1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছেলেকে পুলিশে দিলেন মা

২৭ মার্চ ২০১৬

ভারতে এক মা তাঁর ধর্ষক ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ ঘটনাটি ঘটেছে মেঘালয় রাজ্যে৷ এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে ধর্ষক যুবকটি এখন জেল হাজতে৷

ধর্ষণের বিরুদ্ধে নতুন দিল্লিতে প্রতিবাদ-বিক্ষোভ
ছবি: picture alliance/abaca

ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মেঘালয় রাজ্যের এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে নিজের ছেলেকে পুলিশে দিয়েছেন এক মা৷ গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আপার শিলং এলাকার ওই কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ মেয়েটি নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর ২২ বছর বয়সি ছেলের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন দিলেত সিয়েমলিয়েহ৷ ছেলেকে তাই চোখে চোখে রেখেছেন তিনি৷

নিখোঁজ মেয়েটিকে পরে মৃত উদ্ধার করা হয়৷ জানা যায়, মৃত্যুর আগে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছিল৷

প্রতিবেশী কিশোরীর মৃত্যুর খবরে ২২ বছরের ওই যুবকও বিচলিত হয়ে পড়ে৷ মায়ের কাছে নিজের অপরাধের কথা স্বীকার করে সে৷ মা দিলেত সঙ্গে সঙ্গেই স্থানীয় থানায় যোগাযোগ করে ছেলেকে গ্রেপ্তারের অনুরোধ জানান৷

নিহত কিশোরীকে এক জঙ্গল থেকে উদ্ধার করার পর কিশোরীর এক চাচাকে হত্যা ও ধর্ষণের জন্য সন্দেহ করেছিল পুলিশ৷ কিন্তু দিলেত সিয়েমলিয়েহর আহ্বানে পুলিশ পরে ভিকি সিয়েমলিয়েহকে গ্রেপ্তার করে৷

ভিকি পুলিশকে জানিয়েছে, ধর্ষণে তার সঙ্গে আরো তিনজন অংশ নিয়েছে৷ পুলিশ এখনো তাদের গ্রেপ্তার করতে পারেনি৷

এসিবি/ডিজি (বিবিসি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ