1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্মান্তরকরণ, পুনর্ধর্মান্তকরণ

২২ ডিসেম্বর ২০১৪

বিরোধী দলগুলির সাংসদদের বিক্ষোভে সংসদের অধিবেশন ভণ্ডুল৷ সরকারি মন্ত্রী অ-হিন্দুদের প্রকাশ্যে গাল দিচ্ছেন৷ বড়দিনে আলিগড়ের মতো মুসলিম অধ্যুষিত শহরে হিন্দুত্বে ধর্মান্তরকরণের পরিকল্পনা চলেছে৷

Master.
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ফাইল ফটো)ছবি: Reuters

আলিগড় পুলিশের ডিআইজি মোহিত আগরওয়াল স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ২৫শে ডিসেম্বর ধর্মান্তরকরণ অথবা সেই ধরনের কোনো অনুষ্ঠান ঘটতে দেওয়া হবে না৷ পুলিশ সেদিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে এবং ধর্মান্তরকরণে লিপ্ত ব্যক্তিবর্গের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে৷

অপরদিকে কট্টর হিন্দু গোষ্ঠী বজরং দল পথ বিক্ষোভের হুমকি দিয়েছে, যদি তাদের আলিগড়ে ধর্মান্তরকরণ অনুষ্ঠানের আয়োজন না করতে দেওয়া হয়৷ ভারতীয় জনতা পার্টির হয়ে চারবারের সংসদসদস্য যোগী আদিত্যনাথ বলেছেন যে, ঐ ধর্মান্তরকরণ অনুষ্ঠানে মুসলিমরা সম্পূর্ণ স্বেচ্ছায় অংশগ্রহণ করবে৷ গত দশ বছর ধরে এই ধর্মান্তরকরণ ঘটে আসছে, এবং এটা আসলে ধর্মান্তরকরণ নয়, এটা ‘‘ঘর ওয়াপসি'' বা ‘‘ঘরে ফেরা'', বলেছেন আদিত্যনাথ৷

আদি বা স্বধর্মে প্রত্যাবর্তনের ধারণাটার মূলে রয়েছে হিন্দুদের বহুদিনের ধারণা ও অভিযোগ যে, অতীতের মুসলমান শাসকবর্গ তথা খ্রিষ্টান ধর্মযাজকরা দরিদ্র হিন্দুদের ভয় এবং প্রলোভন দেখিয়ে মুসলমান বা খ্রিষ্টান ধর্মে দীক্ষিত করেছেন৷ তাই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদের প্রতি সহানুভূতিশীল সরকারের আমলে স্বধর্মে প্রত্যাবর্তনের হুজুগ তোলা হয়েছে – যদিও ভারতের মুসলিম এবং খ্রিষ্টান সম্প্রদায়ের চোখে এটা পাল্টা প্ররোচনা বলেই পরিগণিত হবে এবং হচ্ছে৷

প্ররোচনা স্রেফ গালিগালাজের রূপ ধারণ করে যখন সরকারি মন্ত্রী নিরঞ্জন জ্যোতি হিন্দুদের ‘‘রামের সন্তানের'' সঙ্গে তুলনা করে, অ-হিন্দুদের সম্পর্কে বস্তুত একটি গালি ব্যবহার করেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন্ত্রীর শব্দচয়নের সমালোচনা করলেও, তাঁকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করতে অস্বীকার করেছেন৷ আরেক বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ সম্প্রতি মন্তব্য করেন যে, মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে ছিল একজন দেশপ্রেমিক৷ পরে তিনি সেই মন্তব্য প্রত্যাহার করতে বাধ্য হন৷

তবে উত্তর প্রদেশের আগ্রা শহরে ৫০টি মুসলিম পরিবারের হিন্দুধর্মে ধর্মান্তরকরণের ঘটনাই সম্ভবত ধর্ম ও রাজনীতির অশুভ সংযোগের উপর আর্থ-সামাজিক নিষ্করুণ আলো ফেলেছে৷ বস্তির কাগজকুড়ুনেরা বিবিসিকে জানান যে, তাঁরা বিপিএল রেশন কার্ড পাবার আশায় ধর্মান্তরকরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ ঠিক সেইভাবেই ১৯৮১ সালে দক্ষিণ ভারতের মাদুরাই শহরে একদল দলিত দুবাইতে কাজ পাবার আশায় মুসমানধর্ম গ্রহণ করেছিলেন৷

আশার কথা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথমবার তাঁর দলের সাংসদদের ধর্মান্তরকরণের মতো বিতর্কিত প্রসঙ্গ ছেড়ে অর্থনৈতিক সংস্কারের দিকে নজর ফেরাতে বলেছেন৷

এসি/ডিজি (রয়টার্স, পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ