1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে ধর্মঘট

৩১ মে ২০১৬

ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হতে বেশি দেরি নেই৷ কিন্তু সরকারি নীতির বিরুদ্ধে লাগাতার ধর্মঘটের ফলে ফ্রান্সের জনজীবন বিপর্যস্ত৷ বেলজিয়ামেও শ্রমিক সংগঠনগুলি সরকারের বিরুদ্ধে গর্জে উঠছে৷

ছবি: Getty Images/AFP/F. Lo Presti

ইউরোপের অনেক দেশের সরকারই প্রবল চাপের মুখে এমন কিছু অপ্রিয় সংস্কারের কাজে হাত দিচ্ছে, যার ফলে জনরোষ বেড়ে চলেছে৷ গ্রিসে প্রায় ধারাবাহিকভাবেই চলে আসছে সরকারবিরোধী প্রতিবাদ-বিক্ষোভ-ধর্মঘট৷ এবার ফ্রান্স ও বেলজিয়ামের সরকার শ্রমিক সংগঠনগুলির রোষের মুখে পড়েছে৷

প্রথমে পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বিপর্যস্ত হলো৷ বিদ্যুৎ উৎপাদনেও ব্যাঘাত ঘটলো৷ এবার রেল ও বিমান যোগাযোগ ভেঙে পড়ার মুখে৷ খোদ রাজধানী প্যারিস বার বার রণক্ষেত্র হয়ে উঠছে৷ ফলে পর্যটনেরও ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা৷ ফ্রান্সের শিল্পজগতের কর্ণধাররা বলছেন, শ্রমিক সংগঠনগুলি সন্ত্রাসবাদীদের মতো আচরণ করছে৷

এক সপ্তাহের পরিবহণ ধর্মঘট ফ্রান্সকে কার্যত অচল করে দিতে পারে৷ কিন্তু যাবতীয় চাপ সত্ত্বেও প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ শ্রমবাজারের সংস্কারের লক্ষ্যে সরকারের কোনো পদক্ষেপ প্রত্যাহার করতে প্রস্তুত নন৷

এই অবস্থায় আসন্ন ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতা কীভাবে নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, তা নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে৷

চলমান ধর্মঘটের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে ফ্রান্সের দীর্ঘকালের গভীর সংকটের চালচিত্র উঠে আসে৷

ফ্রান্সের প্রতিবেশী দেশ বেলজিয়ামও ধর্মঘটের ক্ষেত্রে পিছিয়ে নেই৷ সে দেশেও শ্রমিক সংগঠনগুলি একাধিক ক্ষেত্রে ধর্মঘটের ডাক দিয়ে সরকারের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে৷ সে দেশে স্কুল, শহরের পরিবহণ ব্যবস্থা, বিমানবন্দর ও সরকারি দপ্তরে কাজকর্ম বিপর্যস্ত হচ্ছে৷ রেল ও বিমান পরিবহণও অচল হয়ে পড়ছে৷

এসবি/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ