বিরোধী দলগুলির সাংসদদের বিক্ষোভে সংসদের অধিবেশন ভণ্ডুল৷ সরকারি মন্ত্রী অ-হিন্দুদের প্রকাশ্যে গাল দিচ্ছেন৷ বড়দিনে আলিগড়ের মতো মুসলিম অধ্যুষিত শহরে হিন্দুত্বে ধর্মান্তরকরণের পরিকল্পনা চলেছে৷
বিজ্ঞাপন
আলিগড় পুলিশের ডিআইজি মোহিত আগরওয়াল স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ২৫শে ডিসেম্বর ধর্মান্তরকরণ অথবা সেই ধরনের কোনো অনুষ্ঠান ঘটতে দেওয়া হবে না৷ পুলিশ সেদিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে এবং ধর্মান্তরকরণে লিপ্ত ব্যক্তিবর্গের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে৷
অপরদিকে কট্টর হিন্দু গোষ্ঠী বজরং দল পথ বিক্ষোভের হুমকি দিয়েছে, যদি তাদের আলিগড়ে ধর্মান্তরকরণ অনুষ্ঠানের আয়োজন না করতে দেওয়া হয়৷ ভারতীয় জনতা পার্টির হয়ে চারবারের সংসদসদস্য যোগী আদিত্যনাথ বলেছেন যে, ঐ ধর্মান্তরকরণ অনুষ্ঠানে মুসলিমরা সম্পূর্ণ স্বেচ্ছায় অংশগ্রহণ করবে৷ গত দশ বছর ধরে এই ধর্মান্তরকরণ ঘটে আসছে, এবং এটা আসলে ধর্মান্তরকরণ নয়, এটা ‘‘ঘর ওয়াপসি'' বা ‘‘ঘরে ফেরা'', বলেছেন আদিত্যনাথ৷
ভারতে সাংস্কৃতিক অসহিষ্ণুতা বাড়ছে
বহু জাতি-ধর্ম-বর্ণের দেশ ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল গণতন্ত্র৷ কিন্তু মত প্রকাশের অধিকারের প্রশ্নে ইদানীং অসহিষ্ণুতার নানা দৃষ্টান্ত উঠে আসছে৷ সেই সঙ্গে অবশ্য সহিষ্ণুতার সীমা নিয়েও চলছে ব্যাপক বিতর্ক৷
ছবি: AP
আশিষ নন্দী ও অনগ্রসর শ্রেণি
সম্প্রতি জয়পুর সাহিত্য উৎসবের মঞ্চে প্রখ্যাত সমাজতত্ত্ববিদ আশিষ নন্দীর এক মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক৷ ভারতের অনগ্রসর শ্রেণির মানুষেরাই মূলত দুর্নীতির সঙ্গে বেশি যুক্ত, তিনি নাকি এমন কথা বলেছিলেন৷ বহুজন সমাজ পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আশিষ নন্দীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়৷ তিনি অবশ্য এর প্রেক্ষাপট খোলসা করে অভিযোগ অস্বীকার করেছেন৷
ছবি: picture alliance/ZUMA Press
কমল হাসান ও তাঁর ‘বিশ্বরূপম’
দক্ষিণের রাজ্য তামিলনাডুর বিখ্যাত অভিনেতা ও বহুমুখী প্রতিভা কমল হাসান দেশে-বিদেশে পরিচিত৷ আফগানিস্তানের পটভূমিকায় তৈরি তাঁর সাম্প্রতিকতম ছবি ‘বিশ্বরূপম’ চরম বিরোধিতার মুখে পড়েছিল৷ তামিলনাডুর কিছু মুসলিম সংগঠনের আপত্তিতে ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে৷ নিজের গাড়ি-বাড়ি বন্ধক রেখে ছবিটি তৈরি করেছেন কমল হাসান৷ অবশেষে দুই পক্ষের মধ্যে রফা হয়েছে৷
ছবি: AFP/Getty Images
কলকাতায় ‘অনভিপ্রেত’ সলমান রুশদি
ভারতের ‘সাংস্কৃতিক রাজধানী’ বলে পরিচিত শহর কলকাতায় আমন্ত্রণ সত্ত্বেও পা রাখতে পারলেন না ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সলমান রুশদি৷ তাঁর উপন্যাস ‘মিডনাইটস চিলড্রেন’-এর উপর ভিত্তি করে তৈরি চলচ্চিত্র সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে৷ পরিচালক দীপা মেহতার সঙ্গে দেশের অন্যান্য শহরে যেতে পারলেও তিনি কলকাতায় ‘অনভিপ্রেত’ রয়ে গেলেন৷ বিষয়টি নিয়ে এখনো চলছে বিতর্ক৷
ছবি: DW/H. Kiesel
তোপের মুখে পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংস্কৃতিপ্রেমি হিসেবে পরিচিত৷ অথচ তাঁর শাসনকালেই সলমান রুশদির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক কলকাতায় পা রাখতে না পারায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে৷ পূর্বসূরি বুদ্ধদেব ভট্টাচার্যের সময় বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকেও কলকাতা ছাড়তে হয়েছিল৷
ছবি: Prabhakar Mani Tewari
তসলিমা নাসরিনকে ফিরিয়ে দিয়েছে কলকাতা
বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ভারতে আশ্রয় নিয়ে কলকাতায় থাকতে চেয়েছিলেন৷ তসলিমাকে ঘিরে লাগাতার বিতর্কের জের ধরে পশ্চিমবঙ্গের বামপন্থি সরকার তাঁকে কলকাতায় থাকতে দেয় নি৷ তাঁর নিরাপত্তা ও জনজীবনে অশান্তির আশঙ্কা প্রকাশ করেই এমনটা করা হয়েছিল৷
ছবি: AFP/Getty Images
শশী থারুরের সতর্কতাবাণী
প্রাক্তন কূটনীতিক, লেখক, চিন্তাবিদ, রাজনীতিক, মন্ত্রী শশী থারুর ভারতের সমাজে বেড়ে চলা অসহিষ্ণুতা সম্পর্কে গভীর দুশ্চিন্তা প্রকাশ করেছেন৷ আশিষ নন্দীর মন্তব্য বা ‘বিশ্বরূপম’ ছবি নিয়ে বিতর্কের প্রসঙ্গে তিনি বলেছেন, মত প্রকাশের অধিকার ও অন্যদের আবেগে আঘাত করার অধিকারের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে৷ তাঁর মতে, ভারত এখনো ‘আঘাত করার অধিকার’ মেনে নেওয়ার অবস্থায় পৌঁছে নি৷
ছবি: AP
6 ছবি1 | 6
আদি বা স্বধর্মে প্রত্যাবর্তনের ধারণাটার মূলে রয়েছে হিন্দুদের বহুদিনের ধারণা ও অভিযোগ যে, অতীতের মুসলমান শাসকবর্গ তথা খ্রিষ্টান ধর্মযাজকরা দরিদ্র হিন্দুদের ভয় এবং প্রলোভন দেখিয়ে মুসলমান বা খ্রিষ্টান ধর্মে দীক্ষিত করেছেন৷ তাই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদের প্রতি সহানুভূতিশীল সরকারের আমলে স্বধর্মে প্রত্যাবর্তনের হুজুগ তোলা হয়েছে – যদিও ভারতের মুসলিম এবং খ্রিষ্টান সম্প্রদায়ের চোখে এটা পাল্টা প্ররোচনা বলেই পরিগণিত হবে এবং হচ্ছে৷
প্ররোচনা স্রেফ গালিগালাজের রূপ ধারণ করে যখন সরকারি মন্ত্রী নিরঞ্জন জ্যোতি হিন্দুদের ‘‘রামের সন্তানের'' সঙ্গে তুলনা করে, অ-হিন্দুদের সম্পর্কে বস্তুত একটি গালি ব্যবহার করেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন্ত্রীর শব্দচয়নের সমালোচনা করলেও, তাঁকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করতে অস্বীকার করেছেন৷ আরেক বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ সম্প্রতি মন্তব্য করেন যে, মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে ছিল একজন দেশপ্রেমিক৷ পরে তিনি সেই মন্তব্য প্রত্যাহার করতে বাধ্য হন৷
তবে উত্তর প্রদেশের আগ্রা শহরে ৫০টি মুসলিম পরিবারের হিন্দুধর্মে ধর্মান্তরকরণের ঘটনাই সম্ভবত ধর্ম ও রাজনীতির অশুভ সংযোগের উপর আর্থ-সামাজিক নিষ্করুণ আলো ফেলেছে৷ বস্তির কাগজকুড়ুনেরা বিবিসিকে জানান যে, তাঁরা বিপিএল রেশন কার্ড পাবার আশায় ধর্মান্তরকরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ ঠিক সেইভাবেই ১৯৮১ সালে দক্ষিণ ভারতের মাদুরাই শহরে একদল দলিত দুবাইতে কাজ পাবার আশায় মুসমানধর্ম গ্রহণ করেছিলেন৷
আশার কথা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথমবার তাঁর দলের সাংসদদের ধর্মান্তরকরণের মতো বিতর্কিত প্রসঙ্গ ছেড়ে অর্থনৈতিক সংস্কারের দিকে নজর ফেরাতে বলেছেন৷