1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে ন্যাটো

২৮ নভেম্বর ২০১২

বুধবার জার্মান মন্ত্রিসভা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সূচি স্থির করেছে৷ সে দেশে স্থায়ী শান্তির স্বার্থে তালেবানের সঙ্গে সংলাপের পথ খুলে রাখার পক্ষে সওয়াল করছে বার্লিন৷

ছবি: picture-alliance/dpa

২০১৪ সালে ন্যাটোর নেতৃত্বে আইসাফ বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাবে, এই সিদ্ধান্ত স্থির হয়ে গেছে৷ জার্মানি এবার সেই সিদ্ধান্ত কার্যকর করার নির্দিষ্ট সময়সূচি স্থির করতে শুরু করেছে৷ এক ধাক্কায় নয় – ধাপে ধাপে সৈন্য কমাতে চায় চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কল'এর সরকার৷

Germany: plan to cut troop numbers in Afghanistan # 28.11.2012 13 Uhr # afghan11c # journal englisch

00:56

This browser does not support the video element.

২০১৪ সালে অভিযান শেষ হওয়ার পর স্থানীয় বাহিনীর প্রশিক্ষণের লক্ষ্যে কিছু জার্মান সৈন্য অবশ্য সে দেশে সক্রিয় থাকবে৷ এই মুহূর্তে আফগানিস্তানে প্রায় ৪,৬০০ সৈন্য মোতায়েন রয়েছে৷ বুধবার জার্মান মন্ত্রিসভা স্থির করেছে, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে ১,৩০০ জার্মান সৈন্য দেশে ফিরে আসবে৷ তারপর অবশিষ্ট থাকবে প্রায় ৩,৩০০ সৈন্য৷ মন্ত্রিসভার সিদ্ধান্তের পর জার্মান সংসদের নিম্ন কক্ষ বুন্ডেসটাগ'কেও নতুন ম্যান্ডেট অনুমোদন করতে হবে৷ জার্মান উন্নয়ন সাহায্য মন্ত্রী ডির্ক নিবেল বলেছেন, সেনা প্রত্যাহার সত্ত্বেও আফগানিস্তানে কর্মরত জার্মান উন্নয়ন সাহায্য কর্মীদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোশ করা হবে না৷

জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে বলেছেন, আফগানিস্তান অভিযানের সমাপ্তির সময় ক্রমশ এগিয়ে আসছে৷ আফগানিস্তানের উত্তরে যে সব এলাকায় জার্মান সৈন্যরা মোতায়েন রয়েছে, সেখানে নিরাপত্তা পরিস্থিতির উন্নতির প্রচেষ্টা চলতে থাকবে, বলেন তিনি৷ সেইসঙ্গে মানবাধিকার রক্ষা ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়াও জরুরি বলে মনে করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী৷ ভেস্টারভেলে বলেন, স্থায়ী শান্তির জন্য চাই এক রাজনৈতিক প্রক্রিয়া, যার আওতায় আফগান সমাজের বিভিন্ন শক্তির মধ্যে বোঝাপড়ার প্রয়োজন হবে৷ উল্লেখ্য, সম্প্রতি কাবুল ব্যাংকে কেলেঙ্কারির প্রেক্ষাপটে আফগানিস্তানের ক্ষমতাকেন্দ্রে দুর্নীতি ও স্বজনপোষণ নিয়ে দুশ্চিন্তা আরও বেড়ে গেছে৷

আফগানিস্তানে জার্মান সৈন্যদের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী দেমেজিয়েরছবি: picture-alliance/dpa

শুধু সৈন্য প্রত্যাহার নয়, আফগানিস্তানের বর্তমান ও ভবিষ্যতের একটা রূপরেখাও তৈরি করেছে জার্মানি৷ জার্মান মন্ত্রিসভা এই মর্মে একটি রিপোর্ট প্রকাশ করেছে৷ জার্মান পররাষ্ট্র, প্রতিরক্ষা, উন্নয়ন সাহায্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই যৌথ রিপোর্ট অনুযায়ী তালেবানের সঙ্গে অ্যামেরিকার সংলাপের প্রচেষ্টা ব্যর্থ হলেও আলোচনার পথ এখনো পুরোপুরি বন্ধ হয় নি৷ তালেবানের একটা অংশ এই প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে৷

এসবি/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ