1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধ্রুপদী সংগীত জগতের এক অনন্য প্রতিভা বেটোফেন

১৬ সেপ্টেম্বর ২০১০

জার্মানির অমর সুরস্রষ্টা লুডভিশ ফান বেটোফেন’এর স্মরণে প্রতি বছর বন শহরে অনুষ্ঠিত হয় বেটোফেন উৎসব৷ এবারে এই উৎসবে অংশ নিয়েছেন জার্মানি সহ বিশ্বের প্রায় ২০০০ খ্যতিমান সংগীত শিল্পী৷

সংগীত, প্রতিভা, বেটোফেন, Ludwig, van Beethoven, Germany, Bonn,
সংগীত জগতের অনন্য প্রতিভা বেটোফেনছবি: picture-alliance/ dpa / DW Montage

পাশ্চাত্যের ধ্রুপদী সংগীতের অঙ্গনে, বহুমুখী প্রতিভার অধিকারী এই মহান শিল্পী সৃষ্টি করেছেন একাধিক সিম্ফনি, পিয়ানো কনসার্ট, স্ট্রিং কোয়ারটেট আর সোনাটা৷ রাজনৈতিক এবং সামাজিক চেতনা প্রতিফলিত হয়েছে বেটোফেনের সংগীতে গভীর ভাবে৷ যেমন তাঁর আলোড়ন সৃষ্টিকারী পঞ্চম সিম্ফনি৷

বেটোফেনের জন্ম এই বন শহরে ১৭৭০ সালে৷ মৃত্যুবরণ করেন ১৮২৭ সালে মাত্র ৫৬ বছর বয়সে অস্ট্রিয়ার ভিয়েনায়৷ পাঁচ বছর বয়েস থেকেই পিয়ানোয় তাঁর হাতেখড়ি৷ বহু পিয়ানো কনসার্টের পাশাপাশি তিনি রচনা করেছেন একাধিক সোনাটা৷ ‘মুন লাইট' সোনাটা তার মধ্যে উল্লেখযোগ্য৷

প্রখ্যাত সুরকার ও সংগীত নির্দেশক এবং বেটোফেনের গভীর অনুরাগী ফ্রানৎস লিস্ট এর উদ্যোগে ১৮৪৫ সালে প্রথম অনুষ্ঠিত হয় বেটোফেন উৎসব৷ তারপর বহু চড়াই-উৎরাই পার হয়ে আজ অবধি তার অগ্রযাত্রা থেমে থাকেনি৷ এই উৎসব পেয়েছে আন্তর্জাতিক খ্যাতি ও জনপ্রিয়তা৷

এবছরের আন্তর্জাতিক বেটোফেন উৎসবের লক্ষ্য ‘ মুক্ত অঙ্গনে' - সংগীতে কল্পনা ও স্বাধীনতা৷ জার্মানিসহ বিশ্বের বহু খ্যাতনামা সংগীত শিল্পী, গীতিকার ও সংগীত নির্দেশক অংশগ্রহণ করছেন এই উৎসবের বিভিন্ন অনুষ্ঠানে৷ এক মাস ব্যপী এই উৎসবে রয়েছে ১৫০টি অনুষ্ঠান৷ বেটোফেন ও তাঁর সমসাময়িক সুরকারদের সৃষ্ট কনসার্ট ছাড়াও থাকছে নানা সময়ের নানা ধরণের সংগীতানুষ্ঠান৷

প্রতিবেদন: মারুফ আহমেদ

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ