1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধরা পড়লেন গাদ্দাফি-পুত্র মোতাস্সিম : দাবি এনটিসি যোদ্ধাদের

১৩ অক্টোবর ২০১১

লিবিয়ার ক্ষমতাচ্যুত সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির এক ছেলে মোতাস্সিম বিদ্রোহীদের হাতে ধরা পড়েছেন বলে জানা গেছে৷ খবরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠলেও, অন্ততপক্ষে এমনই দাবি দেশটির অন্তর্বর্তী জাতীয় পরিষদ বা এনটিসি’র যোদ্ধাদের৷

সির্ত দখলের পর লিবিয়াকে সম্পূর্ণ স্বাধীন বলে ঘোষণা করবো : এনটিসি কমান্ডার মাস্তা হামজাছবি: dapd

বার্তা সংস্থা রয়টার্স'কে বিদ্রোহী যোদ্ধারা জানায়, যুদ্ধবিক্ষুব্ধ উপকূলীয় শহর সির্ত থেকে বুধবার গাড়ি করে পালানোর চেষ্টার সময় ধরা পড়েন মোতাস্সিম৷ এই গ্রেপ্তারের কথা স্থানীয় সাংবাদিকদের জানান এনটিসি বাহিনীর প্রধান মুস্তাফা আব্দেল জলিল৷

এখানেই শেষ নয়৷ এরপর মোতাস্সিমকে বেনগাজিতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানকার ‘বোথনে' সেনাক্যাম্পে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে আল-জাজিরা টেলিভিশনকে জানিয়েছেন এনটিসি বাহিনীর কর্নেল আবদুল্লাহ নাকের৷ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মোতাস্সিম এখনও অক্ষত অবস্থায় আছেন বলে জানানো হয়েছে৷ তবে সেখান থেকেও তিনি পালানোর চেষ্টা করে যাচ্ছেন বলে প্রকাশ৷

এদিকে, মোতাস্সিম-এর আটকের খবর প্রচার হওয়ার পর, এনটিসি যোদ্ধারা লিবিয়ার বিভিন্ন শহরের রাস্তায় ফাঁকা গুলি ছুঁড়ে উল্লাস প্রকাশ করেছে বলে জানিয়েছে বিভিন্ন আরবি চ্যানেল৷

মরুভূমির শহর বলে খ্যাত পাহাড়ে ঘেরা বানি ওয়ালিদ-ও নিজেদের দখলে আনার আপ্রাণ চেষ্টা করেছে এনটিসি বাহিনীছবি: Gaia Anderson

৩৪ বছর বয়স্ক মোতাস্সিম গাদ্দাফি সরকারের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন৷ এবং তিনিই গাদ্দাফি পরিবারের প্রথম সদস্য যিনি এনটিসি যোদ্ধাদের হাতে ধরা পড়লেন৷ তাই গাদ্দাফির শক্ত ঘাঁটি বলে পরিচিত সির্ত শহর থেকে তিনি ধরা পড়ায়, এটাকে এনটিসি যোদ্ধাদের জন্য এক বড় সাফল্য বলে বিবেচনা করা হচ্ছে৷ এর আগে গাদ্দাফির দুই পুত্রের ধরা পড়ার খবর বেরিয়েছিল৷ কিন্তু তা সত্য প্রমাণিত হয়নি৷

উল্লেখ্য, বর্তমানে সির্ত শহরে গাদ্দাফি অনুগত বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এনটিসি'র যোদ্ধারা৷ তাই এই মুহূর্তে গাদ্দাফি বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে বলে দাবি করলেও, এখনও প্রবল প্রতিরোধের মুখোমুখি হচ্ছে তারা৷ তবে শুধু সির্ত-ই নয়, মরুভূমির শহর বলে খ্যাত পাহাড়ে ঘেরা বানি ওয়ালিদ-ও নিজেদের দখলে আনার আপ্রাণ চেষ্টা করে চলেছে লিবিয়ার এই নতুন শাসক দল৷ সেখানেই গাদ্দাফি-অনুগত প্রায় এক হাজার সেনা অবস্থান করছে বলে জানাচ্ছে আল-জাজিরা টেলিভিশন৷

এনটিসি এই মুহূর্তে গাদ্দাফি বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে দাবি করলেও, এখনও প্রবল প্রতিরোধের মুখোমুখি হচ্ছে তারাছবি: Gaia Anderson

ওদিকে, এহেন লড়াই থেকে নিজেদের বাঁচাতে শহরের বহু সাধারণ মানুষই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে৷ অবশ্য এরপরও সির্ত শহরের ৮০ ভাগেরও বেশি তাদের নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন এনটিসি কমান্ডার মাস্তা হামজা৷ তাঁর কথায়, ‘সির্ত দখলের পর লিবিয়াকে সম্পূর্ণ স্বাধীন বলে ঘোষণা করবে এনটিসি'৷

স্বাভাবিকভাবেই, শীঘ্রই লিবিয়া সমস্যার একটি সমাপ্তি দেখতে চায় আন্তর্জাতিক সমাজ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এনটিসি বাহিনী সির্ত দখলের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ