1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুনে শহরে হামলা

২ আগস্ট ২০১২

বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের পুনে শহর কেঁপে উঠলো ধারাবাহিক বিস্ফোরণে৷ তবে কেউ মারা যায় নি৷ আহত দু’জন৷ ৪৫ মিনিটের ব্যবধানে চারটি বিস্ফোরণ হয়৷ প্রাথমিক তদন্তে সন্দেহের আঙুল ইন্ডিয়ান মুজাহিদিন ও সন্ত্রাসী সংগঠন সিমির দিকে৷

Indian police inspects the scene of an explosion outside a German bakery business close to the Osho Ashram in Pune, India, Sunday, Feb. 14, 2010. A powerful explosion rocked the bakery in the western Indian city of Pune on Saturday, killing at least eight people and injuring dozens others, an official said. (AP Photo/Rafiq Maqbool)
ছবি: AP

ফের ধারাবাহিক বিস্ফোরণ মহারাষ্ট্রের পুনে শহরের ব্যস্ততম জংলি মহারাজ রোড এলাকায়৷ পর পর তিনটি এবং চতুর্থটি একটু দূরে গারওয়ার রোডে৷ তবে বিস্ফোরণের তীব্রতা ছিল কম৷ বোমাগুলি রাখা ছিল সাইকেলে এবং ডাস্টবিনে৷ দুটি বোমা রাখা ছিল একটি বহুজাতিক ফুড চেনের দোকানের কাছে৷ সেগুলি নিষ্ক্রিয় করে দেয় অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডের বম্ব ডিসপোজাল স্কোয়াড৷ ফরেনসিক বিশেষজ্ঞরা বলেছেন, বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর. কে সিং সংবাদ মাধ্যমকে বলেন, প্রাথমিক তদন্তে যে তথ্য উঠে এসেছে, তাতে বলা যায় এটা একটা পরিকল্পিত কাজ৷ রাত সাড়ে সাতটা থেকে সোয়া আটটা – এই ৪৫ মিনিটের মধ্যে ৫০০ মিটার এলাকায় পর পর চারটি বোমা বিস্ফোরিত হয়েছে৷

এই বিস্ফোরণের পেছনে কোন জঙ্গি সংগঠন জড়িত, তা নিশ্চিতভাবে শনাক্ত করা না গেলেও জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এবং গোয়েন্দা বিভাগের সন্দেহ নিষিদ্ধ সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন এবং তার সহযোগী গোষ্ঠী সিমির দিকে৷ যে দুটি বোমা নিষ্ক্রিয় করা হয়, সেগুলি ছিল সিসিটিভি ক্যামেরার নীচে৷ কিন্ত সিসিটিভি ক্যামেরা কাজ না করায় পুলিশ কোনো সূত্র পায়নি৷ পুনে বিস্ফোরণের পর দেশের ১৪টি বড় শহরে লাল সতর্কতা জারি করা হয়৷ দিল্লির সীমান্ত সিল করে দেয়া হয়৷ রাস্তায় রাস্তায় বসানো হয় ব্যারিকেড৷ এছাড়া, আন্না হাজারের অনশন মঞ্চের আশপাশে নিরাপত্তা এবং তল্লাসি বাড়ানো হয়েছে৷

উল্লেখ্য, প্রায় আড়াই বছর আগে জার্মান বেকারি বিস্ফোরণের ভয়াবহ স্মৃতি এখনও হারিয়ে যায়নি৷ ঐ বিস্ফোরণে মারা গিয়েছিল ১০ জন৷ সম্প্রতি ধরা পড়া সন্ত্রাসী আবু জিন্দলকে জেরা করে গোয়েন্দারা পুনেতে সন্ত্রাসী হামলার সম্ভাবনার কথা জানতে পারেন৷

ঐ এলাকার একটি সাইকেল দোকানের মালিক এবং কর্মচারিকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে৷ মনে করা হচ্ছে, বিস্ফোরণের কাজে ব্যবহৃত সাইকেল ঐ দোকান থেকেই কেনা৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ