1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধোনি কি অবসরের ইঙ্গিত দিলেন?

২২ মে ২০১৯

ভারতের ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আসন্ন বিশ্বকাপের পর অবসরের ঘোষণা দিতে পারেন বলে অনেকে ধারণা করছেন৷ সেই ধারণা খানিকটা পোক্ত করেছে একটি ভাইরাল ভিডিও৷

Indien Cricket-Team für die Weltmeisterschaft 2019 wird bekannt gegeben
ছবি: IANS

ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এমএস ধোনির অবসর নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল৷ তবে, এই সেই গুঞ্জনে নতুন করে ঘি ঢিলেছেন৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এক ভিডিও ভাইরাল হয়ে গেছে, যেখানে ৩৭ বছর বয়সি এই ক্রিকেটার নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন৷ ছোটবেলায় চিত্রশিল্পী হওয়ার ইচ্ছা ছিল তাঁর৷ এখন সেই ইচ্ছা পূরণের দিকে মনোযোগী হতে চান তিনি৷

ভাইরাল ভিডিওতে কিছু চিত্রকর্মওদেখিয়েছেন ধোনি৷ এসময় তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমি আমার একটি গোপন কথা সবাইকে জানাতে চাই৷ সেই ছোটবেলা থেকেই আমি একজন শিল্পী হতে চেয়েছি৷ আমি অনেক ক্রিকেট খেলে ফেলেছি৷ ফলে এখন সিদ্ধান্ত নিয়েছি ছোটবেলায় যা হতে চেয়েছিলাম সেদিকে মনোযোগ দেবো৷''

ধারণা করা হয় যে ধোনি সম্ভবত আসন্ন বিশ্বকাপের পর একদিনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে পারেন৷ আগামী ৩০ মে থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আয়োজন শুরু হবে৷

উল্লেখ্য, ভারতের অন্যতম সফল ক্রিকেটার ধোনি ৩৪১ টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ১০,৫০০ রান করেছেন৷ এরমধ্যে ১০টি শতক এবং ৭১টি অর্ধশতক রয়েছে৷

এআই/এসিবি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ