1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্ধবিশ্বাসের পাহাড়ে জাঁকিয়ে বসেছে ‘‌বাবারা’

রাজীব চক্রবর্তী নতুন দিল্লি
২৬ আগস্ট ২০১৭

ভারতে স্বঘোষিত ভগবানের দূতের ছড়াছড়ি৷ কেবল ভোটবাক্সের লোভে রাজনৈতিক নেতাদের তোষামোদের কারণে ক্রমেই প্রভাব বাড়ছে ‘‌বাবা'দের৷ গুরমিত রাম রহিমকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করেছে সিবিআই আদালত৷

Indien - Guru und Religiöser Führer - Gurmeet Ram Rahim Singh Insan
ছবি: picture-alliance/dpa/R. Pal Singh

‌এক ‘‌বাবা', হাজার গুণ তার৷ সে ‌একই সঙ্গে গায়ক-‌নায়ক, দার্শনিক, খেলোয়াড়, চিত্রপরিচালক, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক, লেখক, সুরকার, জীবনীকার... আরও কত কী! টুইটার হ্যান্ডেলে এমনটাই উল্লেখ৷ নিজের ওয়েবসাইটে, ‘সাধু চিকিৎসক গুরমিত রাম রহিম সিংহ জি ইনসান'৷ আর সিনেমায় সে ভগবানের দূত, ‘ম্যাসেঞ্জার অব গড'৷ কিন্তু আদতে সে যে একজন ধর্ষক তা প্রমাণ হলো আদালতে৷

রামরহিমের ব্যভিচারের বিরুদ্ধে প্রথম আলোকপাত করেছিলেন এক সাংবাদিক৷ তিনি রামচন্দ্র ছত্রপতি৷ পরে এক সাধ্বীর গোপন চিঠি পেয়ে ২০০২ সালে সিবিআই স্বতঃপ্রণোদিত হয়ে গুরমিতের বিরুদ্ধে ধর্ষণের মামলা শুরু করে৷ এর পরেই ডেরা সচ্চা সৌদার ম্যানেজার রঞ্জিত সিংহ খুন হয়ে যান৷ ওই বছরই অক্টোবরে দুষ্কৃতীদের গুলিতে খুন হন ‘পুরা সচ'-র সম্পাদক ছত্রপতিও৷ দু'টি খুনের মামলাই এখনও চলছে৷

কখনও খুন হতে হয়েছে, তো কখনও তাঁর বিরুদ্ধে মুখ খোলার পরে নিখোঁজ হয়ে গিয়েছেন তাঁর গাড়ির চালক৷ অভিযোগ, চারশো ভক্তকে জোর করে লিঙ্গচ্ছেদ করিয়েছিলেন এই স্বঘোষিত ধর্মগুরু৷ সে সময়ে ব্যাখ্যা দেওয়া হয়েছিল, এতে মেয়েরা সুরক্ষিত হবেন ও ভগবানের আরও কাছাকাছি পৌঁছতে পারবেন সাধকেরা৷ এত অভিযোগের পরেও বিশ্বজুড়ে রামরহিমের ভক্ত সংখ্যা ৬ কোটি৷ আর তাঁদের দানে, ‘‌বাবা'‌র সম্পত্তির পরিমাণ প্রায় লক্ষ কোটি৷

নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরোর একজন ‌বাঙালি কর্মকর্তা ডয়চে ভেলেকে বলেন, ‘‘‌কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে গোপন রিপোর্ট পাঠানো হয়েছে৷ অনেক তথ্য পাওয়া গেছে৷ রাম রহিমের মতো আরও কিছু সাধু বাবার ওপর নজর রাখা শুরু হয়েছে৷ এরা ধর্মের আড়ালে সমাজের একটা অংশে প্রভাব বিস্তার করে চলেছে৷ গোয়েন্দারা গোপন রিপোর্ট তৈরি করছে, তদন্ত করছে৷ এক সাংবাদিক প্রথমে বিষয়টি সামনে এনেছিলেন, তারপর থেকেই নড়েচড়ে বসেছিল গোয়েন্দারা৷ কিন্তু, ধুরন্ধর রাম রহিমকে সেইভাবে বাগে আনা যায়নি৷'‌'‌‌

আগাম সতর্কতা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের৷ ধর্ষণ মামলায় ‘‌বাবা'‌ গুরমিত রাম রহিম দোষী সাব্যস্ত হলে হরিয়ানার পরিস্থিতি ভয়ানক হয়ে উঠতে পারে৷ কিন্তু, তা সত্ত্বেও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করেনি হরিয়ানা সরকার৷ শুক্রবার প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য জুড়ে তাণ্ডব চালিয়েছে ডেরা সাচা সমর্থকরা৷ প্রাণ গেছে ৩১ জনের, শতাধিক মানুষ গুরুতর জখম৷ কয়েকশো যানবাহন পুড়ে ভস্ম৷ সরকারি অফিস, রেলস্টেশন, বিদ্যুৎ দপ্তরে অগ্নিসংযোগ করতেও পিছপা হয়নি রাম রহিমের ভক্তরা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বত্র সেনা নামানো হয়েছে৷ কিন্তু এখনও আতঙ্ক কাটছে না৷ অশান্তির আশঙ্কায় শনিবার সকাল থেকে গোটা হরিয়ানা-‌সহ পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং রাজধানী দিল্লির একাংশে কার্ফ্যু (‌১৪৪ ধারা)‌জারি করা হয়েছে৷ বাড়ির বাইরে পা রাখার সাহস দেখাচ্ছেন না কেউ৷ গুণ্ডামি রুখতে রাজ্য সরকারের ব্যর্থতাকেই দায়ী করছেন সবাই৷

সামাজিক যোগাযোগের মাধ্যমে রাম রহিমের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে৷ রামরহিমের কুকীর্তি নিয়ে সরব হয়েছেন তারকারা৷

ভারতের বিখ্যাত কয়েকজন ‘বাবার’ কথা

আশারাম বাপু — নামটা কেউ এখনও ভুলে যায়নি। বিপুল ক্ষমতার অধিকারী৷ ২০১৩ সালে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে৷ জানা গেছে, ‘‌বাবা’‌র বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগে গোটা দেশ তোলপাড়৷ জল গড়াল আদালতে৷ তারপর এখনও বাবা গারদের ওপারেই৷

স্বামী নিত্যানন্দ — ইনিও এক স্বঘোষিত ধর্মগুরু৷ ২০১০ সালে স্টিং অপারেশে টিভির পর্দায় ফাঁস হয় তাঁর কীর্তি৷ দক্ষিণের এক অভিনেত্রীর সঙ্গে আপত্তিজনক অবস্থায় দেখা যায় বাবাকে৷ সেই ভিডিও সম্প্রচারিত হতেই হুলস্থূল পড়ে যায়৷ সিআইডি তদন্তের মুখোমুখি হতে হয়েছিল বাবাকে৷ সেবারও বাবার গ্রেপ্তারিতে ভক্তকূল আকুল হয়ে প্রতিবাদ জানায়৷

‘এরা ধর্মের আড়ালে সমাজের একটা অংশে প্রভাব বিস্তার করে চলেছে’

This browser does not support the audio element.

স্বয়ম্ভূ বাবা শিব দ্বিবেদী — এই বাবার গুণও কম নয়৷ কেউ কেউ আবার বলতেন সন্ত স্বামী ভীমানন্দ৷ মহারাজ চিত্রকূটওয়ালে নামেও পরিচিত৷ রীতিমতো ‘‌সেক্স ব়্যাকেট'‌ চালানোর অভিযোগ উঠেছিল এই ‘‌বাবা'‌র বিরুদ্ধে৷ দেহব্যবসায় জড়িত থাকার জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল৷

বিক্রম চৌধুরী — হট যোগ বিখ্যাত হয়েছিল বিক্রম চৌধুরির কল্যাণে৷ একাধিক যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে এর নামে৷

স্বামী ওম —টেলিভিশন শো ‘‌বিগ বস'‌-‌এর কল্যাণে এর নাম অনেকেই শুনেছেন৷ ইনি আবার প্রকাশ্যে নগ্ন কন্যাকে যোগ গুণ শিখিয়েছেন৷ ভাইরালও হয়েছিল সেই ভিডিও৷ কিছুদিন আগে আবার নিজের কাণ্ডকারখানার জন্য মহিলাদের হাতে মারও খেয়েছেন ওম৷ তবে, স্বঘোষিত বাবাজি আজও শোধরাননি৷

অন্যদিকে, জেলে গিয়েও বহাল তবিয়তে গুরমিত রাম রহিম৷ কার্যত ভিআইপি মর্যাদা পাচ্ছে সে৷ মিনারেল ওয়াটারের জোগান রয়েছে৷ এমনকি তার সঙ্গে রয়ছে এক সহযোগীও৷ দোষী সাব্যস্ত করার পর অনুগামীদের তাণ্ডব নিয়ে এপর্যন্ত একটি শব্দও খরচ করেনি রাম রহিম৷ আইনশৃঙ্খলার অবনতি নিয়ে বিরোধীদের তোপের মুখে হরিয়ানার বিজেপি শাসিত সরকার৷ স্বঘোষিত ধর্মগুরুর এই ভিআইপি জেল জীবন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷

এদিকে, সকাল হতেই অভিযানে নামে হরিয়ানা সরকার৷ কুরুক্ষেত্র, আম্বালা এবং কৈথাল মিলিয়ে এখনও পর্যন্ত ডেরা সাচার মোট ৩৬টি আশ্রমে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে৷ গুরমিত রাম রহিমের ছয় দেহরক্ষীকে গ্রেপ্তার করেছে চণ্ডীগড় পুলিশ৷ একে ৪৭-‌সহ প্রচুর বেআইনি অস্ত্রশস্ত্র এবং কেরোসিন তেল ও পেট্রোলের টিন বাজেয়াপ্ত করা হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আটক করা হয়েছে প্রায় ৬০০ ডেরা সমর্থককে৷ বাজেয়াপ্ত করা হয়েছে সংগঠনের ৬০টি গাড়িও৷

ওদিকে, রাম রহিম অনুগামীদের গুণ্ডাগিরির পর থমথমে হরিয়ানা এবং পাঞ্জাবের একাংশ৷ বন্ধ দোকানপাট৷ স্কুল-কলেজে ছুটি দেওয়া হয়েছে৷ এলাকায় চলছে সেনার ফ্ল্যাগমার্চ৷ অশান্তি এড়াতে ডেরা সাচার সদর দপ্তর ঘিরে রেখেছে সেনা৷ হরিয়ানায় ১১ জেলা এবং পাঞ্জাবের ৯টি জেলায় কারফিউ জারি হয়েছে৷ দুই রাজ্যের পরিস্থিতি অগ্নগর্ভ থাকায় উত্তর রেলের ৪৪৫টি ট্রেন বাতিল হয়েছে৷

২৮শে আগস্ট পর্যন্ত উপদ্রুত এলাকায় ট্রেন চলবে না৷ মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর গাফিলতির দায় মানলেও তাঁর কোপে পড়েছেন সরকারি আধিকারীকরা৷ কর্তব্যে গাফিলতির অভিযোগে পাঁচকুলার ডিএসপিকে সরিয়ে দেওয়া হয়েছে৷ বরখাস্ত করা হয়েছে জেলাশাসককে৷

এ বিষয়ে আপনার কোন মতামত থাকলে লিখুন নীচে মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ