1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধূমপান নিয়ন্ত্রণে আইন

১৪ অক্টোবর ২০১৩

ধূমপান নিয়ন্ত্রণে নতুন প্রস্তাব পাস হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে৷ প্রস্তাব অনুযায়ী, ধূমপানজনিত রোগের একটি ‘গ্রাফিক’ ছবি থাকবে ৬৫ ভাগ সিগারেটের প্যাকেটে৷ এর ফলে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে৷

ছবি: Imago/teutopress

অস্ট্রেলিয়ায় সিগারেটের প্যাকেট দেখলেই আপনি চমকে উঠবেন৷ ঝাঁঝরা হওয়া ফুসফুস, ঘোলাটে চোখ, প্রিমেচিউর শিশু বা অকাল প্রসূত শিশুর গ্রাফিক ছবি দেয়া আছে এসব প্যাকেটে৷ যা আপনাকে ধূমপান থেকে বিরত রাখার জন্য যথেষ্ট৷

তরুণদের মধ্যে ধূমপানের প্রবণতা সবচেয়ে বেশি৷ আর একারণেই অস্ট্রেলিয়ায় ধূমপায়ীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এই উদ্যোগ নেয়া হয়েছে৷ প্যাকেটে এসব ভয়াবহ ছবি দেয়ার ফলও পেয়েছে তারা হাতে নাতে৷ ধূমপায়ীর সংখ্যা কমে গেছে ১৫ ভাগ৷

ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে পাস হওয়া প্রস্তাব অনুযায়ী, ৬৫ ভাগ সিগারেটের প্যাকেটে ধূমপানজনিক ভয়াবহ রোগের ছবি সংযুক্ত থাকবে৷ এছাড়া ইলেকট্রনিক সিগারেটের বিজ্ঞাপনের ব্যাপারে সীমাবদ্ধতা প্রয়োগে একমত হয়েছেন তারা৷ তবে চিকিৎসার ব্যাপারে এর ব্যবহার একেবারেই নাকচ হয়ে গেছে৷ ব্যাটারি চালিত এই ইলেকট্রনিক সিগারেটটি নিকোটিনকে বাষ্পে পরিণত করে, যেটি ব্যবহারকারীর জন্য কম ক্ষতিকর বলে ধারণা করা হয়৷ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ই-সিগারেট তাঁদের জন্য ভালো, যাঁরা সিগারেট ছাড়ার চেষ্টা করছেন৷ স্লিম সিগারেটের উপর নিষেধাজ্ঞার ব্যাপারটি নাকচ হয়েছে ভোটাভুটিতে৷

নিষিদ্ধ হয়েছে মেন্থল এবং অন্য ফ্লেভারড সিগারেটও৷ ইউরোপীয় পার্লামেন্টে মঙ্গলবার ভোটাভুটি হয়৷ দীর্ঘদিনের তর্ক-বিতর্ক এবং আলোচনা-সমালোচনার পর পাস হলো প্রস্তাবটি৷ তবে সংবেদনশীল কয়েকটি বিষয় বিবেচনা করার ব্যাপারে একমত হয়েছে পার্লামেন্ট৷ আইন বাস্তবায়ন করার আগে ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশের সরকারের সাথে সমঝোতায় পৌঁছাতে এখনও কাজ করা বাকি৷ এ বছরের শেষ নাগাদ এটি সম্পন্ন হবে বলে মনে করছেন কূটনীতিকরা৷

ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা তামাকবিরোধী ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে সোচ্চার, কেননা এটা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে৷ এমনকি তরুণরা যাতে প্যাকেটের চাকচিক্য, ই-সিগারেট এবং ফলের স্বাদের ও গন্ধের সিগারেট না খায় সে ব্যবস্থা করতেই এ উদ্যোগ বলে জানালেন তাঁরা৷

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা, তামাক খামারগুলোর উপর সীমাবদ্ধতা, বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞার কারণে গত একদশকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ধূমপায়ীর সংখ্যা ৪০ ভাগ কমে এসেছে৷

এক বছরে ধূমপানজনিত রোগের চিকিৎসার জন্য ইউরোপীয় ইউনিয়নে খরচ হয় ২৫ বিলিয়ন ইউরো৷ ২৮টি দেশে প্রতি বছর এ সংক্রান্ত রোগে মৃত্যু হয় ৭ লাখ মানুষের৷

এপিবি/ডিজি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ