1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ষণ এবং অজাচারের ক্ষেত্রেও গর্ভপাত নিষিদ্ধের উদ্যোগ!

১৫ মে ২০১৯

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্য প্রায় সব ধরনের গর্ভপাত নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে৷ তবে এই আইন প্রণয়ন নিয়ে আইনি লড়াইয়ের ক্ষেত্র তৈরি হচ্ছে, যা দেশটির সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে৷

USA Senat von Alabama stimmt für fast vollständiges Abtreibungsverbot
ছবি: picture-alliance/dpa/AP/The Montgomery Advertiser/M. Welsh

মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের দেয়া গর্ভপাত বিষয়ক এক ঐতিহাসিক সিদ্ধান্তের বিরুদ্ধে এবার ঐকবদ্ধ হয়েছে দেশটির ১৪টি রাজ্য৷ ‘রো ভার্সেস ওয়েড' নামে পরিচিত সেই সিদ্ধান্তে মার্কিন সংবিধান অনুসারে গর্ভপাতের বিষয়ে একজন নারীকে কার্যত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার সুযোগ দেয়া হয়েছিল৷

মার্কিন রাজ্য আলাবামার রিপাবলিকান-সংখ্যাগরিষ্ঠ সেনেট মঙ্গলবার প্রায় সব ধরনের গর্ভপাত  বাতিলের একটি বিল পাস করেছে৷ এমনকি ধর্ষণ এবং অজাচারেরক্ষেত্রেও গর্ভপাতের সুযোগ বাতিল করা হয়েছে এই রিটে৷ এই বিল যদি রিপাবলিকান গভর্নর কে আইভি অনুমোদন করেন, তাহলে তা হবে মার্কিন যুক্তরাষ্ট্রে গর্ভপাত সংক্রান্ত সবচেয়ে কঠোর আইন৷ গভর্নর অবশ্য বিলটি অনুমোদন করবেন কিনা সেই বিষয়ে এখনো কিছু জানাননি৷ অনুমোদন করার ছয় মাসের মধ্যে তা প্রয়োগ করা যাবে৷

গর্ভপাত সংক্রান্ত এই বিল নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়েরও সম্ভাবনা রয়েছে৷ রিপাবলিকান আইনপ্রণেতারা এবং গর্ভপাতবিরোধী অ্যাক্টিভিস্টরা আশা করছেন যে, নতুন এই আইন ১৯৭৩ সালে সুপ্রিম কোর্টের দেয়া গর্ভপাত বিষয়ক ঐতিহাসিক ‘রো ভার্সেস ওয়েড' সিদ্ধান্তকে বাতিলের পথ তৈরি করবে৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিমকোর্টের দুই বিচারপতির নাম ঘোষণা করার বিষয়টি গর্ভপাতবিরোধীদের আশাবাদী করে তুলেছে৷ বিলটির সমর্থক রিপাবলিকান স্টেট সেনেটর ক্লাইড চামব্লিস স্বীকার করেছেন যে, এসব করা হয়েছে যাতে সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে ‘রো ভার্সেস ওয়েড'-কে চ্যালেঞ্জ করা যায়৷

প্রসঙ্গত, আলাবামার সেনেটে পাস হওয়া গর্ভপাতবিরোধী বিলটিতে গর্ভপাত ঘটালে ৯৯ বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তি রাখা হয়েছে৷ তবে যে নারীর গর্ভপাত করা হবে, তাঁর ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য হবে না৷ বিলটিতে শুধুমাত্র গর্ভধারণের কারণে কোনো নারী যদি স্বাস্থ্যগতভাবে চরম ঝুঁকিতে পরেন, সেক্ষেত্রে গর্ভপাত করার সুযোগ রাখা হয়েছে৷

উল্লেখ্য, গর্ভপাতের বিপক্ষে যে রিপাবলিকান আইনপ্রণেতারা ভোট দিয়েছেন, তাঁদের মধ্যে কোনো নারী ছিলেন না৷ আর ডেমোক্র্যাটরা এই বিলের বিরোধিতা করে বলেছেন যে, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এমন বিল করা হয়েছে, যেখানে নারীর স্বার্থকে বিবেচনায় নেয়া হয়নি৷

এআই/এসিবি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ