1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইন কি শুধুই ধনীর পক্ষে?

১৩ এপ্রিল ২০১৬

‘পানামা পেপার্স’-এর কারণে ইতিমধ্যে পদত্যাগ করেছেন এক প্রধানমন্ত্রী৷ অন্যরা গা বাঁচানোর চেষ্টায়৷ মোসাক ফনসেকা কার্যালয়ে তল্লাসি চালিয়েছে পানামা পুলিশ৷ অন্যদিকে ব্রিটেনে প্রশ্ন উঠেছে – ধনী আর গরিবের জন্য আইন আলাদা কেন?

মোসাক ফনসেকা কার্যালয়ে তল্লাসি
ছবি: Getty Images/AFP/E. Grimaldo

সম্প্রতি বিশ্বের অনেক ক্ষমতাবান ও ধনী ব্যক্তির অভিনব কায়দায় দুর্নীতিতে জড়ানোর তথ্য ফাঁস করেছে ‘পানামা পেপার্স'৷ পানামার আইনি সংস্থা ‘মোসাক ফনসেকা'-র সহায়তায় অনেক রাজনীতিবিদ, ব্যবসায়ী, অভিনেতা, খেলোয়াড় এবং অন্যান্য পেশার বিশিষ্টজনই বিদেশে টাকা পাচার করে কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ৷

গত ৩ এপ্রিল এমন অভিযোগ সম্বলিত তথ্য ফাঁস করা হলে তোলপাড় শুরু হয় বিশ্বজুড়ে৷ ‘অভিযুক্তদের' বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি ওঠে বিভিন্ন দেশে৷ ‘অভিযুক্ত' ক্ষমতাসীন রাজনীতিবিদদের পদত্যাগের দাবিও ওঠে কয়েকটি দেশে৷ এমন দাবির মুখে ইতিমধ্যে পদত্যাগ করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড গানলগসন৷

মঙ্গলবার পানামা সিটিতে মোসাক ফনসেকার প্রধান কার্যালয়ে তল্লাসি চালিয়েছে পানামা পুলিশ৷ আইনজীবীরা জানান, পানামা পেপার্স কেলেঙ্কাকারির কারণে বিতর্কিত হওয়া আইনি প্রতিষ্ঠানটি কোনো রকমের বেআইনি কাজে জড়িত কিনা তা দেখতেই এ তল্লাশি চালানো হয়েছে৷ মোসাক ফনসেকা কর্তৃপক্ষ অবশ্য শুরু থেকেই বেআইনি কোনো কাজে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে৷

এদিকে ব্রিটেনের লেবার পার্টির নেতা জেরেমি করবিন সংসদে পানামা কেলেঙ্কারি প্রসঙ্গে মৌলিক প্রশ্নই তুলেছেন৷ ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বিরুদ্ধেও পরোক্ষভাবে কর ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে৷ এ নিযে সংসদেও বিতর্ক চলছে৷ সেই বিতর্কের এক পর্যায়েই জেরেমি করবিন বলেছেন, পানামা পেপার্স দেখিয়ে দিয়েছে, সারা বিশ্বে ধনী আর গরিবের জন্য আইন আসলে আলাদা৷ নইলে অল্প দুর্নীতির জন্য গরিবের শাস্তি হবে আর কোটি কোটি টাকা পাচার করেও ধনীরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবেন – এমন কেন?

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ