিত জেনে বিজেপি ইতিমধ্যেই মুর্মুর বিজয়োৎসব পালনের বিস্তারিত পরিকল্পনা ছকে ফেলেছে।

কেমন আছেন ভারতের সাঁওতালরা?

04:57

This browser does not support the video element.

বিজেপি-র পরিকল্পনা

ফলাফল প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রী মোদী যেতে পারেন মুর্মুর কাছে। মুর্মু এখন নতুন দিল্লির তিন মূর্তি মার্গে আছেন। সেখানেই যেতে পারেন প্রধানমন্ত্রী।

দলের সদরদফতর থেকে রাজপথ পর্যন্ত বিজেপি একটি রোড শোর পরিকল্পনা করেছে। সেখানে দলের গুরুত্বপূর্ণ নেতারা অংশ নেবেন।

প্রতিটি রাজ্যে বিজেপি বিজয়মিছিল বের করবে বলে ঠিক হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সভা করতে চেয়েছিল। কিন্তু বৃহস্পতিবার তৃণমূলের ২১ জুলাইয়ের বিশাল কর্মসূচি রয়েছে। তাই আদালত জানিয়ে দেয়, সভা করতে গেলে হাওড়ায় রাত আটটা থেকে দশটার মধ্যে করতে হবে। সেখানেও মাইক ও মানুষের সংখ্যা বেঁধে দিয়েছিল আদালত। বিজেপি এখন আর সেই সভা করতে চায় না।

মুর্মু ওড়িষার রইরংপুরে বড় হয়েছেন। সেখানে ২০ হাজার মিষ্টি তৈরি হচ্ছে। আদিবাসী নাচ ও বিজয়োৎসবও হবে।

জিএইচ/এসজি (পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ