1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধন্যি ছেলের অধ্যবসায়!

৬ এপ্রিল ২০১৮

হার্ভার্ড, ইয়েল, প্রিন্সটন, স্ট্যানফোর্ড....বিশ্বের এমন সব সেরা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটাতে একবার পড়ার সুযোগ পেলে অনেকেই বর্তে যান! কিন্তু যিনি সবকটাতে পড়ার সুযোগ পান?

Harvard Studenten Abschlussfeier Archiv 2008
ছবি: picture alliance/epa/Matt Campbell

না, না, চোখ কপালে তোলার কিছু নেই৷ বরং ভাইরাল ভিডিওতে দেখে নিন সেই ধন্যি ছাত্রকে৷ সদ্য হাইস্কুলের চৌকাঠ পেরোনো ১৭ বছরের মাইকেল ব্রাউন বিশ্বের তাবড় ২০ কলেজ থেকে পড়াশুনো এবং পুরোদস্তুর স্কলারশিপের সুযোগ পেয়েছে৷ আর স্কলারশিপের বাইরেও তিনি আড়াই লক্ষ ডলারের পুরস্কারও পাচ্ছেন৷

মেধা নিয়ে সংশয় নেই৷ গড় গ্রেড পয়েন্টে তিনি ৪ দশমিক ৬৮ এবং বুদ্ধিমত্তার পরীক্ষায় ১৬০০ এর মধ্যে ১৫৪০ পেয়েছেন৷ ফলে এ হেন মেধাবীকে নিয়ে হইচই তো হবেই! সোশ্যাল মিডিয়াতেও তাঁর উচ্ছ্বাস দেখার জন্য ধূম পড়ে গিয়েছে৷ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রবেশাধিকার পাওয়া মাত্র তাঁর বন্ধুরা তাঁকে অভিবাদন জানানোর ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে৷ লম্বা তালিকায় রয়েছে প্রিন্সটন, ইয়েল বা হার্ভার্ডের মতো ডাকসাইটে নাম৷

এতদিন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের লম্বা তালিকা থাকত, এবার ছাত্রের কাছে বিশ্ববিদ্যালয়ের লম্বা তালিকা....ব্যাপারটা মজার না!

পিএস/ডিজি

https://www.youtube.com/watch?v=-no1spH_rNk

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ