1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট মোশে কাতসাভ

৩০ ডিসেম্বর ২০১০

ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট মোশে কাতসাভকে শেষ পর্যন্ত ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করে তেল আভিভের একটি আদালত বৃহস্পতিবার রায় দিয়েছে৷ কয়েকজন মহিলার অভিযোগের পর, এই বিচার চলে চার বছর ধরে৷

মোশে কাতসাভছবি: AP

অভিযোগকারীদের মধ্যে কাতসাভের সাবেক কর্মীরা রয়েছেন৷ রাজধানী তেল আভিভের জেলা আদালতে বিচারক গিওর্গে কারা এক ঘন্টারও বেশি সময় ধরে রায় পড়ে শোনান৷ তিনজনের বিচারক প্যানেলের নেতৃত্ব দেন কারা৷

৬৫ বছর বয়স্ক কাতসাভকে তার বিরুদ্ধে আনীত সব ধরণের যৌন হয়রানির অভিযোগেই দোষী সাব্যস্ত করা হয়েছে৷ অভিযোগগুলোর মধ্যে রয়েছে, দুটি ধর্ষণ এবং একটি জোর খাটানোর ঘটনা৷ বিচারক তাঁর রায়ে বলেন, কাতসাভ অসততা প্রদর্শন করেছেন৷ অভিযোগকারী এক একজন মহিলা সাক্ষ্য দেন৷ তবে ঐ মহিলার নাম উল্লেখ না করে শুধু তাকে 'বিশ্বাসযোগ্য' বলে উল্লেখ করা হয়৷ তিনি বলেন, ১৯৯৮ সালে কাতসাভ যখন পর্যটন মন্ত্রী ছিলেন তখন তাকে দুইবার ধর্ষণ করেন৷ সেই সময় ঐ মহিলা তার অধস্তন কর্চারী ছিলেন৷ তিনি তার সাক্ষ্যে বলেন, কাতসাভ তার তেল আভিভ কার্যালয়ে প্রথমবার তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে তাকে বাধ্য করেন৷ এবং এরপরে জেরুসালেমের একটি হোটেলে আবারও তাকে ধর্ষণ করেন৷

বৃহস্পতিবার আদালতে ঢোকার সময়ে কাতসাভছবি: AP
দোষী সাব্যস্ত হবার পরে বৃহস্পতিবার আদালত ভবন ত্যাগ করেছেন কাতসাভছবি: AP

বিচারক কারা সকাল ৯টায় রায় পড়ে শোনানো শুরু করেন৷ এই সময়ে রূদ্ধদ্বার কক্ষে মাত্র হাতে গোনা কয়েকজন সাংবাদিককে উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়৷ ইসরায়েলে এই প্রথম সাবেক কোন প্রেসিডেন্টের বিচার অনুষ্ঠিত হল৷

এই সময়ে আদালত কক্ষের বাইরে নারী অধিকারবাদী গোষ্ঠীর কর্মীরা যৌন নির্যাতনের শিকার হওয়া মহিলাদের পক্ষে স্লোগান দেয়৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা:আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ