গত মার্চে হোটেলের ঘরে তারা এক নারীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। এক ফুটবলার অভিযোগ অস্বীকার করেছেন।
বিজ্ঞাপন
আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশন ফুটবল ক্লাব ভেলেজ সার্সফিল্ডের হয়ে খেলেন ওই চার ফুটবলার। সোমবার তাদের চারজনকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। অভিযোগ, গত মার্চে হোটেলের ঘরে তারা এক নারী সাংবাদিককে ধর্ষণ করে।
এই চার ফুটবলার হলেন, উরুগুয়ের গোলকিপার সেবাস্টিয়ান সোসা। তার বয়স এখন ৩৭ বছর। প্যারাগুয়ের ২৭ বছরের মিডফিল্ডার হোসে ফ্লোরেনটিন। আর্জেন্টিনার ২৭ বছরের ডিফেন্ডার ব্রাইয়ান কুফরে এবং আর্জেন্টিনার ২১ বছরের স্ট্রাইকার আবিয়েল ওসোরিয়ো।
পুলিশ জানিয়েছে, আপাতত তাদের ৪৮ ঘণ্টার জন্য আটক করা হয়েছে। এরপর তাদের আদালতে পেশ করা হবে। বিচারক সিদ্ধান্ত নেবেন, তাদের গ্রেপ্তার করা হবে কি না। গোটা ঘটনাটি নিয়ে সবপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ তদন্ত শুরু করেছে।
যৌন হয়রানির দায়ে অভিযুক্ত সেলিব্রেটিরা
বিশ্বজুড়ে অনেক বিখ্যাত ব্যক্তিই যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত হয়েছেন৷ অনেক সেলিব্রেটিই শিকার হয়েছেন মিথ্যা অভিযোগের, আবার কেউ কেউ ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে সাজাপ্রাপ্তও হয়েছেন৷ এমন কয়েকজনের কথা থাকছে ছবিঘরে৷
ছবি: Reuters/A. Fadnavis
স্নুপ ডগ
২০২২ সালের শুরুর দিকে মার্কিন ব়্যাপার স্নুপ ডগের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন এক নারী৷ তিনি একসময় স্নুপ ডগের দলের নৃত্যশিল্পী ছিলেন। ২০১৩ সালে মারধর এবং গালিগালাজের ঘটনা ঘটেছিল দাবি করে এই ব়্যাপারের দীর্ঘদিনের বন্ধু ও হিপ হপ ব্যক্তিত্ব বিশপ ডন হুয়ানের বিরুদ্ধেও মামলা করেছেন এ নারী৷
ছবি: Willy Sanjuan/Invision/AP/picture alliance
হার্ভি ওয়াইনস্টিন
বিনোদন শিল্পে অনেকের কাছেই প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে পরিচিত ছিলেন হার্ভে ওয়াইনস্টিন৷ কিন্তু তার অন্ধকার দিকের কথা জানতেন কিছু নারী৷ অ্যাশলে জুড এবং রোজ ম্যাকগোয়ানের মতো অভিনেত্রীরা তাদের অভিজ্ঞতা প্রকাশ করার পর ওয়াইনস্টিন শুরুতে অভিযোগ অস্বীকার না করলেও পরবর্তীতে ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন৷ নিউ ইয়র্কে হওয়া ধর্ষণ এবং যৌন নির্যাতনের মামলায় সাজা হিসাবে ২৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি৷
ছবি: Angela Weiss/AFP
বিল কসবি
প্রায় অর্ধ শতক আগের নানা ঘটনাতেও অভিযোগ উঠেছে জনপ্রিয় মার্কিন অভিনেতা বিল কসবির বিরুদ্ধে৷ ১৯৮০ দশক থেকেই কসবির বিরুদ্ধে কানাঘুষা ছিল৷ ঘটনাগুলো প্রকাশ্যে আসতে শুরু করে ২০০৪ সালে৷ টেম্পল বিশ্ববিদ্যালয়ের কর্মী আন্দ্রেয়া কনস্টান্ড কসবির বিরুদ্ধে অভিযোগ করলেও পর্যাপ্ত তথ্যপ্রমাণ না থাকায় মামলা করা সম্ভব হয়নি৷ পরবর্তীতে একে একে প্রায় ৬০ জন নারী বিল কসবির বিরুদ্ধে মাদক প্রয়োগ করে ধর্ষণ করার অভিযোগ তোলেন৷
ছবি: Dennis Van Tine/STAR MAX/IPx/picture alliance
প্রিন্স অ্যান্ড্রু
ইংল্যান্ডের রাজা চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধেও রয়েছে যৌন নির্যাতনের অভিযোগ৷ মার্কিন বিনিয়োগকারী জেফ্রি এপস্টাইনের সহায়তায় অভিনেত্রী ভার্জিনিয়া রবার্টস জিউফ্রেকে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় ধর্ষণের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে তার বিরুদ্ধে৷ নারী পাচারের দায়ে এপস্টাইনের সাজা হয় ২০০৮ সালে৷ তখন থেকেই অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগের তির ধেয়ে আসছে৷ এরপরই রাজকীয় সব দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় তাকে৷
এপস্টাইনের সঙ্গে সম্পর্ক থাকা আরেক সেলিব্রিটি হিসাবে নাম এসেছে মার্কিন অভিনেতা কেভিন স্পেসিরও৷ অল্পবয়স্ক ছেলেদের হয়রানির অভিযোগ তার বিরুদ্ধে৷ ২০২০ সালে স্পেসির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেন অভিনেতা অ্যান্থনি ব়্যাপ৷ অভিযোগ, ১৯৮৬ সালে ১৪ বছর বয়সের থাকাকালীন মাতাল অবস্থায় ব়্যাপকে হয়রানি করেন স্পেসি৷ এরপর আরো অন্তত ১৫ জন একই ধরনের অভিযোগ করেন৷ স্পেসি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন৷
ছবি: zz/Dennis Van Tine/STAR MAX/IPx/picture alliance
মাইক টাইসন
১৮ বছর বয়সি ডিজায়ার ওয়াশিংটন নামের এক নারীকে ধর্ষণের অভিযোগে সাজাপ্রাপ্ত হন বক্সিং কিংবদন্তী মাইক টাইসন৷ ১৯৯২ সালে মামলার রায় ঘোষণার পর টাইসনকে তিন বছর কারাদণ্ড ভোগ করতে হয়৷ ওয়াশিংটন ছিলেন তৎকালীন মিস ব্ল্যাক রোড আয়ল্যান্ড৷
ছবি: Joe Scarnici/Getty Images
মাইকেল জ্যাকসন
১৯৯৩ সালে শিশুদের যৌন হয়রানির অভিযোগ ওঠে মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে৷ ১৯৯৪ সালে সমঝোতার মাধ্যমে এই মামলার নিষ্পত্তি হয়৷ কিন্তু ২০০৩ সালে তার বিরুদ্ধে এমন আরো সাতটি অভিযোগে মামলা দায়ের হয়৷ ২০০৫ সালে মাইকেল জ্যাকসনকে নির্দোষ বলে রায় দেয় আদালত৷
ছবি: Rusty Kennedy/AP/picture alliance
7 ছবি1 | 7
অভিযোগকারী ২৪ বছরের এক নারী সাংবাদিক। পুলিশকে তিনি জানিয়েছেন, ২ মার্চি উত্তর আর্জেন্টিনায় ভেলেজের সঙ্গে অ্যাটলেটিকো টুকুমেনের একটি খেলা ছিল। গোলশূন্য সেই খেলা শেষের পর সোসা তাকে নিজের ঘরে ডাকেন। সেখানে বাকি তিন ফুটবলারও অপেক্ষা করছিলেন বলে অভিযোগ। সেখানে তারা সকলে মিলে মদ্যপান করেন। সাংবাদিক পান করে সামান্য অপ্রকৃতিস্থ হয়ে খাটে শুয়ে পড়েন। তখন বাকিরা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
ভেলেজ ওই চার ফুটবলারকেই সাসপেন্ড করেছে। তবে গোলকিপার সোসা এই অভিযোগ অস্বীকার করেছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৮ মার্চ তিনি লিখেছেন, ''যে কোনো মানুষের শরীর এবং যৌনতার অধিকারকে আমি শ্রদ্ধা করি। কখনোই কারো উপর বলপ্রয়োগ করিনি। আশা করি আমি নিরপেক্ষ বিচার পাব।''