ঘণ্টায় অন্তত এক ইউরো বেতন বৃদ্ধির দাবিতে জার্মানির কয়েকটি বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা ধর্মঘট করছেন৷ সোমবার ছয়টি বিমানবন্দরে ধর্মঘট হয়েছে৷
বিজ্ঞাপন
মঙ্গলবার সবচেয়ে বড় বিমানবন্দর ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট চলছে৷ এ কারণে সকালের অনেক ফ্লাইট বাতিল হয়ে গেছে৷
শ্রমিক সংগঠন ভ্যার্দির এক মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত দুইটা থেকে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ধর্মঘট শুরু হয়েছে৷ পণ্য ও যাত্রী পরিবহণের সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মীরা ধর্মঘট করছেন৷ জরুরি ট্রানজিট কর্মীরা ধর্মঘটে যুক্ত হননি৷ ফলে ট্রানজিট যাত্রীরা ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর ব্যবহার করতে পারছেন৷
হামবুর্গ, স্টুটগার্ট ও কার্লসরুয়ে/বাডেন-বাডেন বিমানবন্দরেও ধর্মঘট হওয়ার কথা রয়েছে৷
জার্মানির দ্বিতীয় বৃহত্তম মিউনিখ বিমানবন্দরে সোমবার বিকাল থেকে ধর্মঘট চলছে৷
এর আগে সোমবার ড্যুসেলডর্ফ, কোলন/বন ও বার্লিনসহ ছয়টি বিমানবন্দরে ধর্মঘটের কারণে কয়েকশ ফ্লাইট বাতিল করা হয়৷
দাবি
শ্রমিক সংগঠন ভ্যার্দি বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের বেতন আগামী ১২ মাসের জন্য ঘণ্টায় অন্তত এক ইউরো করে বাড়ানোর দাবি জানিয়েছে৷ এ লক্ষ্যে এভিয়েশন সেফটি কোম্পানিগুলোর সংগঠন বিডিএলএস এর সঙ্গে তিন দফা আলোচনা করেছে ভ্যার্দি৷ বুধ ও বৃহস্পতিবার আরো আলোচনা হওয়ার কথা রয়েছে৷
জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স)
লুফটহানসা কথন
জার্মানির প্রধান এয়ারলাইন্স লুফটহানসার কেবিন ক্রুরা বেতন বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার থেকে দুইদিনব্যাপী ধর্মঘট শুরু করেছেন৷ ফলে প্রায় তেরোশত ফ্লাইট বাতিল করা হয়েছে৷
ছবি: picture-alliance/ZUMAPRESS.com/B. Stanley
লুফটহানসা গ্রুপ
বর্তমানে বিশ্বের অন্যতম বড় এয়ারলাইন গ্রুপ হচ্ছে ‘লুফটহানসা গ্রুপ’৷ এই গ্রুপে জার্মানির লুফটহানসা ও ইউরোউইংস ছাড়াও আছে সুইস ও অস্ট্রিয়ান এয়ারলাইন্স৷
ছবি: Reuters/M. Abd El Ghany
২৭১ গন্তব্যে
চলতি বছর জানুয়ারিতে লুফটহানসা গ্রুপ জানিয়েছিল, তাদের এয়ারলাইন্সগুলো ১০৫ দেশের ২৭১টি গন্তব্যে চলাচল করে৷
ছবি: picture-alliance/ZUMAPRESS.com/B. Stanley
বিমান সংখ্যা
গ্রুপের সব এয়ারলাইন্স মিলিয়ে বিমানের সংখ্যা ৭২৮টি৷ ২০২৫ সালের মধ্যে ১৮০টি নতুন বিমান যোগ হবে বলে জানা গেছে৷
ছবি: DW/A. Spaeth
ইনফ্লাইট ইন্টারনেটে প্রথম
২০০৪ সালে প্রথম এয়ারলাইন হিসেবে লুফটহানসা আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য ইনফ্লাইট ইন্টারনেট সেবা শুরু করেছিল৷
ছবি: picture-alliance/dpa/F. Hörhager
দ্বিতল প্লেনের সবচেয়ে বড় ক্রেতা
ইউরোপীয় এয়ারলাইন্সগুলোর মধ্যে লুফটহানসার কাছে সবচেয়ে বেশি এ-৩৮০ প্লেন রয়েছে৷ ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লুফটহানসার কাছে ১৪টি এ-৩৮০ প্লেন ছিল৷ এই বিমানের সবচেয়ে বড় ক্রেতা এমিরেটস (১১২টি)৷
ছবি: picture alliance/dpa
সবচেয়ে দীর্ঘ ফ্লাইট
জার্মানির ফ্রাংকফুর্ট থেকে আর্জেন্টিনার বুয়েনস আইরেস পর্যন্ত যেতে সময় লাগে সাড়ে ১৩ ঘণ্টার বেশি৷
ছবি: Imago Images/R. Wölk
ক্যাভিয়ারের সবচেয়ে বড় ক্রেতা
প্রথম ও বিজনেস ক্লাসের যাত্রীদের ক্যাভিয়ার (সামুদ্রিক মাছের ডিম) পরিবেশন করে থাকে অনেক এয়ারলাইন্স৷ ২০১৮ সালের জানুয়ারিতে লুফটহানসা দাবি করেছিল যে, তারাই বিশ্বের সবচেয়ে বড় ক্যাভিয়ার ক্রেতা৷