1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোবাইলে সারের পরিমাণ জানবেন ধানচাষীরা

২৭ ডিসেম্বর ২০১১

মোবাইলের নানারকম ব্যবহারের সঙ্গে যোগ হতে যাচ্ছে আরও একটি৷ অবশ্য এটা কৃষকদের জন্য৷ তাঁরা চাইলে মোবাইল ব্যবহার করে ধান চাষের জন্য কতটুকু সার প্রয়োজন সেটা জানতে পারবেন৷

ফাইল ফটোছবি: DW/Swapan

এই বিষয়টি নিয়ে কাজ করছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, ইরি৷ সংস্থার বাংলাদেশ প্রধান ড. জয়নুল আবেদিন বলেন, ‘‘কৃষক যখন ফোন করবে তখন কম্পিউটার তাকে দশটি প্রশ্ন করবে৷ এগুলোর উত্তরের উপর ভিত্তি করে সারের পরিমাণ নির্ধারণ করা হবে৷ তারপর সেটা এসএমএস বা ক্ষুদে বার্তার মাধ্যমে কৃষকের কাছে পাঠিয়ে দেয়া হবে৷''

আবেদিন বলেন, ফোন কলটা বিনামূল্যের করা যায় কি না সেটা নিয়ে সরকার ও মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে আলোচনা চলছে৷ এছাড়া প্রশ্নগুলো কেমন হবে সেটা নিয়েও আরো চিন্তাভাবনা করা হচ্ছে৷ এসব প্রক্রিয়া শেষে আগামী ছয়-সাত মাসের মধ্যে প্রকল্পটা শুরু করা সম্ভব হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি৷ ইতিমধ্যে ফিলিপাইনের কৃষকরা এই প্রক্রিয়ায় উপকৃত হচ্ছেন৷

তবে সমস্যা হচ্ছে, শুধুমাত্র অ্যানরয়েড ফোন থেকেই এই সুবিধাটা পাওয়া যাবে৷ কিন্তু সব ধরণের ফোন ব্যবহার করেই যেন কৃষকরা তথ্য পেতে পারেন সেজন্য প্রোগ্রামাররা কাজ করছেন বলে জানান ইরি'র ঐ কর্মকর্তা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ