1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ষণের অভিযোগে নেপালে স্পিকারের পদত্যাগ

১ অক্টোবর ২০১৯

নেপালের সংসদের স্পিকার কৃষ্ণ বাহাদুর মাহারার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে৷ নিরপেক্ষ তদন্তের স্বার্থে মঙ্গলবার তিনি পদত্যাগ করেছেন৷

Nepal Parlamentsgebäude in Kathmandu
ছবি: Getty Images/AFP/P. Mathema

নেপালের কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা এবং মাওবাদীদের সঙ্গে সরকারের শান্তি আলোচনার প্রধান আলোচক মাহারার বিরুদ্ধে এক সরকারি কর্মচারী ধর্ষণের অভিযোগ আনেন৷ রবিবার রাতে স্বামী যখন ঘরে ছিলেন না তখন মাহারা তাঁকে ধর্ষণ করেন বলে ঐ নারী অভিযোগ করেছেন৷

তবে মাহারার কার্যালয় এক বিবৃতিতে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে৷ তাঁর চরিত্র হনন করতে রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযোগ আনা হয়েছে বলে দাবি করা হয়েছে৷ রবিবার বিকালে মাহারা মাত্র দুই ঘণ্টার জন্য সরকারি বাসভবনের বাইরে ছিলেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়৷

এছাড়া রবিবার সন্ধ্যায় মাহারা ঘরেই ছিলেন বলে বিবৃতিতে জানানো হয়েছে৷

বিবৃতিতে আরো বলা হয়, অভিযোগ করা ঐ নারী মাহারার কার্যালয়ে চাকরি না পেয়ে ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন৷

এদিকে, পদত্যাগপত্রে মাহারা জানিয়েছেন, অভিযোগের নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত নিশ্চিত করতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন৷

২০১৭ সালের নির্বাচনে কমিউনিস্ট পার্টি বেশি আসনে জয়লাভের পর স্পিকার নির্বাচিত হন মাহারা৷

এর আগে তিনি উপ-প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন৷

১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারের বিরুদ্ধে মাওবাদী বিদ্রোহে সক্রিয় ছিলেন মাহারা৷

জেডএইচ/এসিবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ