1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধোনির স্পোর্টসম্যানশিপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

১ আগস্ট ২০১১

যে কোন খেলায় জয় পরাজয় থাকে৷ তবে কখনো কখনো খেলায় ফলাফলের চেয়ে স্পোর্টসম্যানশিপ বড় হয়ে দেখা দেয়৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সিদ্ধান্ত যেন ক্রিকেটের স্পিরিটটাকে আবারও তুলে ধরলো৷

Indian captain Mahendra Singh Dhoni poses with the trophy in the backdrop of the Taj Mahal hotel in Mumbai, India, Sunday, April 3, 2011. Dhoni lofted Sri Lanka's Nuwan Kulasekara for the winning six against Sri Lanka, leading India to the six-wicket victory at the Wankhede Stadium, when Dhoni anchored the run chase with his knock of 91. India won the Cricket World Cup for the first time in 28 years. (AP Photo/Gurinder Osan)
দারুণ ব্যক্তিত্বসম্পন্ন মহেন্দ্র সিং ধোনিছবি: AP

ক্রিকেটে এই ধরণের মহত্ত্বের পরিচয় অনেকবারই দেখা গেছে৷ আউট হওয়ার পর নিজে থেকেই ব্যাটসম্যানের ক্রিজ ছেড়ে যাওয়া কিংবা অন্যমনস্ক ব্যাটসম্যানকে রান আউটের সুযোগ সত্ত্বেও বোলারের সেটি না করা৷ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নতুন এক দৃশ্য দেখা গেলো৷ ক্রিজে ছিলেন ব্যাটসম্যান আয়ান বেল যার রান তখন ১৩৭৷ চা বিরতি শুরু হয়ে গেছে, এমনটা মনে করে তিনি ক্রিজ ছেড়ে বের হয়ে আসেন৷ এই সুযোগে ভারতের ফিল্ডাররা স্ট্যাম্পের বেইল ফেলে দেন৷ আম্পায়াররা ক্রিকেটের নিয়ম অনুযায়ী বেলকে আউট ঘোষণা করেন৷ হতভম্ব বেল উপস্থিত ১৫ হাজার দর্শককে বিমর্ষ করে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন৷ খানিক পর চা বিরতির সময় ভারতের অধিনায়ক ধোনি আম্পায়ারকে জানান বেলের আউটের সিদ্ধান্ত বাতিল করতে৷ ফলে আবারও ব্যাট করতে নামেন বেল এবং শেষ পর্যন্ত ১৫৯ রান করে আউট হন৷

মাঠে ধোনির গর্জে ওঠার দৃশ্যছবি: AP

ধোনির এই সিদ্ধান্ত ১৯৮০ সালের মুম্বই টেস্টের ঘটনা মনে করিয়ে দেয়৷ ইংলিশ ব্যাটসম্যান বব টেইলরকে আম্পায়ার কট বিহাইন্ড ঘোষণার পরও ভারতীয় অধিনায়ক গুন্ডাপ্পা বিশ্বনাথ টেইলরকে ক্রিজে ফিরিয়ে আনেন৷

ভারতীয় অধিনায়ক ধোনির এই সিদ্ধান্তে আইসিসি সহ ইংলিশ সমর্থকরা খুশি হলেও সাবেকদের মধ্যে দুই ধরণের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ সাবেক ক্রিকেটার ও বর্তমানে কমেন্টেটর সঞ্জয় মাঞ্জরেকর মনে করছেন, টেইলর আর বেলের ঘটনা এক নয়৷ টুইটারে দেওয়া এক মন্তব্যে মাঞ্জরেকর বলেন, ‘‘এবারের ঘটনায় বেলকে ভুল করে আউট দেওয়া হয়নি৷ অনেক বছর আগে টেইলরকে ক্রিজে ফিরিয়ে আনা হয়েছিল কারণ তাকে ভুল করে আউট দেওয়া হয়েছিল৷ কিন্তু এবারের ঘটনায় বেল ছিলেন পুরোপুরি অসতর্ক এবং অমনোযোগী৷'' একইভাবে এটাকে রাজনীতি হিসেবে সন্দেহ করছেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন৷ তবে সমর্থনও পাচ্ছেন ধোনি৷ ভারতের সাবেক অধিনায়ক ও লেগ স্পিনার অনিল কুম্বলে এই সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন৷ আরেক স্পিনার মনিন্দর সিং বলেছেন, ভারতীয় অধিনায়কের এই সিদ্ধান্তে তারা গর্বিত৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা : সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ