1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ষণ-বিরোধী বিল

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১৪ মার্চ ২০১৩

ধর্ষণ-বিরোধী কড়া আইন প্রণয়নের খসড়া বিলে ভারতের মন্ত্রিসভা সবুজ সঙ্কেত দিয়েছে৷ এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে খুঁটিনাটি বিষয়ে মতভেদের কারণে তা ঝুলে ছিল৷ বৃহস্পতিবার তা সংসদে পেশ করার কথা৷

ছবি: Reuters

ধর্ষণ-বিরোধী কড়া আইনের খসড়া বিলটি ভারতের মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে৷ বৃহস্পতিবার সংসদে তা পেশ করা হবে৷ ধরে নেয়া হলো, যৌন অপরাধের বিরুদ্ধে আইন কড়া করতে ফৌজদারি আইন সংশোধনী সংসদে পাশ হলো৷ তারপর যে সব প্রশ্ন থেকে যায় তা হলো, এতে কি নারী নিগ্রহ রোধ করা যাবে? কারণ আইন করাই শেষ কথা নয়, আইনের উপযুক্ত প্রয়োগ সমান গুরুত্বপূর্ণ৷

পাশাপাশি দরকার নাগরিক সমাজের মানসিকতার পরিবর্তন৷ দরকার অপরাধীর দ্রুত বিচার ও শাস্তি৷ গত বছরের ১৬ই ডিসেম্বর দিল্লির চলন্ত বাসে ২৩ বছরের মেডিক্যাল ছাত্রী ‘নির্ভয়া'র গণধর্ষণের ঘটনার জেরে যে গণজাগরণ দেশের মানুষ দেখেছে, সেই চেতনাকে প্রজ্বলিত রাখতে হবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে, মনে করেন সমাজতাত্ত্বিকরা৷

সামাজিক মানসিকতার পরিবর্তন একদিনে আসে না, একথা ঠিক৷ মহিলাদের প্রতি সম্মানবোধ গড়ে তুলতে হবে শিশু বয়স থেকে৷ সেই দায়িত্ব বাবা-মায়ের এবং শিক্ষকদের৷ তাতেও কি মহিলাদের বিরুদ্ধে অপরাধ নির্মূল হয়ে যাবে? তা হয়ত যাবে না, কিন্তু একটা সুস্থ স্তরে আসবে৷ এক সমীক্ষায় দেখা গেছে, ভারতে প্রতি ৩০ মিনিটে একটি নারী নিগ্রহের ঘটনা ঘটছে৷

খসড়া বিলে যে সব বিষয়ে মতভেদ ছিল, তা দূর করা হয়েছে৷ যেমন ‘ধর্ষণ' শব্দটির পরিবর্তে ‘নারী নিগ্রহ' শব্দ ব্যবহার করা সুপারিশ করেছিল আইন মন্ত্রক৷ তা শেষপর্যন্ত গ্রাহ্য হয়নি৷ সম্মতি সাপেক্ষে যৌন সম্পর্কের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ধরা হয়েছিল ১৮ বছর, তা কমিয়ে বিলে রাখা হয়েছে ১৬ বছর৷ মেয়েদের পিছু নেয়াকেও কঠোর শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হয়েছে৷

বিলে অন্য যেসব বিষয়ের ওপর জোর দেয়া হয়েছে, তা হলো পুলিশের দায়বদ্ধতা বাড়ানো, মহিলা পুলিশ ও থানার সংখ্যা বাড়ানো, ধর্ষণকাণ্ডের তদন্ত প্রক্রিয়া মজবুত করা,সাক্ষীদের নিরাপত্তা সুনিশ্চিত করা ইত্যাদি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ