1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধভারত

ধর্ষণ হয়নি, বললো পোস্ট মর্টেম রিপোর্ট

৪ জানুয়ারি ২০২৩

দিল্লির তরুণীকে ধাক্কা মেরে ১২ কিলোমিটার টেনে নিয়ে গিয়েছিল গাড়ি। পোস্ট মর্টেম রিপোর্ট বলছে, তাকে ধর্ষণ করা হয়নি।

ছবি: Nasir Kachroo/NurPhoto/picture alliance

বর্ষবরণের রাতে ভয়ংকর এই দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছিল দিল্লিবাসীকে। পরিবারের মানুষ অভিযোগ করেছিলেন, ২০ বছর বয়সিকে যৌন নির্য়াতন করে গাড়ি নিচে ফেলে দেয়া হয়। কিন্তু পোস্ট মর্টেম রিপোর্ট বলছে, যৌন হেনস্থা বা ধর্ষণ হয়নি। তবে ভয়ংকরভাবে মেয়েটির দেহ টেনে নিয়ে যাওয়া হয়েছিল। 

তার মাথার ঘিলু ছিল না। পুরো মাথা হাঁ হয়েছিল। শিরদাঁড়া ভাঙা। বুকের পাঁজর পিছনের দিকে চলে গেছিল। দেহের চাম়রার সঙ্গে মাটি ঘষটে কালো পোড়া দাগ হয়েছিল। অঞ্জলির দেহ বিবস্ত্র ছিল।

গাড়ির চালক ও আরোহীদের গ্রেপ্তার করা হয়েছে। তারা জানিয়েছে, তারা জানতই না যে, তরুণী গাড়ির নিচে পড়ে গেছেন এবং তার দেহ নিয়েই গাড়ি চলছে। পরে তারা বুঝতে পারেন, গাড়ির নিচে কিছু আছে। গাড়ি থেকে নেমে দেখেন তরুণীর দেহ। ভয়ে সেই দেহ পেলে রেখে তারা পালান।

পুলিশ গাড়ির সিট থেকে কয়েকটি মদের বোতল পেয়েছে। চালক ও আরোহীদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।

জিএইচ/এসজি (পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ