1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ম বাধা, প্রেমিকার কবরে আত্মহনন

১৩ ফেব্রুয়ারি ২০২০

ধর্ম ভিন্ন, তাই প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছিল দুই পরিবার৷ আর এই বাধা সহ্য করতে না পেরেই প্রাণ গেল দুই কিশোর-কিশোরীর৷ বাংলাদেশের গোপালগঞ্জে ঘটেছে এই ঘটনা৷

Gift Pillen Medizin Totenkopf Symbolbild
ছবি: Fotolia/Dan Race

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রামে ঘটেছে এ ঘটনা৷ গ্রামের এক হিন্দু পরিবারের পঞ্চদশী কিশোরীর সঙ্গে প্রতিবেশী খ্রিস্টান পরিবারের অষ্টাদশী কিশোরের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আনন্দ মল্লিক জানান, "পরিবারের লোকজন ভিন্ন ধর্মে প্রেম  মেনে নিতে পারেনি। এই অবস্থায় মেয়েটি গত ৩১ জানুয়ারি বিষপানে আত্মহত্যা করে। মঙ্গলবার রাতে কোনো এক সময় তার কবরে গিয়ে ছেলেটাও বিষ খায়।”

স্থানীয়রা ওই কিশোরকে উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে আনন্দ মল্লিক জানান।

মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট ফাঁড়ির এসআই আবুল বাশার জানান, পুলিশ বুধবার ওই কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এডিকে/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ