1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর অ্যামেরিকা

ধর্মঘট তুলে নিল হলিউডের লেখক সংগঠন

২৭ সেপ্টেম্বর ২০২৩

দীর্ঘ পাঁচ মাস ধর্মঘটে ছিল হলিউডের প্রায় ১১ হাজার লেখক। এখনো ধর্মঘটে অভিনেতা সংগঠন।

হলিউড
হলিউডে লেখকদের ধর্মঘটছবি: Mario Tama/Getty Images

মঙ্গলবার রাত ১২টায় ধর্মঘট উঠে গেছে বলে জানিয়েছে লেখক সংগঠন। বুধবার থেকে লেখকেরা আবার বিভিন্ন স্টুডিও এবং প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করতে পারবেন বলে তাদের তরফে জানানো হয়েছে। স্টুডিওগুলির সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে বলে জানানো হয়েছে। আগামী ৯ অক্টোবর পর্যন্ত সেই চুক্তির পক্ষে এবং বিপক্ষে ভোট দিতে পারবেন লেখকেরা। তবে তার আগেই ধর্মঘট তুলে নেওয়া হলো।

একাধিক বিষয়কে সামনে রেখে ধর্মঘটে নেমেছিল হলিউডের লেখক সংগঠন। তাদের বক্তব্য ছিল, ওটিটি প্ল্যাটফর্মগুলি জনপ্রিয় সিরিজ এবং সোপগুলির জন্য লেখকদের ইনসেনটিভ দিচ্ছে না। স্টুডিওগুলি টাকা বাঁচাতে স্ক্রিপ্টের ক্ষেত্রে এআই ব্যবহারের চেষ্টা করছে। এমন আরো বেশ কিছু অভিযোগ সামনে এনেছিলেন তারা। বিষয়গুলি নিয়ে স্টুডিওগুলির সঙ্গে একাধিক বৈঠক হয়েছে লেখক সংগঠনের। শেষপর্যন্ত একটি আশাপ্রদ চুক্তি হয়েছে বলে জানিয়েছে তারা।

চুক্তিতে বলা হয়েছে, ইন্টারনেটে দেখানো সিরিজ এবং সিরিয়ালগুলির ক্ষেত্রে জনপ্রিয়তার নিরিখে ইনসেনটিভ দেওয়া হবে। স্টুডিওগুলি স্ক্রিপ্টের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুযোগ নেবে না। তবে লেখকেরা চাইলে এআই ব্যবহার করতে পারেন। তবে এআই ব্যবহার করলে তা জানাতে হবে। চুক্তিতে এই ধরনের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে বলে লেখক সংগঠনের তরফে জানানো হয়েছে।

বুধবার থেকেই কাজে যোগ দেবেন লেখকেরা। আপাততটক শোগুলি প্রথম শুরু হবে বলে জানা গেছে। ধীরে ধীরে সিরিয়াল এবং সিরিজের কাজ শুরু হবে। লেখকদের ধর্মঘটের জন্য হলিউডে বহু কাজ থমকে গেছিল বলে জানিয়েছেন স্টুডিও-র মালিকেরা।

লেখকদের ধর্মঘট উঠলেও এখনো অবস্থান বিক্ষোভে অভিনেতাদের সংগঠন। লেখকদের মতোই প্রায় একইধরনের দাবি নিয়ে ধর্মঘটে নেমেছেন তারা। অভিনেতা সংগঠনের তরফে জানানো হয়েছে, লেখকদের চুক্তি দেখে তারা খুশি। তারাও দ্রুত সমাধানসূত্রে পৌঁছাতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেছেন। তবে তাদের সঙ্গে এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ধর্মঘটী অভিনেতারা।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ