1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যবিশ্ব

ধনকুবেরদের ধন আগের চেয়েও দ্রুত বাড়ছে: অক্সফাম

২০ জানুয়ারি ২০২৫

আগামী দশকের মধ্যে ট্রিলিয়নেয়ারের দেখা মিলবে বলে পূর্বাভাস দিয়েছে অক্সফাম, কারণ, সবচেয়ে ধনী এক শতাংশের কাছে বিশ্বের ৪৫ শতাংশ সম্পদ রয়েছে৷ অন্যদিকে, ৪৪ শতাংশ মানুষের জনপ্রতি দৈনিক গড় আয় সাত ডলারের মতো৷

ফ্রান্সের রিসোর্ট নগরী কান
গত বছর বিশ্বে ২০৪ জন নতুন বিলিয়নেয়ারের আবির্ভাব ঘটেছে, বিলিয়নেয়ারদের মোট সম্পদ বেড়েছে দুই ট্রিলিয়ন ডলারছবি: Artur Bogacki/Zoonar/picture alliance

বিশ্বের ধনকুবেরদের সম্পদ অতীতের যে-কোনো সময়ের চেয়ে দ্রুত বাড়ায় বর্তমান বিশ্বে বৈষম্য আরো বিস্তৃত হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে উন্নয়ন সংস্থা অক্সফাম৷

ডাভোসে বিশ্ব অর্থনীতি ফোরাম (ডাব্লিউইইএফ)-এর প্রাক্কালে প্রকাশিত ‘টেকার্স নট মেকার্স' শীর্ষক প্রতিবেদনে অক্সফাম জানিয়েছে, গত বছর ধনকুবেরদের সম্পদ দুই ট্রিলিয়ন মার্কিন ডলারের মতো বেড়েছে৷ আগের বছরের তুলনায় এই বৃদ্ধি তিনগুণ বেশি৷  

প্রতিবেদনে লেখা হয়েছে, ‘‘যেখানে এক শতাংশ ধনীর কাছে বিশ্বের ৪৫% সম্পদ রয়েছে, সেখানে ৪৪ শতাংশ মানুষের জনপ্রতি দৈনিক গড় আয় সাত মার্কিন ডলারের কম এবং ১৯৯০ সালের পর থেকে এখন অবধি দারিদ্র্যের হারে খুব সামান্যই পরিবর্তন এসেছে৷''

অক্সফামের নির্বাহী পরিচালক অমিতাভ বিহার বলেন, ‘‘আমরা এক সতর্কবার্তা হিসেবে এই প্রতিবেদন প্রকাশ করছি যে, অল্প কিছু মানুষের বিপুল সম্পদের চাপে নিষ্পেষিত হচ্ছেন পৃথিবীর সাধারণ মানুষ৷''

গত দশবছর ধরে পৃথিবীর শীর্ষ দশ বিলিয়নেয়ারের সম্পদ প্রতিদিন গড়ে একশ মিলিয়ন করে বাড়ায় আগামী এক দশকের মধ্যে বিশ্ব ট্রিলিয়নেয়ারের দেখা পাবে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে৷

গতবছর নতুন ২০৪ জন বিলিয়নেয়ারের দেখা পেয়েছে বিশ্ব৷ সবমিলিয়ে বিলিয়নেয়ারদের সম্পদ বেড়েছে দুই ট্রিলিয়ন মার্কিন ডলার৷

অমিতাভ বিহার সতর্ক করে জানিয়েছেন যে, এমন এক অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করা হয়েছে, যেখানে বিলিয়নেয়াররা এখন অর্থনৈতিক নীতি, সামাজিক নীতি গড়তে পারছেন, যা তাদের মুনাফা আরো বাড়াচ্ছে৷ 

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে, বিশ্বে প্রতি দশজন নারীর মধ্যে একজন চরম দারিদ্র্যের মধ্যে রয়েছেন৷ তাদের জনপ্রতি দৈনিক গড় আয় সোয়া দুই মার্কিন ডলারেরও কম৷ নারীরা প্রতিদিন সব মিলিয়ে ১২.৫ বিলিয়ন ঘন্টা বিনামূল্যে কাজ করছেন৷  

ট্রাম্পের নীতি অসমতা বাড়াতে পারে

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কথাও উল্লেখ করা হয়েছে অক্সফামের প্রতিবেদনে৷ তার কর কমানোর এবং নিয়ন্ত্রণমুক্তকরণ নীতির সমালোচনা করে বলা হয়েছে, এর ফলে অসমতা বাড়তে পারে এবং ইলন মাস্কসহ বিলিয়নেয়ারদের সম্পদ আরো বাড়তে পারে৷ ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় আসার প্রচারণায় বড় সমর্থন জুগিয়েছিলেন ইলন মাস্ক৷  

অক্সফামের নির্বাহী পরিচালক অমিতাভ বিহার বলেন, ‘‘বর্তমান অভিজাততন্ত্রের মুকুট হচ্ছেন একজন বিলিয়নেয়ার প্রেসিডেন্ট, যাকে সমর্থন দিয়েছেন এবং তুলে এনেছেন বিশ্বের সবচেয়ে বড় ধনী ইলন মাস্ক, যিনি বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি চালাচ্ছেন৷''

ডাভোস সম্মেলনের প্রাক্কালে প্রতিবাদকারীদের হাতে দেখা গেছে ‘ধনীদের ওপর কর আরোপ করো', ‘সিস্টেম জ্বালিয়ে দাও' সহ বিভিন্ন প্ল্যাকার্ড৷ চলতি বছরের সম্মেলনে অর্থনৈতিক কৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈশ্বিক সংঘাতের মতো বিষয় গুরুত্ব পাচ্ছে৷

সম্মেলনে অংশ নেয়া তিন হাজার ব্যক্তির মধ্যে বিশ্ব নেতারা এবং ব্যবসায়ীরা রয়েছেন৷

এআই/ এসিবি (এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ