1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দয়া করে আমাদের জীবন বাঁচান’

২ মার্চ ২০১১

লিবিয়া ছাড়তে মরিয়া হয়ে উঠেছে সেদেশে অবস্থানরত বিদেশিরা৷ বিশেষ করে লিবিয়া-টিউনিশিয়া সীমান্তে চূড়ান্ত সংকট দেখা দিয়েছে৷ এদিকে, জাতিসংঘের মানবাধিকার পরিষদে লিবিয়ার সদস্যপদ আপাতত স্থগিত রাখা হয়েছে৷

লিবিয়া ছাড়তে মরিয়া বিদেশিরাছবি: AP

সীমান্তে সমস্যা

লিবিয়া থেকে প্রতিবেশী দেশ টিউনিশিয়া এবং মিশরে সরে যেতে চাইছে বিদেশিরা৷ এখন পর্যন্ত প্রায় ৭৫ হাজার মানুষ লিবিয়া থেকে টিউনিশিয়ায় চলে গেছে৷ আরো অন্তত ৪০ হাজার এখন দু'দেশের সীমান্তে অবস্থান করছে৷ সেখানে আটকে পড়া এসব বিদেশির অবস্থা বেশ সঙ্গীন৷ বিশেষ করে খাদ্য এবং পানীয় জলের সঙ্কট তীব্র আকার ধারণ করেছে সীমান্ত এলাকায়৷

আটকে আছে বাংলাদেশিরা

সিএনএন একটি প্রতিবেদনে মঙ্গলবার লিবিয়া-টিউনিশিয়া সীমান্তে আটকেপড়া বাংলাদেশিদের দেখাচ্ছিল৷ সিএনএনকে আটকে পড়া এক ব্যক্তি জানান, ‘‘আমরা বাংলাদেশি৷ দয়া করে আমাদের জীবন বাঁচান৷'' এসময় সাহায্য চেয়ে ব্যানার এবং হাতে আঁকা বাংলাদেশি পতাকাও প্রদর্শন করে বাংলাদেশিরা৷

গাদ্দাফিবিরোধীদের দখলে বেনগাজিছবি: dapd

এদিকে, জাতিসংঘ মহাসচিব বান-কি মুন লিবিয়ায় আটকে পড়া বিদেশিদের সহায়তায় সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, আপাতত তাদের জরুরী খাদ্য, পানি, স্বাস্থ্যবিধান এবং আবাসন সাহায্য প্রয়োজন৷ এছাড়া লিবিয়া থেকে স্থানান্তরিত বিদেশিদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতেও আন্তর্জাতিক উদ্যোগ দরকার বলে জানান মুন৷

সামরিক পদক্ষেপ

ইতিমধ্যে জাতিসংঘের মানবাধিকার পরিষদে লিবিয়ার সদস্যপদ আপাতত স্থগিত করা হয়েছে৷ মার্কিন ষষ্ঠ নৌবহর লিবিয়ার দিকে রওয়ানা হয়েছে বলে খবর৷ ব্রিটেন সরকার লিবিয়ায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে জোর তদবির করছে৷ কেননা, লিবিয়ার যেসব শহর সরকার-বিরোধীরা দখল করে নিয়েছে, সেসব শহরে গাদ্দাফিপন্থীরা বিমান হামলা চালাতে পারে৷ এক্ষেত্রে প্রাণহানির আশঙ্কা রয়েছে৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাই জানিয়েছেন, সেদেশে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা গ্রহণ করা উচিত৷ ফ্রান্স কোনোরকম সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করছে৷ সেদেশের মতে, এমন পদক্ষেপ নিলে গোটা আরব বিশ্বে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ