1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রবৃদ্ধির পথে ইউরো এলাকা

৬ নভেম্বর ২০১৩

মঙ্গলবার ব্রাসেলসে ইউরোপীয় কমিশন ইইউ তথা ইউরো এলাকার অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে বেশ কিছু তথ্য-পরিসংখ্যান প্রকাশ করেছে৷ বৃহস্পতিবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক আরও তথ্যের ভিত্তিতে আর্থিক ‘স্টিমিউলাস’-এর ঘোষণা করতে পারে৷

ছবি: dapd

মঙ্গলবারই ইউরোপীয় কমিশন ইইউ এলাকার অর্থনীতির বর্তমান চালচিত্র প্রকাশ করেছে৷ প্রায় ১৮ মাসের মন্দা কাটিয়ে ইউরোপের অর্থনীতি আবার প্রবৃদ্ধির পথে চলতে শুরু করেছে৷ ২০১৪ সালে পরিস্থিতির আরও উন্নতির পূর্বাভাষ দিচ্ছে কমিশন৷ তাদের মতে, ইউরো এলাকায় চলতি বছরে শূন্য দশমিক চার শতাংশ সংকোচনের পর প্রবৃদ্ধি শুরু হবে৷ ২০১৪ সালে ১ দশমিক ১ শতাংশ এবং ২০১৫ সালের মধ্যে ১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির আশা করছে কমিশন৷

তবে ইউরো এলাকার চরম বেকারত্ব নিয়ে কোনো সুখবর এদিন শোনা যায়নি৷ বরং চলতি বছরে বেকারত্বের হার ১২ দশমিক ২ শতাংশ আগামী বছরও অপরিবর্তিত থাকবে বলে কমিশন আশঙ্কা করেছে৷ বিশেষ করে, স্পেনে এই পরিস্থিতি সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে৷

এদিকে ২০১৫ সালের মধ্যে ইইউ দেশগুলিতে বাজেট ঘাটতির মাত্রা নিয়ন্ত্রণে আনার যে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, সেক্ষেত্রে অগ্রগতি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে কমিশন৷ বিশেষ করে ফ্রান্স ও স্পেন এক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছে৷ অর্থাৎ সব মিলিয়ে ধীর গতিতে উন্নতির পথে এগিয়ে চলেছে ইউরোজোন

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক আর্থিক স্টিমিউলাস দিতে পারে, এমন আশায় সোমবার ইউরোপের পুঁজিবাজারের সূচক গত ৫ বছরে রেকর্ড মাত্রায় পৌঁছেছিল৷ বৃহস্পতিবার ইসিবি-র এক বৈঠকে অর্থনীতিকে চাঙ্গা করতে পদক্ষেপের ঘোষণা করা হতে পারে বলে অনেকে মনে করছে৷ এছাড়া ইউরোপের শিল্পক্ষেত্রে উৎপাদন বেড়ে চলায় ইউরো-র বিনিময় মূল্যের হারও বেড়েছে৷

স্পেন, ইটালি, গ্রিসের মতো দেশগুলি চাপে পড়ে সংস্কার ও সরকারি স্তরে ব্যয় সংকোচন করে কিছুটা বাহবা কুড়ালেও এই সব অপ্রিয় সিদ্ধান্ত সত্ত্বেও অর্থনীতির কোনো উন্নতি দেখা যাচ্ছে না৷ স্পেনের বাজেট ঘাটতি ২০১৬ সাল পর্যন্ত বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ২০১৪ সালে বাজেট ঘাটতির মাত্রা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে গ্রিস৷ আন্তর্জাতিক দাতাদের সঙ্গে আপাতত দরকষাকষি চলছে৷ ইটালির অর্থমন্ত্রী বলেছেন, ইউরোপের প্রবৃদ্ধির পথে ইউরো-র উচ্চ বিনিময় মূল্য একটা বড় সমস্যা৷ এর ফলে বাণিজ্যের ক্ষেত্রে ইউরোপের অসুবিধা থেকে যাচ্ছে৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ