1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘উপাসনালয়ে হামলা হারাম'

১৭ জানুয়ারি ২০১৬

সব ধর্মীয় উপাসনালয়ই সুরক্ষিত থাকা উচিত৷ কিন্তু তা কি থাকে? প্রায়ই ঘটে হামলার ঘটনা৷ বাংলাদেশে ‘অমুসলিমদের' উপসনালয়ে হামলা প্রায় নিয়মিত ঘটনা৷ এমন হামলা রোধ করতে এবার এগিয়ে আসছেন শোলাকিয়ার ইমাম ফরিদ উদ্দিন মাসউদ৷

Birla Mandir Laxminarayan temple
ছবি: picture alliance/DINODIA

প্রতি বছর দুই ঈদেই বাংলাদেশের সবচেয়ে বড় জামাত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়৷ সেই শোলাকিয়া মসজিদের ইমাম এবার অন্য ধর্মাবলম্বীদরাও যাতে দেশে নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারেন সেই ব্যবস্থা করার চেষ্টা করতে চলেছেন৷ এক্ষেত্রে ফতোয়া দিয়ে ভূমিকা রাখতে চান তিনি৷

এ লক্ষ্যে কাজও শুরু করেছেন ইমাম ফরিদ উদ্দিন মাসউদ৷ ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য বেশ কিছু ফতোয়া লিখে সেগুলোর সমর্থনে আলেমদের সাক্ষর সংগ্রহ করছেন তিনি৷ বাংলাদেশের পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে যখন বিভিন্ন মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত নজরদারী চালাচ্ছে, তখনই এমন উদ্যোগ নিয়েছেন শোলাকিয়ার ইমাম৷

বিবিসি বাংলার খবরে জানা গেছে, ইমাম ফরিদ উদ্দিন মাসউদ যেসব ফতোয়া আলেমদের কাছে সমর্থনের জন্য নিয়ে যাচ্ছেন সেখানে ধর্মের উদারতার দিকগুলোই প্রতিভাত হয়েছে৷

সেখানে বলা হয়েছে, ‘‘ইসলাম কখনো সন্ত্রাস সমর্থন করে না৷ বরং সন্ত্রাস হিংসা হানাহানি নির্মূল করার জন্যই ইসলামের আবির্ভাব৷''

আরেক ফতোয়ায় বলা হয়েছে, ‘‘জিহাদ ও সন্ত্রাস এক জিনিস নয়৷ জিহাদ ইসলামের একটি অন্যতম নির্দেশ, পক্ষান্তরে সন্ত্রাস হারাম এবং অবৈধ৷''

‘‘সন্ত্রাস ও আতঙ্ক সৃষ্টি হারাম হওয়ায় এটা বেহেশত পাওয়ার পথ নয়৷ এটা দোযখের পথ৷ ইসলামে নিরপরাধ মানুষকে গণহারে হত্যা বৈধ নয়'' – এমন একটি ফতোয়ারও উল্লেখ করেছেন ইমাম ফরিদ উদ্দিন মাসউদ৷

ধর্মের নামে হত্যা, ধর্ষণ, লুটতরাজ যে ইসলাম সমর্থন করে না তা জানাতে গিয়ে লেখা হয়েছে, ‘‘শিশু, নারী, বৃদ্ধ ও দুর্বল – যারা যুদ্ধে শরিক নয়, তাদেরকে হত্যা করা কঠোরভাবে নিষিদ্ধ৷ যে কোনো অবস্থায় খুন করা অপরাধ৷ ইবাদত বা উপাসনারত কাউকে হত্যা করা সবচেয়ে জঘন্য অপরাধ৷''

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা নতুন কিছু নয়৷ ফরিদ উদ্দিন মাসউদ জানান ইসলাম এমন হামলারও বিরুদ্ধে , তাই ‘‘অমুসলিমদের গির্জা, প্যাগোডা, মন্দির ইত্যাদি উপাসনালয়ে হামলা করা হারাম ও অবৈধ৷''

বাংলাদেশে গত মাসেও মন্দির এবং অন্যান্য অমুসলিমদের উপাসনালয়ে হামলা হয়েছে৷

তাই ইমাম ফরিদ উদ্দিন মাসউদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে৷ সমর্থনও জানায়েছেন অনেকে৷

তবে বাংলাদেশে আহমদিয়াদের মসজিদেও হামলা হয়৷ সম্প্রতি শিয়াদের মসজিদও হয়েছে হামলার শিকার৷

তাই টুইটারে একজন ইমাম ফরিদ উদ্দিন মাসউদের এই উদ্যোগকেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল হিসেবেই উল্লেখ করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘শুধু অমুসলিম না, মুসলিমসহ যে কোনো সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানো নিষিদ্ধ'' হওয়া উচিত৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

এই ফতোয়ায় ধর্মীয় সচেতনতা কি বাড়বে? উপাসনালয়ে হামলা কি বন্ধ হবে? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ