1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রবিন দত্ত

২ এপ্রিল ২০১২

জার্মানির ফুটবল জগতে বাঙালি বংশোদ্ভূত কোচ রবিন দত্তের উত্থান ছিল দেখার মতো৷ কিন্তু লেভারকুজেন ক্লাবের একের পর এক ব্যর্থতার জের ধরে তাঁকে লেভারকুজেন ক্লাবের কোচ হিসেবে বিদায় নিতে হলো৷

Leverkusen's head coach Robin Dutt reacts during the German first division Bundesliga soccer match between FC Schalke 04 and Bayer Leverkusen in Gelsenkirchen, Germany, Saturday, March 24, 2012. (Foto:Martin Meissner/AP/dapd) NO MOBILE USE UNTIL 2 HOURS AFTER THE MATCH, WEBSITE USERS ARE OBLIGED TO COMPLY WITH DFL-RESTRICTIONS, SEE INSTRUCTIONS FOR DETAILS.
সমর্থকেরা কোচ রবিন ‘ডুট' বা দত্তকেও রেহাই দেয়নিছবি: dapd

পর পর পাঁচটা ম্যাচে পরাজয়ের ধাক্কা সামলাতে পারলো না লেভারকুজেন৷ বিশেষ করে ফ্রাইবুর্গ'এর মতো টিমের কাছে ০-২ গোলে হারার পর ধৈর্যের বাঁধ ভেঙে পড়লো৷ মাঠে খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের অভাব দর্শকদেরও চোখে পড়ছিল৷ দলের সমর্থকদের ব্যঙ্গ-বিদ্রুপের ফলে তাদের মনোবলে আরও ধাক্কা খাচ্ছিল৷ সমর্থকেরা কোচ রবিন ‘ডুট' বা দত্তকেও রেহাই দেয় নি৷ এমন ব্যঙ্গ্যাত্মক গান গেয়েছে, যেন ক্লাব প্রতিযোগিতা জিতে বসে আছে৷ এই অবস্থায় ক্লাবের প্রধান কর্মকর্তা ভল্ফগাং হলৎসহয়জার রবিবার বলেন, এবার কিছু একটা না করলে চলছিল না৷ আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলিতে দলকে এভাবে তলিয়ে দিতে যাওয়া বড়ই কঠিন৷ তবে খেলোয়াড়দের সঙ্গে কোচের সম্পর্কের অবনতি সংক্রান্ত যে গুজব শোনা যাচ্ছিল, তা পুরোপুরি ভুল বলে দাবি করেন হলৎসহয়জার৷ রবিন দত্তকে বিদায় জানাতে তাঁর খুবই কষ্ট হচ্ছে, বলেন তিনি৷

রবিন দত্তের উত্থান ছিল দেখার মতোছবি: picture alliance/augenklick/firo Sportphoto

ক্লাবের ব্যর্থতার ফলে রবিন দত্ত নিজেও মর্মাহত৷ এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন৷ সেখানে উত্তরসুরি দুই কোচ – লিভারপুল দলে খেলা ফিনল্যান্ডের খেলোয়াড় সামি হ্যুপিয়ে ও সাশা লেভানদভস্কি'র সামনেই তিনি বলেন, ‘‘আমি সামনের দরজা দিয়ে এই ক্লাবে প্রবেশ করেছি, সামনের দরজা দিয়েই ক্লাব ত্যাগ করবো৷ এই বিচ্ছেদের কারণ বোঝা কঠিন নয়৷ লেভারজুজেন'এর কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি৷'' মাত্র ২৭৫ দিন কোচ হিসেবে দায়িত্ব পালন করে এমন বিদায়ের ফলে খুবই কষ্ট পেয়েছেন তিনি৷ তবে খেলোয়াড়দের প্রতি কোনো অভিযোগ নেই, বলেন রবিন দত্ত৷

রবিন দত্তকে সরালেও তাঁর দায়িত্ব একজনের হাতে তুলে না দিয়ে দুই জন কোচ'কে নিয়োগ করছে লেভারকুজেন৷ হ্যুপিয়ে বলেছেন, এবার দলকে আবার জয়ের পথে নিয়ে আসার চেষ্টা শুরু করতে হবে৷ তিনি লেভারকুজেন দলের খেলোয়াড়দের মধ্যে আবার আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে চান৷ দেরি না করে মঙ্গলবারই এই জোড়া কোচ কাজ শুরু করবেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন/ডিপিএ, এসআইডি
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ