ধ্বংসলীলার ছবি ক্রমশ স্পষ্ট হচ্ছে জাপানে
১২ মার্চ ২০১১‘দ্য গ্রেট কানতো কোয়েক'-কেও ছাপিয়ে গেছে শুক্রবারের ভূমিকম্প
১৯২৩ সালের সেই ভূমিকম্প, যার পরিমাণ ছিল ৭.৯, সেটাই ছিল জাপানের ইতিহাসে ভয়ংকরতম৷ আর ২০১১ সালের ১১ই মার্চের ভূমিকম্পের পরিমাণ তার থেকেও বেশি৷ রিখটার স্কেলে ৮.৯৷ প্রাথমিক ব্যাখ্যায় বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরের তলায় দুটি ভূস্তর বা প্লেটের মধ্যে সংঘর্ষের ফলেই এই ভূমিকম্প৷ বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় প্লেট ঢুকে গেছে ইউরেশিয় প্লেটের নীচে৷ ফলে ভয়ংকর ফাটল তৈরি হয় সমুদ্রের নীচে৷ তৈরি হয় এক সাংঘাতিক শক্তির৷ সেই শক্তিই জন্ম দেয় দশ মিটার উঁচু ঢেউয়ের সুনামির৷ বিজ্ঞানীদের মতে, সমুদ্রের নীচের এই ভয়াবহ সংঘর্ষ হিরোসিমা নাগাসাকিতে ফেলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরমাণু বোমার থেকেও তিন কোটি গুণ তীব্র৷ ভূমিকম্পের বহু ঘন্টা পরেও কেঁপে কেঁপে উঠছে টোকিও থেকে সেন্ডাই, জাপানের বহু শহর৷ বিজ্ঞানীদের পরিভাষায় যাকে বলা হয় আফটার শক৷
দুশ্চিন্তা ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলিকে নিয়ে
১৯২৩ সালের জাপানের সেই ভূমিকম্প, দ্য গ্রেট কানতো কোয়েক - সেবারে প্রায় দেড় লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল৷ আর এবার অন্যান্য সূত্রে ইতিমধ্যেই হাজারের বেশি মানুষের মৃত্যুর কথা শোনা যাচ্ছে৷ সরকারি সূত্র যদিও বলছে, নিহত চারশো৷ সেই সঙ্গে নিখোঁজের সংখ্যাও কয়েক হাজার৷ ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েই গেছে৷ সেইসঙ্গে নতুন দুশ্চিন্তা রয়েছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলিকে নিয়ে৷ জাপানের ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শীতল করার প্ল্যান্টটি এই ভয়াবহ ভূমিকম্পে সম্পূর্ণ ভেঙে পড়ার পর ওই এলাকার তিন কিলোমিটারের মধ্যের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ৷ কাছাকাছির মধ্যে আরেকটি পারমাণবিক কেন্দ্র ফুকুসিমা দাইচির শীতলতার প্ল্যান্ট অকেজো হওয়ার পর সেই এলাকার দশ কিলোমিটারের মধ্যে যাবতীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ জারি করা হয় শুক্রবার বিকেলেই৷ আন্তর্জাতিক পরিবেশ সংস্থা গ্রীনপিস হুঁশিয়ারি শুনিয়ে বলেছে, এই দুটি ভূমিকম্পে পারমাণবিক কেন্দ্রের ক্ষতি হওয়ার যে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হবে তাতে অনেক বেশি ভয়াবহ ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে৷
ত্রাণ সহায়তায় নিয়ে এগিয়ে এসেছে বিশ্ব
ভূমিকম্প এবং সুনামি দুই-এর যুগপৎ ধাক্বায় জাপানের অর্থনীতিও এক ধাক্বায় অনেকটা পিছিয়ে পড়েছে৷ মোট ক্ষতির পরিমাণ এখনই শোনা গেছে দশ বিলিয়ন ডলার৷ জাতিসংঘ এই বিপর্যয়ে জাপানের পাশে সর্বতোভাবে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন৷ জার্মানি, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ত্রাণ সহায়তা পাঠানো শুরু হয়েছে৷ ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারের জন্য বিশেষ দল যাত্রা করেছে বহু দেশ থেকে৷
নিখোঁজ ট্রেন, জাহাজ, গোটা উত্তর জাপান অন্ধকারে
টোকিও থেকে ২৩০ কিলোমিটার দূরে সমুদ্র উপকূলের ১৭ মাইল গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল৷ যার প্রভাবে বিশাল সুনামি ঢেউ আছড়ে পড়ে উপকূলে৷ সমুদ্রের ধারের প্রায় ২১০০ কিলোমিটার জুড়ে বসতির কোন চিহ্ন নেই৷ গোটা উত্তর জাপান ডুবে রয়েছে অন্ধকারে৷ জাপানের বিভিন্ন দ্বীপের মধ্যে যাতায়াত করে যেসব বুলেট ট্রেন, তাদের অনেকেরই যাত্রাপথ সমুদ্রের তলা দিয়ে৷ একটি বুলেট ট্রেন থেকে ৯০০ যাত্রীকে উদ্ধার করা হলেও বাকিগুলোর খবর এখনও অজানা৷ মাঝ সমুদ্রে যাত্রীবাহী একটি জাহাজ এখনও নিখোঁজ৷ আশঙ্কা করা হচ্ছে তার সলিল সমাধির৷ ক্ষয়ক্ষতির হিসেবনিকেশ আসতে শুরু করেছে সবে৷ এই জাতীয় বিপর্যয়ে প্রধানমন্ত্রী নাওতো কান গোটা দেশকে শান্ত থাকতে অনুরোধ করেছেন৷
প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী