1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে দরিদ্র শিশু

২ নভেম্বর ২০১২

বিশ্বের ধনী দেশগুলির অন্যতম জার্মানি৷ এখানকার জনসাধারণের মোট অর্থের পরিমাণ ১০ বিলিয়ন ইউরো৷ জিডিপি গোটা আফ্রিকা মহাদেশের জিডিপির দ্বিগুণ৷ কিন্তু এ দেশেও বাচ্চারা যে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, সেটাই জানা গেছে সমীক্ষায়৷

ছবি: picture-alliance/ZB

দৈনিক গরম খাবার নেই, হোমওয়ার্ক করা জন্য নেই কোনো স্থান, শুধুমাত্র এক জোড়া জুতা, ইউনিসেফ-এর একটি সাম্প্রতিক গবেষণায় জার্মানির দরিদ্র শিশুদের অবস্থা এইভাবেই বর্ণনা করা হয়েছে৷ অন্যান্য ধনী দেশের তুলনায় এক্ষেত্রে জার্মানি বেশ খানিকটা পিছিয়ে আছে৷ ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী ১,২ মিলিয়ন ছেলে-মেয়ে তুলনামূলকভাবে দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠছে৷

অনেকেই নতুন কাপড়-চোপড়ের মুখ দেখেনি, বড় ভাই-বোনদের পুরানো জামা-কাপড় পরেই চালিয়ে দিতে হচ্ছে তাদের৷ স্কুলের বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে অংশ গ্রহণ করাও অর্থের অভাবে সম্ভব হয় না অনেকের পক্ষে৷ ইন্টারনেট সংযোগ না থাকায় পিছিয়ে পড়তে হচ্ছে পড়াশোনায়৷ নেমে যাচ্ছে শিক্ষার মান৷ বাবা-মার অর্থাভাব থাকলে সন্তানদেরও এইভাবে বরণ করে নিতে হয় দারিদ্র্য৷

দরিদ্রদের দুর্দশায় ‘টাফেল'

দরিদ্র মানুষদের দুঃখ দুর্দশা কিছুটা লাঘব করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে একটি সংস্থা, যার নাম ‘টাফেল'৷ নানা শহরে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটির শাখা৷ বিভিন্ন সুপার মার্কেট থেকে উদ্বৃত্ত খাদ্যদ্রব্য, যেমন ভালো অবস্থায় থাকা তরিতরকারি, রুটি, দুগ্ধজাত খাদ্য ইত্যাদি সংগ্রহ করা হয় এই সংস্থাটির জন্য৷ দান করা হয় দরিদ্র বা নিম্নআয়ের মানুষদের৷

জার্মানির গেলসেনকিয়র্শেন শহরে স্থাপিত হয়েছে ‘শিশুদের টাফেল', যা বিশেষ করে দরিদ্র বাচ্চাদের দেখভালের দিকে নজর দিচ্ছে৷ সংস্থার মুখপাত্র হার্টমুট সিমেতৎসেক জানান, ‘‘এটা সত্যি অত্যন্ত বেদনাদায়ক, যখন দেখা যায় বাচ্চারা খালি পেটে স্কুলে আসে৷ শীতকালে জুতার অভাবে শুধু স্যান্ডেলই যাদের ভরসা৷'' শহরটির শিশুদের টাফেল খাবার-দাবার ও কাপড়-চোপড় দিয়ে দুঃস্থ ছেলে-মেয়েদের সাহায্য করে থাকে৷ বছরে ১০০ টন দুগ্ধজাত খাদ্য দ্রব্য, ফলমূল ও তরিতরকারি তো হবেই৷ ‘টাফেল' প্রতিষ্ঠানটি দানের অর্থ, খাদ্য ও বস্ত্রের ওপর নির্ভরশীল৷ কর্মীদের অধিকাংশই কাজ করেন অবৈতনিক৷ সিমেতৎসেক বলেন, ‘‘এটা অনেকটা সমুদ্রে বারিবিন্দুর মত৷ সমস্যার সুরাহার জন্য প্রয়োজন সরকারি সহায়তার৷''

সামাজিক ভাতার ওপর নির্ভরশীল

গেলসেনকিয়র্শেন শহরের প্রতি তিনে একজন শিশু সামাজিক ভাতার ওপর নির্ভরশীল৷ অনেকেই টাফেল-এর সাহায্য নিতে আসে৷ দীর্ঘ সময় ধরে চলা নতুন এক সমীক্ষার ফলাফলে জানা গেছে, শিশু ও কিশোরদের বিকাশে দারিদ্র্য হল সবচেয়ে বড় ঝুঁকি৷ সমাজকর্ম ও শিক্ষা ইন্সটিটিউট, সংক্ষেপে আইএসএস-এর সমাজ বিজ্ঞানী গ্যার্ডা হলৎস ‘জার্মানির মতো একটি ধনী দেশে দরিদ্র হওয়ার অর্থ কী' বিষয়টি নিয়ে ১৫ বছর ধরে গবেষণা করেছেন৷ সমীক্ষায় দরিদ্র বলতে সেই সব পরিবারকে ধরা হয়েছে, যাদের আয় সমাজের গড় আয়ের অর্ধেক৷ অর্থাৎ দারিদ্র্য নিয়ে আলোচনা করতে হলে দেশটির ঐশ্বর্যের দিকেও দৃষ্টি দিতে হয়৷ বলেন গ্যার্ডা হলৎস৷ তাঁর ভাষায়, ‘‘আমাদের এখানে দারিদ্র্য বলতে বোঝায়: বাচ্চারা পরিমাণমত খাবার পায় না, নিজস্ব কোনো ঘর নেই তাদের৷ অর্থের অভাবে অবসর সময়ের কোনো কর্মসূচিতে যোগ দিতে বা বন্ধু বান্ধবের জন্মদিনে উপহার নিতে পারে না৷''

সমীক্ষায় অংশগ্রহণকারী ছেলে-মেয়েদের মধ্যে প্রায় অর্ধেক সংখ্যকই আর্থিক টানাটানির মধ্যে বসবাস করে৷ এর প্রধান কারণ মা-বাবার বেকারত্ব৷ আর বেকারত্বের পেছনেও রয়েছে নানা কারণ: যেমন প্রয়োজনীয় শিক্ষার অভাব, দীর্ঘ দিনের অসুস্থতা কিংবা শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা৷ এছাড়া অভিবাসীদের সন্তানদেরও অনেক সময় পড়তে হয় দারিদ্র্যের কবলে৷

সমীক্ষার ফলাফল

৯০-এর দশকের শেষ দিকে শ্রমিককল্যাণসমিতি আভোর উদ্যোগে শুরু হয় সমীক্ষাটি৷ ছয় বছর বয়স্ক প্রায় ১০০০ ছেলেমেয়েদের নিয়ে গবেষণাটি চালানো হয়৷ কয়েক বছর ধরে এইসব ছেলে-মেয়ের সঙ্গে দেখা করে প্রশ্ন করা হয়েছে৷ ইতিমধ্যে এইসব শিশু বড় হয়ে তারুণ্য ছুঁয়েছে৷ গ্যার্ডা হলৎস ও তাঁর সহকর্মীদের জন্য দারিদ্র্যের দীর্ঘস্থায়ী প্রভাব জানার সুযোগও হয় এইভাবে৷ ১৯৯৯ সালে সমীক্ষায় অংশগ্রহণকারী দরিদ্র শিশুদের প্রতি দু'জনের একজন আজও এই বেড়াজাল থেকে বের হতে পারেনি৷ এর ফলে তাদের মধ্যে আচরণগত সমস্যাও দেখা দেয়৷ লেখাপড়ায়ও পিছিয়ে পড়ার প্রবণতা লক্ষ্য করা যায়৷

এই সমীক্ষা থেকে আইএসএস এবং আভো এই দুই প্রতিষ্ঠান এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন৷ অর্থাৎ মা-বাবার কর্মসংস্থান থেকে শুরু করে, কিন্ডারগার্টেনের ব্যবস্থা করা, হোমটাস্কে সাহায্য করা, সারা দিনের স্কুলের ব্যবস্থা করা ইত্যাদি ক্ষেত্রে সরকারি পদক্ষেপের প্রয়োজন৷ সমীক্ষায় দেখা গেছে, সেই সব শিশুই দারিদ্র্য থেকে মুক্ত হতে পেরেছে, যাদের কিন্ডারগার্টেনে যাওয়ার সুযোগ হয়েছিল৷ আভোর প্রধান ভল্ফগাং শ্টাডলার জানান, ‘‘শক্তিশালী ইন্সটিটিউশন বাচ্চাদের সেই সুযোগটাই এনে দেয়, যা তারা বাড়িতে পায় না৷'' এমনকি সরকারি শিশু ও কিশোরসংক্রান্ত রিপোর্টেও এক্ষেত্রে ঘাটতিটা উল্লেখ করে বলা হয়েছে, ‘‘জামানির শিশুশিক্ষা ও তত্বাবধানের ক্ষেত্রে এখনও অনেক কিছু সংশোধন করার আছে৷''

প্রতিবেদন: হাইনৎসে হেন্ডরিক/আরবি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ