‘‘ধর্মের ভুল ব্যাখ্যার কারণে জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে''
৫ আগস্ট ২০১৬
জঙ্গিবাদ প্রসারে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর ভূমিকা নিয়ে নানারকম প্রতিক্রিয়া জানিয়েছেন ডয়চে ভেলে বাংলার ফেসবুক পাতার অনুসারীরা৷
বিজ্ঞাপন
সানি আহমেদ লিখেছেন, ‘‘যারা ভুল পথে যাচ্ছে তাদের ফিরিয়ে আনতে টিভি, ইন্টারনেট বড় ভূমিকা রাখতে পারে৷'' তিনি বলেন, ‘‘ধর্মের ভুল ব্যাখ্যার কারণে জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে৷ ভুল ব্যাখ্যাটা হচ্ছে এরকম - ইসলামি রাষ্ট্র মানেই আইএস৷''
ডয়চে ভেলে বাংলার ‘আলাপ' পাতার এবারের বিষয় সোশ্যাল মিডিয়া৷ এই বিষয়ে উপর প্রকাশিত ‘গণমাধ্যমের ওপর পাঠকের প্রভাব', ‘যেভাবে গণমানুষের মাধ্যম হয়ে উঠলো ফেসবুক', ‘জঙ্গি তৎপরতা রোধে ইন্টারনেট প্ল্যাটফর্মগুলোর যা করা উচিত', ‘সামাজিক যোগাযোগের মাধ্যমে অপরাধ' সহ অন্যান্য প্রতিবেদন পছন্দ করেছেন ফেসবুক বন্ধু ফয়সাল আহমেদ শিপন৷ মোঃ মাসুদ পারভেজ, কৃতিকা রায় এবং মোঃ মজিদও শিপনের সাথে একমত প্রকাশ করেছেন৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালো যেসব আন্দোলন
ফেসবুক বা টুইটারের মাধ্যমে প্রতিবাদ থেকে গড়ে উঠেছে তীব্র আন্দোলন৷ আরব বসন্ত থেকে হালের সুন্দরবন বাঁচাও আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি আদায়ে সোচ্চার মানুষ৷ এমন কিছু আন্দোলনের কথা থাকছে ছবিঘরে৷
ছবি: picture-alliance/dpa/Pacific Press/M. Hasan
শাহবাগ আন্দোলন
ঘটনা ৫ ফেব্রুয়ারি, ২০১৩৷ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলে এর প্রতিবাদে এবং কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে জড়ো হন অনলাইন অ্যাক্টিভিস্টরা৷ ফেসবুকে তাদের ডাকে সাড়া দিয়ে আপামর জনতা নেমে আসেন রাস্তায়৷ গড়ে ওঠে প্রতিবাদ৷ দেশের অনেক স্থানেই গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ৷ ঐ বছরই ১২ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়৷
ছবি: Reuters
নির্ভয়া কাণ্ডে প্রতিবাদ
২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে বাসে গণধর্ষণের শিকার হন জ্যোতি নামের এক তরুণী৷ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি জানার পর রাস্তায় নেমে আসে সর্বস্তরের মানুষ৷ গড়ে ওঠে প্রতিবাদ৷ ধর্ষণবিরোধী আইনে কিছুটা পরিবর্তন আনা হয়৷
ছবি: Reuters
আরব বসন্ত
সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন ছড়িয়ে দেয়া প্রথম শুরু হয়েছিলো ২০১১ সালে আরব বসন্তের সময়৷ ২০১০ সালে টিউনিশিয়ার মোহামেদ বুয়াজিজি নামের এক ফেরিওলা গায়ে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান শাসকের বিরুদ্ধে৷ ২০১১ সালে প্রেসিডেন্ট বেন আলির পতন হয়৷ মিশর, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, টিউনিশিয়া ও বাহরাইনে প্রতিবাদ আন্দোলন চরম রূপ ধারণ করে৷ তবে, আরব বসন্তের একটি ভয়াবহ রূপ ইসলামি জঙ্গিবাদ, তথাকথিত ইসলামিক স্টেটের উত্থান৷
ছবি: AP
#BringBackOurGirls
২০১৪ সালের ঘটনা৷ জঙ্গি গোষ্ঠী বোকো হারাম নাইজেরিয়ার একটি স্কুল থেকে প্রায় দুই শতাধিক ছাত্রীকে অপহরণ করে৷ ঘটনা ঘটে ১৪ এপ্রিল৷ তার একদিন পর সেটা নিয়ে রিপোর্ট করে এএফপি৷ কিন্তু তখনও বিষয়টা বিশ্বের নজর কাড়তে পারেনি৷ পরে টুইটারে শুরু হয় বহুল আলোচিত #bringbackourgirls বা ‘আমাদের মেয়েদের ফিরিয়ে আনো’ প্রচারণা৷ মে মাসের প্রথম সপ্তাহে টুইট হয় ৫ লাখ বার৷
ছবি: Twitter
#UmbrellaRevolution
২০১৪ সালে পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের দাবিতে হংকং-এ যে বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থীরা৷ ছাতা হাতে তারা এই প্রতিবাদ জানায়৷ অভিনব এই প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ‘আমব্রেলা রেভোলিউশন’ নামে৷
ছবি: Reuters/B. Yip
#IfTheyGunnedMeDown
২০১৪ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে পুলিশের গুলিতে মারা যায় কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন৷ নিরস্ত্র ব্রাউনকে গুলি করে হত্যা করে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা উইলসন৷ এর প্রতিবাদে স্মরণকালের ভয়াবহতম বিক্ষোভ শুরু হয় ফার্গুসনে৷ টুইটারে প্রতিবাদ জানানো হয় #IfTheyGunnedMeDown লিখে৷
ছবি: picture-alliance/dpa/T. Maury
‘সুন্দরবন বাঁচাও’
বাংলাদেশের সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যে রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে ফেসবুক, টুইটার ও ইউটিউবে চলছে সামাজিক আন্দোলন৷ গত এক মাস ধরে সাধারণ মানুষ এ আন্দোলন চালিয়ে যাচ্ছে৷ টুইটারে ব্যবহার করা হচ্ছে #savesundarbans৷
ছবি: picture-alliance/dpa/Pacific Press/M. Hasan
7 ছবি1 | 7
পাঠক আমিনুল ইসলামের মতে, সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমগুলোর মধ্যে ‘ফেসবুক' হচ্ছে জ্ঞান অর্জনের সেরা মাধ্যম৷ বন্ধু কাজি মিশনেরও কিন্তু ফেসবুক ছাড়া চলেনা৷ তিনিও ‘ফেসবুক' রোগে আক্রান্ত বলে জানিয়েছেন৷ তাঁর এ কথায় সায় দিয়েছেন মো. রায়হান৷