1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ষণ নিয়ে হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি

১২ এপ্রিল ২০১৮

এক নাবালিকার ধর্ষণকে কেন্দ্র করে জম্মুতে সাম্প্রদায়িক বিভাজনের অশনিসংকেত৷ ওদিকে ধর্ষিতা ও নিহত মেয়েটি যে বাখরওয়াল সম্প্রদায়ের, তারা হারাতে পারে অরণ্যের অধিকার৷

Indien Vergewaltigung Uttar Pradesh Proteste
ছবি: picture-alliance/dpa

ঘোড়াকে ঘাস খাওয়াতে জঙ্গলে নিয়ে গিয়েছিল আট বছরের মেয়ে আসিফা৷ তার আর বাড়ি ফেরা হয়নি৷ যাযাবর বাখরওয়াল উপজাতির এই নাবালিকাকে এক সপ্তাহ ধরে গণধর্ষণ করে দুষ্কৃতীরা৷ তারপর না খাইয়ে ধর্মস্থানে আটকে রাখে৷ এখানেই শেষ নয়৷ বেহুঁশ করে খুন করার আগে আবারো ধর্ষণ করা হয় মেয়েটিকে৷

জম্মু ও কাশ্মীরের জোট সরকারের শরিক বিজেপি৷ তারা ইসলাম ধর্মালম্বী গুজ্জর­ বাখরওয়ালদের অধিকার কেড়ে নিতে চায় বলে অভিযোগ উঠেছে৷ এই দুই গোষ্ঠীর জনসংখ্যা কাশ্মীরের ১১ শতাংশ৷ গুজ্জররা দুধ ব্যবসায় নিযুক্ত হলেও বাখরওয়ালরা মূলত অরণ্যবাসী, যাযাবরের জীবনযাপন করে৷ এদের সঙ্গে জম্মুর সংখ্যাগুরু হিন্দুদের বিভাজন টানার রাজনৈতিক চেষ্টা চলছিলই৷ আর তাতে এবার ঘি ঢাললো আসিফার ধর্ষণ ও খুনের ঘটনা৷ জম্মু ও কাশ্মীর পুলিশের ক্রাইম ব্রাঞ্চ নাবালিকার গণধর্ষণ ও খুনের যে ১৫ পাতার চার্জশিট পেশ করেছে, তাতে ঘটনার ভয়াবহতা উঠে এসেছে৷ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক নাবালকসহ আটজনকে গ্রেপ্তার করেছে৷ অভিযুক্তদের মধ্যে আছে৷ দীপক খাজুরিয়া নামের এক স্পেশ্যাল পুলিশ অফিসারও৷ যাযাবর সম্প্রদায়টিকে এলাকাছাড়া করতেই নাকি তাদের এই ঘৃণ্য ছক৷

১৭ জানুয়ারি জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় আসিফার দেহ উদ্ধার হয়েছে৷ এই আড়াই মাসের  তদন্তে পুলিশ যে তথ্য পেয়েছে, তাতে এই ধর্ষণ ও খুনের ঘটনার তুলনাদিল্লির নির্ভয়া কাণ্ডের সঙ্গে হতেই পারে৷ ‘নির্ভয়া কাণ্ড' নাগরিক সমাজে যে প্রতিবাদের ঝড় তুলেছিল, তাতে ভারতের ধর্ষণবিরোধী আইনেও পরিবর্তন এসেছিল৷ কিন্তু কাঠুয়া গণধর্ষণে তা কই? বরং হিন্দুত্ববাদীরা একে সাম্প্রদায়িক বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে৷

এমনকি জম্মু হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভূমিকাও কড়া সমালোচনার মুখে পড়েছে৷ ধর্ষণ ও খুনের অভিযোগে ধৃতরা হিন্দু হওয়ায় আইনজীবীরা পুলিশকে চার্জশিট পেশ করতে বাধা দিয়েছে৷ আর এই বার অ্যাসোসিয়েশন সামনে রেখে বিজেপি কলকাঠি নাড়ছে বলে অভিযোগ৷ বারের ডাকে বুধবার বনধ পালিত হয়েছে জম্মুতে৷

রাজ্যের বনমন্ত্রী বিজেপি নেতা চৌধুরী লাল সিং বলেছেন, অরণ্য তিনি দখলমুক্ত করবেন৷ বনে চাষবাস করতে দেবেন না৷ অভিযোগ উঠছে, এই পরিকল্পনার লক্ষ্য যাযাবর বাখরওয়ালরা, যারা বছরভর বিভিন্ন অরণ্যে ঘুরে বেড়ায়, পশুপালন করে নিজেদের বাঁচার রসদ সংগ্রহ করে৷

রাজ্য সরকারে বিজেপির জোটসঙ্গী পিডিপির ভোটার এই সুন্নি মুসলিমরা৷ তাই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এ নিয়ে বিশেষ উচ্চবাচ্য করেননি৷ গুজ্জর বাখরওয়ালদের বক্তব্য, কেন্দ্রীয় উপজাতি আইন অনুসারে আদিবাসীদের অরণ্যের অধিকার কেড়ে নেওয়া যাবে না৷ এ নিয়ে রাজ্য সরকার পদক্ষেপ নিলে মামলা আদালত পর্যন্ত গড়াতে পারে৷

একদিকে উত্তর প্রদেশের উন্নাও  গণধর্ষণে মূল অভিযুক্ত বিজেপি বিধায়ক দেদার ঘুরে বেড়াচ্ছে আর অন্যদিকে আসিফার সম্প্রদায় অধিকার হারানোর পথে৷ প্রশ্ন ওঠে, সত্যিই কি ‘বেটি বাঁচাও, বেটি পড়াও'-এর দেশ ভারত?  এর মধ্যেই কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলছেন, ‘বিজেপিসে বেটি বাঁচাও', অর্থাৎ বিজেপির হাত থেকে মেয়েদের বাঁচাও!

পিএস/এসিবি (ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ