1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ধবল ধোলাই' থেকে বাঁচার চেষ্টায় টাইগাররা

১৮ আগস্ট ২০১১

ঘরের মাঠে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল তেমন বড় কোনো আশা জাগাতে পারেনি৷ বরং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হার ছিল যারপরনাই লজ্জার৷ এরপর অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর, কোচ বদল, জিম্বাবোয়ে সফর৷

বাংলাদেশ দলের ক্যাপ্টেন শাকিব আল হাসানছবি: AP

চলতি সফরে এখন পর্যন্ত বাংলাদেশ দলের ব্যর্থতা ভয়াবহ৷ তিনটি ওয়ানডে খেলেছে দু'দল৷ তিনটিতেই হেরেছে টাইগাররা৷ একমাত্র টেস্ট ম্যাচেও ১৩০ রানের বিশাল ব্যবধানে পরাজয়৷ দু'দলের মধ্যকার অনানুষ্ঠানিক এক ম্যাচেও হেরেছে বাংলাদেশ৷

চলতি সফরে আর মাত্র দুটি ওয়ানডে বাকি৷ আগামী ২১ এবং ২৩ আগস্ট মুখোমুখি হবে দু'দল৷ ইতিমধ্যে সিরিজ বাঁচানোর সব সম্ভাবনা চলে গেছে টাইগারদের৷ শুধু ‘ধবল ধোলাই' থেকে রক্ষা পাওয়ার সুযোগটা আছে এখনো৷ সেই সুযোগ কতোটা কাজে লাগানো যাবে, তা নিয়ে অবশ্য যথেষ্ট সন্দেহে রয়েছেন ক্রিকেটবোদ্ধারা৷

জিম্বাবোয়ের মাটিতে টাইগারদের এমন পরাজয় নিয়ে উত্তপ্ত ঢাকাও৷ ব্লগে, ফেসবুকে, টুইটারে ভক্তরা চরম হতাশা প্রকাশ করছেন৷ দলের এই ব্যর্থতা নিয়ে ঢাকায় এক বৈঠকেরও আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ একাধিক গণমাধ্যম জানায়, ২০ আগস্ট জরুরি বৈঠক ডাকেন ক্রিকেট বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল৷ বৃহস্পতিবার অবশ্য সেই বৈঠক বাতিলও করেছেন তিনি৷ মোস্তফা কামাল দৈনিক প্রথম আলোকে বলেন, ‘‘আমরা তো আমাদের সেরা দলই জিম্বাবুয়েতে পাঠিয়েছি৷ ২০ আগস্ট বোর্ড পরিচালকদের একসঙ্গে বসার কথা থাকলেও সবাইকে জানিয়ে দেব আপাতত সভাটি হবে না'৷''

এদিকে বাংলাদেশ দলের মধ্য অর্ন্তকলহের খবরও পাওয়া যাচ্ছে৷ খেলোয়াড়দের মধ্যে মতের অমিল রয়েছে৷ চলতি সফরে দলের সঙ্গে থাকা এক নির্বাচকের সঙ্গেও ক্রিকেটারদের সম্পর্কের টানাপোড়েন চলছে বলে শোনা যাচ্ছে৷

ঘরে-বাইরে এতো হতাশার মধ্যে যোগ হয়েছে ‘এয়ার জিম্বাবোয়ে'৷ বেতন-ভাতার দাবিতে পাইলটদের ধর্মঘটের কারণে, বাংলাদেশ দলকে এক শহর থেকে অন্য শহরে পাড়ি দিতে হচ্ছে বাসযোগে৷ বুধবার সেদেশের রাজধানী হারারে থেকে বাসে করে বুলাওয়ে পৌঁছায় বাংলাদেশ দল, সময় লেগেছে সাড়ে ছয় ঘণ্টা৷

যাহোক, চলতি সিরিজের শেষ দুই ম্যাচে জয়ের মধ্য দিয়ে অন্তত ‘ধবল ধোলাই' থেকে বাঁচতে পারে জাতীয় দল৷ টাইগারভক্তরা এখন সেই প্রত্যাশাতেই দিন গুনছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ