1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্মের দিকে ঝুঁকে তুরস্কের শিক্ষাব্যবস্থায় ধস?

৮ আগস্ট ২০১৯

কয়েক সপ্তাহ আগেই তুরস্কের শিক্ষা মন্ত্রণালয় দেশের শিক্ষার্থীদের পারফরম্যান্স নিয়ে প্রতিবেদন প্রকাশ করে৷ ফল ছিল ভয়াবহ৷ বেশিরভাগ শিক্ষার্থীই সঠিক পারফরম্যান্স দেখাতে পারছেন না৷ বিশেষজ্ঞরা এর দায় দিচ্ছেন এরদোয়ান সরকারকেই৷

ছবি: ullstein bild - Reuters/MURAD SEZER

সম্প্রতি কিছুদিনের ব্যবধানে, তুরস্ক জুড়ে শত শত ইমাম হাতিপ স্কুল স্থাপন করেছে তুরস্ক৷ এরদোয়ান বিরোধীদের দাবি, এই স্কুলগুলোই এমন অবস্থার জন্য দায়ী৷

এই স্কুলগুলোতে মূলত জোর দেয়া হয় কোরান এবং মহানবী হযরত মোহাম্মদের শিক্ষার ওপর৷ শুরুতে শুধু ইমামদের শিক্ষা দেয়ার জন্য স্কুলগুলো চালু করা হলেও রক্ষণশীল ইসলামিক দল একেপি এই স্কুলগুলোকে সাধারণের মধ্যেও ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে৷

এই সংস্কার উদ্যোগের ফলে সাম্প্রতিক বছরগুলোতে এই স্কুলগুলো পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়ছে৷ জাতীয় শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে, ইমাম হাতিপ গ্রামার স্কুলের সংখ্যা পাঁচ বছরে বেড়ে ৫৩৭ থেকে দাঁড়িয়েছে ১৬০৫-এ৷ এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন ছয় লাখ ২০ হাজার শিক্ষার্থী৷

এই সব স্কুলকে সুবিধা দিতে রাষ্ট্রীয় বিভিন্ন স্কুলেও আনা হয়েছে পরিবর্তন৷ বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষার্থী বা অভিভাবকদের সঙ্গে আলোচনাও করা হয়নি৷ অধিকাংশ স্কুলে ধর্মীয় এবং সাধারণ, এই দুইভাগে আলাদা সেশন চালু করা হয়েছে৷

সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া অনেক অভিভাবকদের একজন পেরিহান ও্যসগ্যুন৷ তার অভিযোগ, যারা ধর্মীয় শিক্ষার দিকে যেতে চায় না, তাদের জন্য সমান সুযোগ রাখা হচ্ছে না৷ ধর্মীয় অংশের ক্লাসরুমগুলো ভালে, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং বেতনও রাখা হয়েছে কম৷

সমালোচকেরা শিক্ষাব্যবস্থার এই হঠাৎ পরিবর্তনের কারণেই শিক্ষার্থীদের পারফরম্যান্সে ধস নেমেছে বলে মনে করছেন৷ উচ্চশিক্ষা লাভের জন্য তুরস্কের শিক্ষার্থীদের টার্কিশ সেন্ট্রাল এগজাম পাস করতে হয়৷ ইমাম হাতিপ স্কুলগুলো থেকে আসা শিক্ষার্থীদের অধিকাংশই এই পরীক্ষায় খারাপ ফল করেন৷

জাতীয় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই স্কুলগুলো থেকে আসা শিক্ষার্থীদের মাত্র ৩৮ শতাংশ ২০১৮ সালের পরীক্ষায় পাস করে উচ্চশিক্ষা গ্রহণের যোগ্য বিবেচিত হয়েছেন৷ অন্য স্কুলগুলোর তুলনায় এ হার খুবই কম৷

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এরদোয়ান নিজেও ১৯৬০ সালের দিকে ইস্তানবুলের ইমাম হাতিপ স্কুলে পড়াশোনা করেছেন৷ তখন এ ধরনের স্কুলের সংখ্যা খুব কম ছিল৷ কিন্তু ক্ষমতায় আসার পর থেকে এ ধরনের স্কুলকে মূলধারার স্কুলে পরিণত করার উদ্যোগ নিয়েছেন এরদোয়ান৷

এর আগেও প্রায়ই এরদোয়ান বলেছেন, তুরস্কে একটি ধর্মভিরু প্রজন্ম গড়ে উঠুক, এটিই তার লক্ষ্য৷ কিন্তু স্কুলগুলোর শিক্ষাব্যবস্থায় হস্তক্ষেপ করে তিনি বরং একটি রক্ষণশীল প্রজন্ম করে তোলার দিকেই বেশি মনোযোগ দিয়েছেন বলে অভিযোগ সমালোচকদের৷

বুরচু কারাকাস, ডানিয়েল ডেরিয়া বেলুট/এডিকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ