1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ধর্মগ্রিস

ধর্ষণ নিয়ে গ্রিক বিশপের মন্তব্যে তুমুল বিতর্ক

৪ সেপ্টেম্বর ২০২২

একজন গ্রিক ধর্মগুরুর মন্তব্য নিয়ে শোরগোল শুরু হয়েছে গ্রিসে৷ শুক্রবার দেশটির একটি টেলিভিশন চ্যানেলে তিনি বলেন, কোনো নারীকে সম্মতি ছাড়া ধর্ষণ করা হয় না৷ ধর্ষণ মানেই যে তা গর্ভাবস্থার দিকে যাবে বিষয়টা এমনটা নয়৷

গ্রিসের এথেন্সে অবস্থিত একটি চার্চ
গ্রিসের এথেন্সে অবস্থিত একটি চার্চ ছবি: Angelos Tzortzinis/AFP/Getty Images

গর্ভপাত নিয়ে আলোচনা প্রসঙ্গে স্কাই টিভিকে দেয়া সাক্ষাৎকারে দোদোনির বিশপ ক্রিসওসটোমোস বলেন, ‘‘নিজে থেকে না চাইলে কোনো নারীকে কখনও ধর্ষণ করা যায় না৷'' তার কথায়, ‘‘একজন নারী ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হতে পারেন না৷ সন্তান ধারণের জন্য নারীর অংশগ্রহণ প্রয়োজন৷'' ধর্ষণের ফলে নারী অন্তঃসত্ত্বা হতে পারে বলে বিশ্বাস করেন না তিনি, এ কথাও বলেন ওই বিশপ।

এই মন্তব্য ঘিরে নানা মহলে বিতর্ক শুরু হয়েছে৷ রাজনৈতিক তত্ত্বাবধায়ক, শিক্ষা ও ধর্মীয় বিষয়ক মন্ত্রী নিকি কেরামেউস ধর্মগুরুর এই মন্তব্যকে ‘অকল্পনীয় ও নিন্দনীয়' বলে উল্লেখ করেছেন৷

নিকির দাবি, ‘‘(এটি) নিষ্ঠুর প্রক্রিয়ায় সমাজকে বিক্ষুব্ধ করে তুলবে৷ গির্জার মনোভাবের সঙ্গে এ মন্তব্য অসঙ্গতিপূর্ণ৷ নির্যাতন ও ধর্ষণের শিকার নারীদের প্রতি গির্জার সহানুভূতি রয়েছে৷’’

যদিও গ্রিক সংবিধান অনুসারে রক্ষণশীল বিশ্বাসকে রক্ষা করার দায়িত্ব গ্রিসের গির্জার৷ কট্টর, রক্ষণশীল পন্থাতেই তারা বিশ্বাসী৷

সমকামী সম্পর্ক, বিবাহপূর্ব যৌনতা এবং গর্ভপাতেরও বিরোধিতা করে গ্রিসের রক্ষণশীল গির্জা৷ করোনা মহামারি চলাকালীন সেবামূলক কাজেও বাধা দিয়েছিল তারা৷ গর্ভপাতকে ‘অপরাধ' বলে মনে করে তারা৷

তিনি সাক্ষাৎকারে বলেন, ‘‘নিম্ন জন্মহারের মধ্য দিয়ে যাচ্ছি৷ তাই গর্ভপাত বরদাস্ত করা যায় না৷’’ ওই ধর্মগুরুর দাবি, ‘‘গর্ভপাত একটি অপরাধ৷’’

আরকেসি/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ