1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ষকের বয়স কত হলে অপরাধ শাস্তিযোগ্য?

১০ জুলাই ২০১৯

নির্ভয়া ধর্ষণকাণ্ডে এই প্রশ্ন নিয়ে তুমুল বিতর্ক হয়েছে ভারতে৷ এখন একই প্রশ্নে জার্মানিতেও চলছে তুমুল বিতর্ক৷ এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ কিশোরের বিরুদ্ধে৷ কিন্তু বর্তমান আইনে তাদের সবাইকে শাস্তি দেয়া সম্ভব নয়৷

Schweres Sexualdelikt - Gruppe Jugendlicher unter Verdacht
ছবি: picture-alliance/dpa/R. Weihrauch

গত শুক্রবার জার্মানির ম্যুলহাইম শহরের এক খেলার মাঠের পেছনের ঝোঁপে এক তরুণীকে ধর্ষণ করা হয়৷ অভিযোগ পাঁচ কিশোরের বিরুদ্ধে, যাদের মধ্যে তিন জনের বয়স ১৪ আর বাকি দুজনের বয়স ১২ বছর৷ পোষা কুকুরকে অনুসরণ করে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরের কাছ থেকে ১৮ বছর বয়সি তরুণীকে উদ্ধার করেন৷ বাকি তিন কিশোর তখন ঘটনাস্থলে ছিল না৷ পরে পুলিশ জানতে পারে এ ঘটনায় পাঁচজন জড়িত৷ পাঁচজনই বেলজিয়ান বংশোদ্ভুত স্কুলছাত্র৷ শনিবার সবাইকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাদের বাবা-মায়ের হাতে তুলে দেয়৷ তবে রোববার এক ১৪ বছর বয়সি কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

জার্মানির আইন অনুযায়ী, বয়স ১৪ বছরের কম হলে কাউকে কোনো অপরাধের জন্য দায়ী করা যায় না,  দায় নিতে হয় সংশ্লিষ্ট কিশোরের বাবা-মা, আইনি অভিভাবক বা স্থানীয় যুব উন্নয়ন কার্যালয়কে৷ ফলে ঘোরতর অভিযোগ উঠলেও কার্যত সন্দেহভাজন ধর্ষকদের সবাইকে বিচারের আওতায় আনা যাবে না৷

এমন আইন থাকলে কি কিশোরদের অপরাধপ্রবণতা কমানো যাবে? অপরাধ কমানো যাবে? জার্মানির পুলিশ ইউনিয়ন (জিডিপি) তা মনে করে না৷ তারা ইতিমধ্যে কিশোরদের অভিযুক্ত করার ন্যূনতম বয়স ১৪ থেকে কমিয়ে ১২ বছর করার দাবি জানিয়েছে৷ কিন্তু জার্মানির বিচারকদের সংগঠন এর বিরোধিতা করেছে৷

আপাতত পাঁচ সন্দেহভাজনের মধ্যে একজনকেই আটক রেখেছে পুলিশ৷ তার বিরুদ্ধে আগেও দুবার যৌন হয়রানির অভিযোগ উঠেছিল৷ কিন্তু বয়স কম হওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি৷

একেক দেশে একেক আইন

২০১২ সালে দিল্লিতে ধর্ষণের পর চলন্ত বাস থেকে ফেলে দিলে গুরুতর আহত হন নির্ভয়া৷ পরে তার মৃত্যু হয়৷ অভিযুক্তদের একজনের বয়স আঠারোর কম হওয়ায় তাকে পাঠানো হয় সংশোধন কেন্দ্রে৷ ভারতের মতো অনেক দেশেই এখনো অপ্রাপ্তবয়স্কদের কঠোর শাস্তির আওতায় নেয়ার আইন নেই৷

ইউরোপ বা পশ্চিমের সব দেশেও আইন এক নয়৷ ইংল্যান্ড ও ওয়েলসে বয়স ১০ হলেই কাউকে অপরাধের জন্য দায়ী করা যায়৷ স্কটল্যান্ডে কিছু ক্ষেত্রে বয়স আট হলেও দায় এড়ানো যায় না৷যুক্তরাষ্ট্র্রে অভিযুক্ত করার ন্যূনতম বয়স ১১৷ তবে সেখানে ৫০টি রাজ্যের অনেকগুলোতেই আবার ন্যূনতম কোনো বয়স নির্ধারণ করা নেই, যার অর্থ, চাইলে যে-কোনো বয়সের কিশোরকেই শাস্তি দেয়া সম্ভব৷

এসিবি/কেএম (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ