1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধার ও গরু বিক্রি করে পোশাক শ্রমিকদের বেতন, বোনাস পরিশোধ

২ মে ২০২২

গাজীপুরের এক পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ শুরু হলে মালিক পক্ষ টাকা ধার ও খামারের গরু বিক্রি করে বেতন ও ঈদ বোনাস পরিশোধ করে৷

ফাইল ছবি৷ ছবি: bdnews24.com/M.Z. Ovi

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, শহরের ভোগড়া এলাকায় জিম অ্যান্ড জেসি কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকদের রোববার সন্ধ্যায় এভাবে বেতন, বোনাস দেয়া হয়।

ওই কারখানার শ্রমিকরা এপ্রিলের বেতন ও ঈদ বোনাস না পেয়ে শনিবার দুপুর থেকে কারখানার ভেতরে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট শুরু করে। তারা শনিবার কারখানার ভেতরেই রাত যাপন করেন এবং পানি ও বিস্কুট খেয়ে সেহেরি ও ইফতার করেন।

ওয়াসিউজ্জামান বলেন, এমন পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে রোববার সকাল থেকে জিম অ্যান্ড জেসি কম্পোজিট লিমিটেড কারখানার মালিক পক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়। পরে বিকেএমইএ শ্রমিকদের বোনাসের জন্য ১০ লাখ টাকা মালিককে ধার হিসেবে দেয়।

এছাড়া শ্রমিকদের উপস্থিতিতে কারখানার পাশে থাকা মালিকের গরুর খামারের ৯টি গরু বিক্রি করে ৭ লাখ ৫০ হাজার টাকা এবং মালিকের নিজস্ব ৪ লাখ ৮৯ হাজার টাকাসহ মোট ২২ লাখ ৩৯ হাজার টাকার ব্যবস্থা করা হয়।

পরে কারখানার ৫৪৪ জন শ্রমিকের প্রত্যেককে ৪ হাজার টাকা করে এবং তিন ঠিকাদারকে ৬০ হাজার টাকা দেওয়া হয়।

তিনি আরও বলেন, এক শ্রমিক অনুপস্থিত থাকায় তার জন্য ৭ হাজার টাকা কারখানার অ্যাকাউন্টস অফিসারের কাছে জমা রাখা হয়েছে। বেতন-বোনাস পাওয়ার পর আন্দোলনরত শ্রমিকরা হাসিমুখে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ির পথ ধরেন।

এএস/ এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)

রানা প্লাজা দুর্ঘটনা কি পোশাক খাতে পরিবর্তন এনেছে?

03:48

This browser does not support the video element.

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ