1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ধর্ম নিয়ে প্রশ্ন করা ধর্ম অবমাননা নয়’

আরাফাতুল ইসলাম২০ সেপ্টেম্বর ২০১৫

শাহবাগ গণজাগরণ মঞ্চের কর্মী এবং নাস্তিক ব্লগার শাম্মী হক সম্প্রতি নিরাপত্তা চেয়ে ঢাকার একটি থানায় সাধারণ ডায়েরি করেছেন৷ ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন বাংলাদেশে ব্লগার হত্যাকাণ্ড নিয়ে নানা কথা৷

Bangladesch Bloggerin Shammi Haque
ছবি: DW/G. Ketels

[No title]

This browser does not support the audio element.

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার শাম্মী হক৷ ২০১৩ সালের শাহবাগ আন্দোলন থেকে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের একজন কর্মী তিনি৷ ইন্টারনেটে লেখালেখি করেন ‘ইস্টেশন' নামক একটি কমিউনিটি ব্লগে৷

গত ২৮শে আগস্ট ঢাকার মোহাম্মদপুর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন হক৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, সম্প্রতি একের পর এক ব্লগার হত্যার ঘটনায় কিছুটা আতঙ্ক বোধ করছিলেন তিনি৷ এরই মাঝে গত ২৭শে আগস্ট দুই যুবক তাঁকে ফলো করতে শুরু করলে পুলিশের শরণাপন্ন হন তিনি

নাস্তিক ব্লগার শাম্মী হকছবি: DW/G. Ketels

পুলিশ এখন শাম্মীকে সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে৷ তবে ব্লগারদের একাংশ পুলিশকেও বিশ্বাস করতে রাজি নয়৷ বরং কেউ কেউ মনে করেন, এতে বরং নিরাপত্তা বিঘ্নিত হয় কেননা পুলিশের সঙ্গে খুনিদের যোগাযোগ থাকাটা অসম্ভব নয়৷ হকও জানেন সে কথা৷ তা সত্ত্বেও পুলিশের কাছে যাওয়ার কারণ প্রসঙ্গে তিনি জানান, তাঁকে যারা অনুসরণ করছিল, তাদের ছবি তুলে রেখেছেন তিনি৷ সেই ছবি দিয়ে পুলিশের সহায়তায় সন্দেহভাজনদের গ্রেপ্তারের উদ্যোগ নিতে চেয়েছেন এই ব্লগার৷

প্রসঙ্গত, বাংলাদেশে চলতি বছর চারজন ব্লগার খুন হয়েছেন৷ ধারণা করা হচ্ছে, মৌলবাদীরা তাদের হত্যা করেছে৷ ব্লগারদের হত্যার ক্ষেত্রে হিটলিস্ট অনুসরণ করছে খুনিরা, শোনা যাচ্ছে একথাও৷ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এই প্রসঙ্গে ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘কোনো কোনো ব্লগারের মধ্যে ইচ্ছাকৃতভাবে ঘৃণা ছাড়ানোর এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার প্রবণতা আছে৷'' হকের কাছে এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি অবশ্য বললেন ভিন্ন কথা৷ তাঁর মতে, ধর্ম নিয়ে প্রশ্ন করাটা ধর্মীয় অনুভূতিতে আঘাত করা নয়৷ আর ধর্মও এমন কোনো ঠুনকো ব্যাপার নয় যে প্রশ্ন করলেই তার অবমাননা হবে৷

ধর্ম কিংবা ইসলামের মহানবী মোহাম্মদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করার মধ্যে ভুল কিছু দেখেন না হক৷ এমনকি এক্ষেত্রে ফেসবুকে ‘ইভেন্ট' খুলে মহানবীকে সমালোচনা করার সপ্তাহ পালনও দোষের কিছু মনে হয় না তাঁর কাছে৷ নবীন এই ব্লগার স্বাধীনভাবে মত প্রকাশ এবং ইন্টারনেটে লেখালেখির নিরাপত্তা চান৷

আপনি কি শাম্মী হকের সঙ্গে একমত পোষণ করেন? আপনার মতামত জানাতে লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ