1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নওগাঁয় ভুয়া পুলিশ, কক্সবাজারে ভুয়া এনজিওকর্মী আটক

৪ আগস্ট ২০২১

নওগাঁয় পুলিশ পরিচয় দেওয়া দুই প্রতারককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী৷  কক্সবাজারে ‘মুজিববর্ষ উপলক্ষ্যে ঘর ও ল্যাট্রিন' দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগে আটক করা হয়েছে এক ভুয়া এনজিও কর্মকর্তাকে৷

ফাইল ছবিছবি: picture-alliance/dpa/NurPhoto/Z.H. Chowdhury

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পুলিশকে উদ্ধৃত করে জানায়, নওগাঁয় পুলিশ পরিচয় দেওয়া দুই প্রতারককে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷

আটক দুইজন হলেন, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ঈশ্বর লক্ষ্মীপুর গ্রামের আশরাফুল আলীর ছেলে মোনায়েম হোসেন সজিব এবং নওগাঁ সদর উপজেলার পূর্ব পাহাড়পুর গ্রামের আসলাম মন্ডলের ছেলে রতন আলী৷

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজকে জানান, সোমবার বিকালে মোনায়েম হোসেন সজিব ও রতন উপজেলার বিভিন্ন স্থানে সড়কের পাশে বসে মোবাইল ফোনে গেইম খেলা যুবকদের ভয়-ভীতি দেখিয়ে টাকা আদায় করেন৷ পরে বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের আজাদের মুদির দোকানের সামনে মোটরসাইকেল থামিয়ে পুলিশের ডিএসবি পরিচয় দিয়ে লকডাউনে দোকান খোলা রাখার জন্য জেল-জরিমানার ভয় দেখিয়ে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে ১ হাজার টাকা আদায় করেন৷ বিষয়টি নিয়ে আজাদের সন্দেহ হলে এলাকাবাসীর সহযোগিতায় আত্রাই থানা পুলিশকে খবর দেন৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই প্রতারককে আটক করে থানায় নিয়ে যায়৷

প্রতারকদের কাছ থেকে ১টি হিরো হ্যাংক মটরসাইকেল, ৭টি মোবাইল ফোন, ১টি টিপ চাকু, ১টি পুলিশ স্টিক, ১টি পুলিশ লেখা মানিব্যাগ, চাবির রিং এবং ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়৷ পুলিশ জানায়, মোনায়েম হোসেন সজিব ও রতনের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে৷

অন্যদিকে কক্সবাজারে ‘মুজিববর্ষ উপলক্ষ্যে ঘর ও ল্যাট্রিন' দেওয়ার নামে টাকা আদায় করার অভিযোগে এক ভুয়া এনজিও কর্মকর্তাকে আটক করা হয়েছে৷

মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকা থেকে ২৫ বছর বয়সি আনোয়ার হোসেন নামের প্রতারককে স্থানীয়রা আটক করেছে বলে এলাকার ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান৷ আটক টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার উলা মিয়ার ছেলে৷ 

টেকনাফের আলীখালী এলাকার জনৈক রাকিব আলীর কাছ থেকে ‘ঘর ও ল্যাট্রিন' দেওয়ার কথা বলে টাকা আদায়ের সময় স্থানীয়রা আনোয়ার হোসেনকে আটক করে৷ আটক আনোয়ার হোসেন নিজেকে হেইস ওয়াশ নামের বেসরকারি সংস্থার কর্মকর্তা বলে পরিচয় দিলেও ‘সংস্থাটির সংশ্লিষ্টরা তাকে তাদের কর্মী নয় বলে জানায়'৷ স্থানীয় ১০ জনের কাছ থেকে প্রতারক টাকা আদায় করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে৷  

এনজিওটির সংশ্লিষ্টরা বাদী হয়ে আটক প্রতারকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী জানিয়েছেন৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ