1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ম ঘিরে আতঙ্ক দূর করতে...

২৫ জুন ২০১৮

জাতি-বর্ণবিদ্বেষের বিরুদ্ধে ও ইসলাম সম্পর্কে আতঙ্ক দূর করার লক্ষ্যে পথে নামলেন মুসলিম ও ইহুদিরা৷ অভিবাসন নিয়ে বাড়তে থাকা উদ্বেগ ও জার্মানির জাতীয়তাবাদী দল এএফডি-র উত্থানের পরিপ্রেক্ষিতে সাইকেল যাত্রায় অংশ নিলেন তাঁরা৷

Deutschland Tandem fahren gegen Antisemitismus und Islamfeindlichkeit
ছবি: Getty Images/AFP/J. MacDougall

এক সাইকেল দুই সওয়ারি৷ একজন মুসলিম ইমাম ও আর একজন ইহুদি ধর্মযাজক৷ ইসলাম সহ নানা ধর্ম জাতির বিরুদ্ধে ক্রমশ বাড়তে থাকা হিংসার প্রতিবাদে রবিবার তাঁদের এই সাইকেল যাত্রায় অংশ নিলেন আরও বহু মানুষ৷ বার্লিনের এই যাত্রা শুরু হয় বেবেলপ্লাৎসে, হলোকাস্ট মেমোরিয়াল থেকে৷

এই বেবেলপ্লাৎসে ১৯৩৩ সালে নাৎসিরা ২০ হাজার বই পুড়িয়ে দিয়েছিল৷ মুসলিম ও ইহুদি ধর্মীয় নেতারা ছাড়াও খ্রিষ্টধর্মের ও সরাসরি ধর্মীয় নেতৃত্বে স্থানে নেই এমন মানুষেরাও যোগ দিয়েছিলেন৷

বার্লিনের ইমাম এন্ডার সেটিন বলেন, ‘‘আমাদেরই একতার নমুনা তুলে ধরতে হবে৷ এই যাত্রার মাধ্যমে আমরা মুসলিমদের বলতে চাই , আমরা বিদ্বেষ সহ্য করব না৷''

এন্ডারের সঙ্গে একই সঙ্গে সাইকেলে চড়েছিলেন রাব্বি ইলিয়াস দ্রায়৷ ইহুদি ধর্মীয় নেতা রাব্বি বলেন, সমাজ ও সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টা রুখতে হবে৷ তাই এন্ডার ও রাব্বি একসঙ্গে নিয়মিত বার্লিনের বিভিন্ন স্কুলে যান ও পড়ুয়াদের ধর্মীয় সহিষ্ণুতার শিক্ষা দেন৷

জার্মানিতে কট্টর জাতীয়তাবাদী দল, অভিবাসন বিরোধী এএফডির প্রভাব ক্রমশ বাড়ছে৷ গত বছরের সাধারন নির্বাচনে তারা ১২.৬ শতাংশ ভোট পেয়েছে৷ সাম্প্রতিককালে জার্মানিতে ইহুদি ও মুসলিমদের বিরুদ্ধে আক্রমণের সংখ্যা বেড়েছে৷ কোথাও ‘কিপা' পরার জন্য ইহুদিরা আক্রান্ত হয়েছে, তো কোথাও হিজাবে মাথা ঢাকার জন্য মুসলিমরা৷ 

পিএস/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ