1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতাল

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩ মার্চ ২০১৩

ধর্মীয় গুজব ছড়িয়ে বগুড়ার থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয়েছে৷ সেখানে নিহত হয়েছে চারজন৷ আর পুলিশকে চারদিক থেকে আটকে কুপিয়ে আহত করা হয়েছে খুলনায়৷

ছবি: Reuters

সারাদেশে জামায়াতের ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিনে এক পুলিশ সদস্যসহ ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ পুলিশ এজন্য জামায়াত শিবিরকে দায়ী করেছে৷ আর বগুড়ার শাহজাহানপুর থানায় সেনা মোতায়েন করা হয়েছে৷ আতংক ছড়িয়ে পড়েছে সারা দেশে৷

রবিবার সকালেই বগুড়ার শাহজাহানপুর থানায় হামলা চালান হয়৷ হামলা চলে বগুড়ার আরো চারটি পুলিশ ফাঁড়িতে৷ হরতাল সমর্থকরা লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়৷ পুলিশ হামলা ঠোকাতে পাল্টা ব্যবস্থা হিসেবে গুলি এবং টিয়ার গ্যাস ছোড়ে৷ এতে ঐসব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়৷ সংঘর্ষে মোট চারজন নিহত হন৷

এদিকে বগুড়ার পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানান পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে জামায়াত-শিবিরের কর্মীরা স্থানীয় লোকজনকে জড়ো করে থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা চালায়৷ তারা ভোর রাত থেকেই মাইকে প্রচার করে যে ‘যুদ্ধাপরাধ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদের মধ্যে দেখা গেছে৷' আর তারা এই গুজব ছড়িয়ে লোকজনকে জড়ো করে হামলা চালায়৷

ছবি: STR/AFP/Getty Imagesla

এছাড়া জয়পুরহাট, রাজশাহী , সাতক্ষীরা, ঝিনাইদহ এবং খুলনায় পুলিশের ওপর আক্রমণ এবং  সংঘর্ষের ঘটনায় এক পুলিশসহ ১২ জন নিহত হয়েছেন৷ খুলনায় জামায়াত-শিবিরের কর্মীরা ৫ পুলিশ সদস্যকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার খবর পাওয়া গেছে৷ আহত পুলিশ সদস্যরা জানান সেই ভয়াবহ নির্মমতার কথা৷

স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর অবশ্য দাবি করেছেন পরস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে৷

এদিকে শোলাকিয়ার ইমাম এবং বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা ফরিদউদ্দিন মাসউদ ডয়চে ভেলেকে বলেছেন চাঁদে সাঈদীকে দেখা গেছে এটি গুজব৷ এই গুজব উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হয়েছে৷ আর ইসলামে এর কোন ভিত্তি নেই৷ তিনি ধর্মপ্রাণ মুসলমানদের এই গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন৷

আরো সংঘাত আর সংঘর্ষের আশঙ্কায় সারা দেশে আতংক ছড়িয়ে পড়েছে৷ আর নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে৷ তা'তে পরিস্থিতি আরো ঘোলা হচ্ছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ